ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 1টা - top news

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়
author img

By

Published : Dec 17, 2020, 1:21 PM IST

1. শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাকতালীয়, রাজনৈতিক কথাবার্তা হয়নি; দাবি জিতেন্দ্রর

গতকালই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর পানাগড়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন জিতেন্দ্র তিওয়ারিসহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে কি বিজেপির পথে পা বাড়াচ্ছেন জিতেন্দ্র ?

2. শুরুতেই উইকেট হারিয়ে চাপে দল, ভরসা সেই বিরাট-পূজারা

দিনরাতের টেস্টে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারত ৷ দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং পৃথ্বী শ দুই জনেই ব্যর্থ ৷ এই টেস্ট খেলেই দেশে ফিরবেন কোহলি ৷ তার আগে আজ দেশের মান বাঁচানোর লড়াইয়ে বিরাটের সঙ্গে চেত্বশ্বর পূজারা ৷

3. ভারতীয় হওয়া হল না, 'বিদেশি' হিসেবেই মৃত্যু 104 বছর বয়সি চন্দ্রধরের

2018 সালে শিলচরের ফরেনার্স ট্রাইবুনাল বিদেশি বলে ঘোষণা করেছিল চন্দ্রধর দাসকে । এরপর দু'বছর ধরে দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য লড়াই করছিলেন । কিন্তু, নাগরিকত্ব পাওয়ার আগেই রবিবার 104 বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

4. সিকিম, অরুণাচল সীমানা বরাবর পরিকাঠামো বৃদ্ধি করেই চলেছে চিন : সেনা আধিকারিক অনিল চৌহান

"গ্যালওয়ান উপত্যকার ঘটনা, ভারত ও চিনের মধ্যে এলএসি নিয়ে সমঝোতা এবং পারস্পরিক বিশ্বাস অনেকটাই ফিকে হয়ে গেছে । "এই পরিস্থিতি স্থিতিশীল হতে সময় লাগবে ।", জানান লেফটেন্যান্ট জেনেরাল চৌহান ।

5. যেন হাড় ভেঙ্গেছে রানিগঞ্জের হাড়াভাঙ্গা সেতুর

রানিগঞ্জের টিরাট পঞ্চায়েতের অন্তর্গত হাড়াভাঙ্গা সেতু । নুনিয়া নদীর উপর তৈরি এই সেতু বহু পুরনো । কিন্তু এই সেতুটি এখন বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে । জীবনের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত । এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি সেতুটি নতুন করে তৈরি করা হোক । ইটিভি ভারতের @ জনতায় সেই কথাই জানালেন সেখানকার আমজনতা ।

6. শুভেন্দুর পদত্যাগের বিষয়ে জানেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় !

শুভেন্দু অধিকারীর ইস্তফার বিষয়ে কিছু জানেন না । বললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ আজ বিধানসভায় গিয়ে বিধায়ক পদে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী ৷ কিন্তু, সেই সময় বিধানসভায় ছিলেন না অধ্যক্ষ । তিনি ছিলেন বারুইপুরে ৷ বলেন, ‘‘শুভেন্দুর বিষয়টা জানি না ৷ বিধানসভা থেকেও আমাকে কিছু জানানো হয়নি ৷ যা জেনেছি সংবাদমাধ্যমের মাধ্যমে জেনেছি ৷’’

7. সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে কিছু এসে যায় না : ফিরহাদ

কে এলো, দলে থেকে কে গেল তাতে তৃণমূলের মত একটা সর্বভারতীয় দলে বিশেষ প্রভাব পড়ে না । বাংলার মানুষের আশা-ভরসা তৃণমূল কংগ্রেস । আমরা সেই দলের প্রতিনিধি হিসেবে কাজ করি । দলের প্রতিনিধি হওয়ার জন্যই মানুষ আমাদের বিশ্বাস করেন । বললেন ফিরহাদ ৷

8. অবস্থান বদলাতেই ষড়যন্ত্র শুরু হয়েছে, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

রাজ্যপালকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, "অবস্থান বদলাতেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে ৷ পুলিশ প্রতিহিংসামূলক আচরণ করছে ৷"

9. বাবা হওয়ার মুহূর্তটায় দেশে থাকার সিদ্ধান্ত নিতে দুইবার ভাবেননি বিরাট

প্রথম শিশুর জন্মের সময় "যে কোনও মূল্যে" সেখানে হাজির থাকতে চান ৷ স্টিভ স্মিথের সঙ্গে আলোচনায় বললেন বিরাট৷

10. "2021 কেমন কাটবে সেটা নির্ভর করছে চিনাদের খাবারের উপর"

2021 সাল কেমন কাটবে সেটা চিনাদের খাবারের নির্ভর করবে বলে জানিয়েছেন টিসকা । তিনি লেখেন, "2021 সাল কি ভালোভাবে কাটবে ? সেটা অবশ্য নির্ভর করবে চিনারা কী খাচ্ছেন তার উপর । #জাস্টসেইং #2021"।

1. শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাকতালীয়, রাজনৈতিক কথাবার্তা হয়নি; দাবি জিতেন্দ্রর

গতকালই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর পানাগড়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন জিতেন্দ্র তিওয়ারিসহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে কি বিজেপির পথে পা বাড়াচ্ছেন জিতেন্দ্র ?

