ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 1টা - টপ নিউজ়

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়
author img

By

Published : Dec 12, 2020, 1:03 PM IST

1. সংকটমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য

গতকাল রাতে তাঁর ভালো ঘুম হয়েছে । কথা বলছেন । তাঁর শরীরের অন্যান্য প্যারামিটার-ও নিয়ন্ত্রণে রয়েছে ।

2. সত্তরে রজনীকান্ত, শুভেচ্ছা জানালেন মোদি

সত্তর বছরে পা দিলেন থালাইভা রজনীকান্ত । এই বিশেষ দিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

3. 2014-র ভরাডুবির জন্য দায়ী সোনিয়া ও মনমোহন, স্মৃতিকথায় প্রণব

বর্তমানে ঘরে-বাইরে সমালোচনায় বিদ্ধ কংগ্রেস । বিশেষ করে বিহার বিধানসভা ভোট ও কয়েকটি রাজ্যের উপনির্বাচনে কংগ্রেসের খারাপ ফলে দলের শীর্ষনেতাদের দিকে আঙুল উঠেছে । এই পরিস্থিতিতে ঘি ঢেলেছে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রকাশিত হতে চলা আত্মজীবনীমূলক বই "দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ারস" । ইতিমধ্যেই বইটির কিছু অংশ প্রকাশ্যে এসেছে । যেখানে 2014 লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির জন্য দলের সভানেত্রী সোনিয়া গান্ধি ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দায়ী করেছেন কংগ্রেসের প্রয়াত নেতা প্রণব মুখোপাধ্যায় ।

4. দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল 98 লাখ

দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 98 লাখ 26 হাজার 775 । মৃত্যু হয়েছে 1 লাখ 42 হাজার 628 জনের ।

5. এক সময়ের আবর্জনার স্তূপ এখন সবুজ উপত্যকা

এক সময় দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য অধিকৃত জমিতে দুর্গাপুর পৌরসভা জঞ্জাল এনে ফেলতে শুরু করে ৷ স্তূপাকার সেই জঞ্জাল সরিয়ে বাহারি শাক-সবজি, ফুলের চাষ করে দুর্গাপুরের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন একশোটি কৃষক পরিবার ।

6. ধুলোয় চোখ বন্ধ দুর্গাপুরের এসএন ব্যানার্জির আমজনতার

দুর্গাপুর পৌরনিগমের এসএন ব্যানার্জি রোড একটি ব্যস্ততম রাস্তা । দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল দশায় পড়েছিল । সংস্কারের কাজ সাম্প্রতিককালে শুরু হলেও এই রাস্তার ধুলোয় অতিষ্ঠ সাধারণ মানুষ । ইটিভি ভারতের @ জনতায় সেই সমস্যার কথাই তুলে ধরলেন সেখানকার আমজনতা ।

7. এবার একসঙ্গে, ব্যানারে শুভেন্দু-রাজীব

শুভেন্দুর মতোই দলের সঙ্গে দূরত্ব বাড়ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। অন্তত, হাওড়ার বিভিন্ন জায়গায় তাঁর অনুগামীদের টাঙানো পোস্টার-ব্যানার থেকে সেরকমই মনে করছে রাজনৈতিক মহল। এবার একই ব্যানারে দেখা গেল শুভেন্দু-রাজীবকে।

8. ভোটের ঢাকে কাঠি, 17-য় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার

রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন ৷ চলতি মাসের 17 তারিখ তিনি রাজ্যে আসছেন বলে জানা গিয়েছে ।

9. বাবার সঙ্গে একমত নন, জন্মদিনে কৃষকদের সমস্যার সমাধান প্রার্থনা যুবির

কৃষক আন্দোলনে পৌঁছে হিন্দুদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন যুবরাজের বাবা যোগরাজ সিং ।

10. মদের গ্লাস হাতে ছবি দিলেন হুমা কুরেশি, সমালোচনায় মুখর নীতি পুলিশরা

সোশাল মিডিয়ায় একটি নির্দিষ্ট ব্র্যান্ডের মদের প্রোমোশন করছেন হুমা কুরেশি । তার জন্য মাঝেমধ্যেই সেই মদের গ্লাস হাতে ছবি বা ভিডিয়ো পোস্ট করছেন হুমা । মুসলিম হয়ে মদ্যপান ? এই প্রশ্নে মুখর হয়ে উঠলেন সোশাল মিডিয়ার নীতি পুলিশরা ।

1. সংকটমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য

গতকাল রাতে তাঁর ভালো ঘুম হয়েছে । কথা বলছেন । তাঁর শরীরের অন্যান্য প্যারামিটার-ও নিয়ন্ত্রণে রয়েছে ।

2. সত্তরে রজনীকান্ত, শুভেচ্ছা জানালেন মোদি

সত্তর বছরে পা দিলেন থালাইভা রজনীকান্ত । এই বিশেষ দিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

3. 2014-র ভরাডুবির জন্য দায়ী সোনিয়া ও মনমোহন, স্মৃতিকথায় প্রণব

বর্তমানে ঘরে-বাইরে সমালোচনায় বিদ্ধ কংগ্রেস । বিশেষ করে বিহার বিধানসভা ভোট ও কয়েকটি রাজ্যের উপনির্বাচনে কংগ্রেসের খারাপ ফলে দলের শীর্ষনেতাদের দিকে আঙুল উঠেছে । এই পরিস্থিতিতে ঘি ঢেলেছে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রকাশিত হতে চলা আত্মজীবনীমূলক বই "দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ারস" । ইতিমধ্যেই বইটির কিছু অংশ প্রকাশ্যে এসেছে । যেখানে 2014 লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির জন্য দলের সভানেত্রী সোনিয়া গান্ধি ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দায়ী করেছেন কংগ্রেসের প্রয়াত নেতা প্রণব মুখোপাধ্যায় ।

4. দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল 98 লাখ

দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 98 লাখ 26 হাজার 775 । মৃত্যু হয়েছে 1 লাখ 42 হাজার 628 জনের ।

5. এক সময়ের আবর্জনার স্তূপ এখন সবুজ উপত্যকা

এক সময় দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য অধিকৃত জমিতে দুর্গাপুর পৌরসভা জঞ্জাল এনে ফেলতে শুরু করে ৷ স্তূপাকার সেই জঞ্জাল সরিয়ে বাহারি শাক-সবজি, ফুলের চাষ করে দুর্গাপুরের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন একশোটি কৃষক পরিবার ।

6. ধুলোয় চোখ বন্ধ দুর্গাপুরের এসএন ব্যানার্জির আমজনতার

দুর্গাপুর পৌরনিগমের এসএন ব্যানার্জি রোড একটি ব্যস্ততম রাস্তা । দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল দশায় পড়েছিল । সংস্কারের কাজ সাম্প্রতিককালে শুরু হলেও এই রাস্তার ধুলোয় অতিষ্ঠ সাধারণ মানুষ । ইটিভি ভারতের @ জনতায় সেই সমস্যার কথাই তুলে ধরলেন সেখানকার আমজনতা ।

7. এবার একসঙ্গে, ব্যানারে শুভেন্দু-রাজীব

শুভেন্দুর মতোই দলের সঙ্গে দূরত্ব বাড়ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। অন্তত, হাওড়ার বিভিন্ন জায়গায় তাঁর অনুগামীদের টাঙানো পোস্টার-ব্যানার থেকে সেরকমই মনে করছে রাজনৈতিক মহল। এবার একই ব্যানারে দেখা গেল শুভেন্দু-রাজীবকে।

8. ভোটের ঢাকে কাঠি, 17-য় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার

রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন ৷ চলতি মাসের 17 তারিখ তিনি রাজ্যে আসছেন বলে জানা গিয়েছে ।

9. বাবার সঙ্গে একমত নন, জন্মদিনে কৃষকদের সমস্যার সমাধান প্রার্থনা যুবির

কৃষক আন্দোলনে পৌঁছে হিন্দুদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন যুবরাজের বাবা যোগরাজ সিং ।

10. মদের গ্লাস হাতে ছবি দিলেন হুমা কুরেশি, সমালোচনায় মুখর নীতি পুলিশরা

সোশাল মিডিয়ায় একটি নির্দিষ্ট ব্র্যান্ডের মদের প্রোমোশন করছেন হুমা কুরেশি । তার জন্য মাঝেমধ্যেই সেই মদের গ্লাস হাতে ছবি বা ভিডিয়ো পোস্ট করছেন হুমা । মুসলিম হয়ে মদ্যপান ? এই প্রশ্নে মুখর হয়ে উঠলেন সোশাল মিডিয়ার নীতি পুলিশরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.