ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 3টে

author img

By

Published : Nov 15, 2020, 3:05 PM IST

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

  1. টেকনিশিয়ান স্টুডিয়োর পথে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ

85 বছর বয়সে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । তাঁর সঙ্গে শেষ হল একটি যুগের । সত্যজিত রায়ের অপু থেকে সরোজ দে'র ক্ষিদদা, মানুষের মনে থেকে যাবেন তিনি ।

2. "তাঁর বিকল্প তিনি নিজেই", শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

"বিশেষত বাংলার আজ দুঃখের দিন । চলচ্চিত্র, নাট্য জগতের দুঃখের দিন ।" সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর ।

3. 'ফাইট' শেষ, তবুও তিনি থাকবেন...

প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় । আস সকালে মিন্টো পার্কের কাছে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

4. শুধু নায়ক নয়, খলনায়ক চরিত্রেও বাজিমাত সৌমিত্রর

কালো ওভারকোট পরে, চোখে সানগ্লাস আর ঠোঁটে চুরুট ধরা খলনায়ক নয়, সৌমিত্র ভিলেনের ছাপ ফোটাতেন তাঁর দৃষ্টিতে । মানুষ ভালো না খারাপ, তার পরিচয় পাওয়া যায় চোখের চাহনিতে । চ্যাটার্জি মশাই সেটা বেশ ভালোই বুঝতেন । তাই "খতম করে দেব", বা "ওর শেষ দেখে ছাড়ব" জাতীয় সংলাপ না বলেও সুক্ষ্ম খলনায়কের চরিত্রে দর্শককে মাত করতেন সৌমিত্র চট্টোপাধ্যায় ।

5. আজও তিনি বাঙালির সবচেয়ে প্রিয় 'ফেলুদা'

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্য়ু কোথাও যেন ফেলুদারও মৃত্যু । বাঙালির সেরা ফেলুদা আজ চিরঘুমে ঘুমিয়েছেন । সে আর কোনওদিন বলবে না, "আমার ভালো নাম ক্যাপ্টেন ফেলু, আর বদনাম প্রদোষ মিত্র..."

6. লড়াইটা হেরে গেলেন ক্ষিদদা, স্মৃতিচারণায় 'কোনি'

40 দিনের লড়াই শেষ । তাঁর জীবনের শেষযুদ্ধ জিততে পারলেন না ক্ষিদদা । সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে এভাবেই স্মৃতির সরণিতে হাঁটলেন শ্রীপর্ণা মুখোপাধ্যায় । "কোনি"-তে সৌমিত্রবাবুর সঙ্গে কাজ করেছিলেন তিনি ।

7. "মনে হচ্ছে মাথার উপর থেকে ছাদ চলে গেল"

একাধিক ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী । যেদিন থেকে সৌমিত্রবাবু অসুস্থ হয়ে হাসপাতালের ভরতি হয়েছিলেন সেদিন থেকে তাঁর সুস্থতা কামনায় ভগবানের কাছে প্রার্থনা করছিলেন । এদিকে আজ বেলা 12টা 15 মিনিটে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সৌমিত্রবাবু ।

8. সৌমিত্রর সেরা দশ...

সৌমিত্র চট্টোপাধ্যায়, নামটা শুনলেই একটা হাসি মুখ ভেসে ওঠে চোখের সামনে । চোখের দারুণ অভিব্যক্তিতে তাঁর উদার্ত কণ্ঠে বলা কিছু সংলাপ বেজে ওঠে কানে । কিশোরী হোক বা অশীতপর, সেই সংলাপ শুনে মন কেঁপে উঠতে বাধ্য । অসংখ্য ছবিতে অসংখ্য সংলাপ বলেছেন সৌমিত্র । তার মধ্যে থেকে দশটি বেছে নেওয়া কঠিন । তবুও কয়েকটি সংলাপ, যা সৌমিত্রর সমার্থক হয়ে থেকে যাবে আজীবন ।

9. EM বাইপাসে কাদাপাড়ার কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার, অবরোধ-বিক্ষোভ

আজ ভোর পাঁচটা নাগাদ বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরছিলেন ওই মহিলা । কাদাপাড়ায় রাস্তা পার করার সময় উলটোডাঙা থেকে চিংড়িঘাটাগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে ।

10. তৃণমূলের ভিতরের রোগ বাইরে বেরিয়ে আসছে, শুভেন্দু প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের

তৃণমূল কংগ্রেসের ভিতরের অবস্থা কখনওই ভালো ছিল না । বর্তমান পরিস্থিতিতে অনেক নেতা-কর্মী দল থেকে বেরিয়ে যাচ্ছেন । তৃণমূলের ভিতরের রোগ এখন বাইরে বেরিয়ে আসছে । শুভেন্দু অধিকারীর বাড়িতে প্রশান্ত কিশোরের যাওয়া প্রসঙ্গে বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি আরও বলেন, "BJP এই সব জঞ্জাল সরিয়ে দিয়ে বাংলায় সুশাসন গড়বে ।"

  1. টেকনিশিয়ান স্টুডিয়োর পথে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ

85 বছর বয়সে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । তাঁর সঙ্গে শেষ হল একটি যুগের । সত্যজিত রায়ের অপু থেকে সরোজ দে'র ক্ষিদদা, মানুষের মনে থেকে যাবেন তিনি ।

2. "তাঁর বিকল্প তিনি নিজেই", শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

"বিশেষত বাংলার আজ দুঃখের দিন । চলচ্চিত্র, নাট্য জগতের দুঃখের দিন ।" সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর ।

3. 'ফাইট' শেষ, তবুও তিনি থাকবেন...

