1. কাঁথিতে শুভেন্দু অধিকারীর রোড শো
বিজেপিতে যোগ দেওয়ার পর কাঁথিতে শুভেন্দু অধিকারীর রোড শো । মেছেদা বাইপাস থেকে শুরু হয়ে কাঁথি শহর পরিক্রমা করে সেন্ট্রাল বাসস্টপে শেষ হবে মিছিল । সেখানে সভা করবেন তিনি । রোড শো-এ শুভেন্দু ছাড়াও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন ।
2. বিশ্বভারতীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রীকে, দাবি ব্রাত্যর
বৃহস্পতিবার ছিল বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দেন বিশ্ববিদ্য়ালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। বিশ্বভারতীর আম্রকুঞ্জে আয়েজিত হয় অনুষ্ঠানটি। সেখানে হাজির ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
3. বাম-কংগ্রেস জোটে সম্মতি কংগ্রেস হাইকমান্ডের
আসন্ন বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট গঠনে সম্মতি দিল কংগ্রেস হাইকমান্ড ৷ আজ একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ৷
4. প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা
2014 সালে পরীক্ষায় বসেছিলেন কয়েক লাখ চাকরিপ্রার্থী । তাঁদের মধ্যে থেকে অনামিকা মণ্ডল সহ একাধিক চাকরিপ্রার্থী আজ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ।
5. রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী : ব্রাত্য
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে ভার্চুয়ালি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তারপরই মোদির ভাষণের সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ব্রাত্য বসু। তাঁর দাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী ।
6. উদ্ধত সরকার কৃষক ও জওয়ানদের সম্মান করে না : প্রিয়াঙ্কা
কেন্দ্রীয় সরকারের নয়া এই কৃষি বিল নিয়ে মাসখানেক ধরে গোলমাল চলছে। রাজধানী দিল্লির কাছে সিঙ্ঘু সীমান্তে অবস্থান-বিক্ষোভ করছেন কৃষকরা। কৃষকদের হয়েই দাবি জানাতে আজ রাষ্ট্রপতি ভবনে যাচ্ছিলেন কংগ্রেসের নেতা-নেত্রীরা। তখন দিল্লি পুলিশ প্রিয়াঙ্কা-সহ কংগ্রেসের একাধিক নেতাকে আটক করে। এই পরিস্থিতির মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও গুলাম নবি আজ়াদ।
7. বিশ্বভারতীর শতবর্ষে রবীন্দ্রনাথের গুজরাত যোগ টানলেন মোদি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা স্মরণ করে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী ।
8. সুস্থের সংখ্যা 97 লাখ ছুঁইছুঁই , 24 ঘণ্টায় মৃত 312
গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 29 হাজার 791 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 96 লাখ 93 হাজার 173 জন ।
9. শান্তশিষ্ট রাহানেকে দুর্বল ভাবা উচিত নয়, মত সচিনের
কোহলির বডি ল্যাঙ্গুয়েজ যেমন সবসময়ই আক্রমণাত্মক থাকে, রাহানের তেমনটা নয়। কিন্তু তাঁর সেই শান্তশিষ্ট স্বভাবকে কখনই দুর্বলতা বলে ভাবা উচিত নয় বলেই মনে করেন সচিন তেন্ডুলকর।
10. 'নট অ্যালাওড', পাপারাৎজ়িদের দেখে চিৎকার তইমুরের
পাপারাৎজ়িদের দেখে চিৎকার করে উঠল তইমুর আলি খান । 'নট অ্যালাওড' বলে এমন চিৎকার জুড়ল সে, যে মা করিনা কাপুরের অবস্থা খারাপ হয়ে গেল ।