2. শুরুতেই উইকেট হারিয়ে চাপে দল, ভরসা সেই বিরাট-পূজারা

দিনরাতের টেস্টে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারত ৷ দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং পৃথ্বী শ দুই জনেই ব্যর্থ ৷ এই টেস্ট খেলেই দেশে ফিরবেন কোহলি ৷ তার আগে আজ দেশের মান বাঁচানোর লড়াইয়ে বিরাটের সঙ্গে চেত্বশ্বর পূজারা ৷

3. ভারতীয় হওয়া হল না, 'বিদেশি' হিসেবেই মৃত্যু 104 বছর বয়সি চন্দ্রধরের

2018 সালে শিলচরের ফরেনার্স ট্রাইবুনাল বিদেশি বলে ঘোষণা করেছিল চন্দ্রধর দাসকে । এরপর দু'বছর ধরে দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য লড়াই করছিলেন । কিন্তু, নাগরিকত্ব পাওয়ার আগেই রবিবার 104 বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

4. সিকিম, অরুণাচল সীমানা বরাবর পরিকাঠামো বৃদ্ধি করেই চলেছে চিন : সেনা আধিকারিক অনিল চৌহান

"গ্যালওয়ান উপত্যকার ঘটনা, ভারত ও চিনের মধ্যে এলএসি নিয়ে সমঝোতা এবং পারস্পরিক বিশ্বাস অনেকটাই ফিকে হয়ে গেছে । "এই পরিস্থিতি স্থিতিশীল হতে সময় লাগবে ।", জানান লেফটেন্যান্ট জেনেরাল চৌহান ।

5. যেন হাড় ভেঙ্গেছে রানিগঞ্জের হাড়াভাঙ্গা সেতুর

রানিগঞ্জের টিরাট পঞ্চায়েতের অন্তর্গত হাড়াভাঙ্গা সেতু । নুনিয়া নদীর উপর তৈরি এই সেতু বহু পুরনো । কিন্তু এই সেতুটি এখন বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে । জীবনের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত । এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি সেতুটি নতুন করে তৈরি করা হোক । ইটিভি ভারতের @ জনতায় সেই কথাই জানালেন সেখানকার আমজনতা ।

6. শুভেন্দুর পদত্যাগের বিষয়ে জানেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় !

শুভেন্দু অধিকারীর ইস্তফার বিষয়ে কিছু জানেন না । বললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ আজ বিধানসভায় গিয়ে বিধায়ক পদে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী ৷ কিন্তু, সেই সময় বিধানসভায় ছিলেন না অধ্যক্ষ । তিনি ছিলেন বারুইপুরে ৷ বলেন, ‘‘শুভেন্দুর বিষয়টা জানি না ৷ বিধানসভা থেকেও আমাকে কিছু জানানো হয়নি ৷ যা জেনেছি সংবাদমাধ্যমের মাধ্যমে জেনেছি ৷’’

7. সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে কিছু এসে যায় না : ফিরহাদ

কে এলো, দলে থেকে কে গেল তাতে তৃণমূলের মত একটা সর্বভারতীয় দলে বিশেষ প্রভাব পড়ে না । বাংলার মানুষের আশা-ভরসা তৃণমূল কংগ্রেস । আমরা সেই দলের প্রতিনিধি হিসেবে কাজ করি । দলের প্রতিনিধি হওয়ার জন্যই মানুষ আমাদের বিশ্বাস করেন । বললেন ফিরহাদ ৷

8. অবস্থান বদলাতেই ষড়যন্ত্র শুরু হয়েছে, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

রাজ্যপালকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, "অবস্থান বদলাতেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে ৷ পুলিশ প্রতিহিংসামূলক আচরণ করছে ৷"

9. বাবা হওয়ার মুহূর্তটায় দেশে থাকার সিদ্ধান্ত নিতে দুইবার ভাবেননি বিরাট

প্রথম শিশুর জন্মের সময় "যে কোনও মূল্যে" সেখানে হাজির থাকতে চান ৷ স্টিভ স্মিথের সঙ্গে আলোচনায় বললেন বিরাট৷

10. "2021 কেমন কাটবে সেটা নির্ভর করছে চিনাদের খাবারের উপর"

2021 সাল কেমন কাটবে সেটা চিনাদের খাবারের নির্ভর করবে বলে জানিয়েছেন টিসকা । তিনি লেখেন, "2021 সাল কি ভালোভাবে কাটবে ? সেটা অবশ্য নির্ভর করবে চিনারা কী খাচ্ছেন তার উপর । #জাস্টসেইং #2021"।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.