আগামীকাল সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে । তিনি এখন সম্পূর্ণ ভালো আছেন । শারীরিক কোনও সমস্যা নেই ।
2. বার্ড ফ্লু'র সংক্রমণ রুখতে তৎপর সব রাজ্য
ইতিমধ্যেই একাধিক রাজ্যে বার্ড ফ্লু-তে মৃত্যু হয়েছে একাধিক পাখির । এরপর সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার । তা রুখতে তফর একাধিক রাজ্যও ।
3. রৌরকেলা স্টিল প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিকে মৃত 4
আরও 2 জনকে আরএসপি-র ইস্পাত জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। জানা গিয়েছে যে স্টার কনস্ট্রাকশন কম্পানির চারজন শ্রমিক মেনটেনেন্সের কাজ করছিলেন। তখনই গ্যাস লিকের ঘটনাটি ঘটে। সিও গ্যাস লিক করে বলে খবর।
4. উত্তরপ্রদেশে গণধর্ষণের পর যৌনাঙ্গে রড ঢুকিয়ে মহিলাকে খুন, 3 দিন পর ধৃত 1
উত্তরপ্রদেশের বদায়ু জেলায় মহিলাকে গণধর্ষণের পর খুনের তিনদিন পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ । ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন । এই ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগে উঘেতি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ।
5. "ওঁরা আমাদের সুরে সুর মেলাতে পারেনি", শোভন-বৈশাখি প্রসঙ্গে মন্তব্য দিলীপের
"ওঁরা এখনও আমাদের সুরের সঙ্গে সুর মেলাতে পারেনি তো, মিললেই ঠিক হয়ে যাবে ।" আজ পুরুলিয়ায় চায়ে পে চর্চা-য় এসে শোভন-বৈশাখি সম্পর্কে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
6. দল এতটাই ভঙ্গুর ও সামঞ্জস্যহীন যে বলার নয়, বেসুরো হাওড়ার প্রাক্তন মেয়র
লক্ষ্মীরতন শুক্লা গতকাল মন্ত্রিত্ব ছেড়েছেন । এরই মাঝে এবার বেসুরো হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী । গতকাল দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । বলেন,"দল এখন এতটাই ভঙ্গুর ও সামঞ্জস্যহীন যে বলার মতো নয় । ফলে নিজেদের ঠিক মানিয়ে নিতে না পেরে দল থেকে তাঁরা নিজেরাই সরে যাচ্ছেন ৷ এর জন্য দলের রাজ্য ও জেলা নেতৃত্ব দায়ী ।"
7. আরও 8টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা অ্যামেরিকার
অ্যামেরিকার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে । হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ওই অ্যাপের মাধ্যমে অনেক সংবেদনশীল তথ্য আদানপ্রদান করা হত, যা সেখানকার বাসিন্দাদের পক্ষে বিপজ্জনক হতে পারে।
8. রামপুরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে খুন
গতকাল রাতে বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে । রামপুরহাটের ঘটনা ।
9. তৃতীয় টেস্টের দল ঘোষণা ভারতের, অভিষেক হচ্ছে সাইনির
তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল ভারত। এই ম্যাচে অভিষেক হতে চলেছে নভদীপ সাইনি। উমেশ যাদব চোট পেয়েছিলেন মেলবোর্নের দ্বিতীয় টেস্টে। তার পর তিনি সিরিজ় থেকে ছিটকে যান । তাঁর জায়গাতেই দলে জায়গা পেলেন সাইনি।
10. পাপারাৎজ়িদের সঙ্গে জন্মদিন পালন দীপিকার
এবার মুম্বইতেই জন্মদিন পালন করলেন দীপিকা পাডুকোন । গতকাল সন্ধেয় পাপারাৎজ়িদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করতে দেখা যায় তাঁকে । ছিলেন রণবীর সিংও । কেক কেটে তা প্রথমে রণবীরকে খাইয়ে দেন । এরপর নিজেও খান তিনি ।