প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় । আস সকালে মিন্টো পার্কের কাছে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

4. শুধু নায়ক নয়, খলনায়ক চরিত্রেও বাজিমাত সৌমিত্রর

কালো ওভারকোট পরে, চোখে সানগ্লাস আর ঠোঁটে চুরুট ধরা খলনায়ক নয়, সৌমিত্র ভিলেনের ছাপ ফোটাতেন তাঁর দৃষ্টিতে । মানুষ ভালো না খারাপ, তার পরিচয় পাওয়া যায় চোখের চাহনিতে । চ্যাটার্জি মশাই সেটা বেশ ভালোই বুঝতেন । তাই "খতম করে দেব", বা "ওর শেষ দেখে ছাড়ব" জাতীয় সংলাপ না বলেও সুক্ষ্ম খলনায়কের চরিত্রে দর্শককে মাত করতেন সৌমিত্র চট্টোপাধ্যায় ।

5. আজও তিনি বাঙালির সবচেয়ে প্রিয় 'ফেলুদা'

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্য়ু কোথাও যেন ফেলুদারও মৃত্যু । বাঙালির সেরা ফেলুদা আজ চিরঘুমে ঘুমিয়েছেন । সে আর কোনওদিন বলবে না, "আমার ভালো নাম ক্যাপ্টেন ফেলু, আর বদনাম প্রদোষ মিত্র..."

6. লড়াইটা হেরে গেলেন ক্ষিদদা, স্মৃতিচারণায় 'কোনি'

40 দিনের লড়াই শেষ । তাঁর জীবনের শেষযুদ্ধ জিততে পারলেন না ক্ষিদদা । সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে এভাবেই স্মৃতির সরণিতে হাঁটলেন শ্রীপর্ণা মুখোপাধ্যায় । "কোনি"-তে সৌমিত্রবাবুর সঙ্গে কাজ করেছিলেন তিনি ।

7. "মনে হচ্ছে মাথার উপর থেকে ছাদ চলে গেল"

একাধিক ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী । যেদিন থেকে সৌমিত্রবাবু অসুস্থ হয়ে হাসপাতালের ভরতি হয়েছিলেন সেদিন থেকে তাঁর সুস্থতা কামনায় ভগবানের কাছে প্রার্থনা করছিলেন । এদিকে আজ বেলা 12টা 15 মিনিটে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সৌমিত্রবাবু ।

8. সৌমিত্রর সেরা দশ...

সৌমিত্র চট্টোপাধ্যায়, নামটা শুনলেই একটা হাসি মুখ ভেসে ওঠে চোখের সামনে । চোখের দারুণ অভিব্যক্তিতে তাঁর উদার্ত কণ্ঠে বলা কিছু সংলাপ বেজে ওঠে কানে । কিশোরী হোক বা অশীতপর, সেই সংলাপ শুনে মন কেঁপে উঠতে বাধ্য । অসংখ্য ছবিতে অসংখ্য সংলাপ বলেছেন সৌমিত্র । তার মধ্যে থেকে দশটি বেছে নেওয়া কঠিন । তবুও কয়েকটি সংলাপ, যা সৌমিত্রর সমার্থক হয়ে থেকে যাবে আজীবন ।

9. EM বাইপাসে কাদাপাড়ার কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার, অবরোধ-বিক্ষোভ

আজ ভোর পাঁচটা নাগাদ বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরছিলেন ওই মহিলা । কাদাপাড়ায় রাস্তা পার করার সময় উলটোডাঙা থেকে চিংড়িঘাটাগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে ।

10. তৃণমূলের ভিতরের রোগ বাইরে বেরিয়ে আসছে, শুভেন্দু প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের

তৃণমূল কংগ্রেসের ভিতরের অবস্থা কখনওই ভালো ছিল না । বর্তমান পরিস্থিতিতে অনেক নেতা-কর্মী দল থেকে বেরিয়ে যাচ্ছেন । তৃণমূলের ভিতরের রোগ এখন বাইরে বেরিয়ে আসছে । শুভেন্দু অধিকারীর বাড়িতে প্রশান্ত কিশোরের যাওয়া প্রসঙ্গে বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি আরও বলেন, "BJP এই সব জঞ্জাল সরিয়ে দিয়ে বাংলায় সুশাসন গড়বে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.