ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9টা - টপ নিউজ় সকাল 9টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়
author img

By

Published : Oct 10, 2020, 9:06 AM IST

Updated : Oct 10, 2020, 9:11 AM IST

1. শারীরিক অবস্থার অবনতি, ITU-তে সৌমিত্র চট্টোপাধ্যায়

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্লাড প্রেসার কখনও বাড়ছে, কখনও কমে যাচ্ছে । তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ-ও কমে গিয়েছে । ব্লাড প্রেসার ওঠা-নামা করায় এবং অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে শুক্রবার বেসরকারি ওই হাসপাতালের কেবিন থেকে তাঁকে সেখানকার ITU-তে স্থানান্তর করা হয়েছে । সেখানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

2. কুলগামে নিকেশ 2 জঙ্গি

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে , কুলগাম জেলায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে গতকাল রাতে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী । এরপরই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ।

3. রাজ্যে 24 ঘণ্টায় রেকর্ড সংক্রমণ

সব মিলিয়ে এপর্যন্ত মোট 2 লাখ 52 হাজার 806 জন সুস্থ হয়ে উঠেছে । মোট 36 লাখ 8 হাজার 134 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।

4. আজ কলকাতা-পঞ্জাবের লড়াইয়ে চিন্তা আবু ধাবির গরম

শনিবাসরীয় IPL-এ ফের ডাবল হেডার ৷ দুটো ম্যাচই IPL-এর সবচেয়ে চর্চিত ম্যাচ ৷ একদিকে দুপুরে আবু ধাবির গরমে উত্তেজনা বাড়বে বীর-জারার লড়াই ৷ অন্যদিকে রাতের দুবাই সাক্ষী থাকবে কোহলি-ধোনি দ্বৈরথে ৷ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজ দুপুরে চলতি IPL-এ দ্বিতীয় জয়ের খোঁজে নামছে কিংস ইলেভেন পঞ্জাব ৷


5. ETV ভারতের সাংবাদিককে নিগ্রহ , মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের

বৃহস্পতিবার BJP-র নবান্ন অভিযানের দিন বর্ধমান থেকে হাওড়া যাওয়ার পথে পালসিট টোল প্লাজ়ায় BJP কর্মীদের আটকানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ দু'নম্বর জাতীয় সড়কে পালসিট টোল প্লাজ়া ঢোকার মুখে রাস্তার উপরে খালি ট্রাক রেখে দেওয়া হয় । ফলে, নবান্নগামী BJP কর্মীরা ছাড়াও আটকে যান কলকাতার উদ্দেশে বেরোনো মানুষজন ৷ সেই ছবি ক্যামেরাবন্দী করতে গেলে ETV ভারতের সাংবাদিককে হেনস্থা করা হয় ।

6. সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, শেষ মেট্রোর সময়ও পরিবর্তন

দীর্ঘ ছ'মাস পর 14 সেপ্টেম্বর থেকে আবার চালু হয়েছে নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো ।

7. কর্মী সম্মেলনে রাজ্যের মন্ত্রীকে "অপদার্থ" বলে ভর্ৎসনা অনুব্রতর

লক্ষ্য বিধানসভা ভোটের আগে সংগঠন মজবুত করা ৷ আর তাই বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । প্রায় প্রতিটা সম্মেলনেই দলের নেতা-কর্মীদের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি ৷ এবার সেরকমই এক কর্মী সম্মেলনে রাজ্যের কৃষিমন্ত্রী আশিষ বন্দোপাধ্যায়কে "অপদার্থ" বললেন তিনি ৷

8. "রাজ্যপালের পদকে কলঙ্কিত করছেন", ধনকড়ের সমালোচনা ফিরহাদের

BJP-র নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে আবারও রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল নেতা তথা রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বলেন , "দিলীপ ঘোষের থেকে বেশি BJP নেতা হচ্ছেন রাজ্যপাল । তিনি এই মুহূর্তে আর রাজ্যপাল নেই । তিনি কলঙ্কিত রাজ্যপাল । রাজ্যপালের পদকে কলঙ্কিত করছেন। নষ্ট করছেন । পশ্চিমবঙ্গে এরকম ধামাধরা রাজ্যপাল রাজ্যবাসী কোনওদিন দেখেনি । " অন্যদিকে , BJP-র নবান্ন অভিযান ও মণীশ শুক্লা মৃত্যু-সহ একাধিক বিষয়ে গতকাল তিনি মন্তব্য করেন ।

9. "পুজোয় কোরোনাকে কোয়ারানটিন", মমতার মন্তব্যে ক্ষুব্ধ বিরোধীরা

এর আগেও অনেক চিকিৎসক আশঙ্কাপ্রকাশ করেছেন, যে দুর্গাপুজোর পর সংক্রমিতের সংখ্যা ব্যাপক হারে বাড়বে। অনেক চিকিৎসকই সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে তারা বাড়ি থেকেই এবার পুজোয় সামিল হয়। অনেকেই আবার মুখ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ বলে জানা গিয়েছে ।

10. পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় যুবকের পাগড়ি খোলা নিয়ে মমতার উদ্দেশে টুইট হরভজনের

একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এক শিখ যুবককে ধরেছে পুলিশ । ধস্তাধস্তির সময় তাঁর পাগড়ি খুলে যাচ্ছে । এই ভিডিয়ো দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে টুইট করলেন হরভজন সিং ।

1. শারীরিক অবস্থার অবনতি, ITU-তে সৌমিত্র চট্টোপাধ্যায়

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্লাড প্রেসার কখনও বাড়ছে, কখনও কমে যাচ্ছে । তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ-ও কমে গিয়েছে । ব্লাড প্রেসার ওঠা-নামা করায় এবং অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে শুক্রবার বেসরকারি ওই হাসপাতালের কেবিন থেকে তাঁকে সেখানকার ITU-তে স্থানান্তর করা হয়েছে । সেখানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

2. কুলগামে নিকেশ 2 জঙ্গি

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে , কুলগাম জেলায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে গতকাল রাতে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী । এরপরই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ।

3. রাজ্যে 24 ঘণ্টায় রেকর্ড সংক্রমণ

সব মিলিয়ে এপর্যন্ত মোট 2 লাখ 52 হাজার 806 জন সুস্থ হয়ে উঠেছে । মোট 36 লাখ 8 হাজার 134 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।

4. আজ কলকাতা-পঞ্জাবের লড়াইয়ে চিন্তা আবু ধাবির গরম

শনিবাসরীয় IPL-এ ফের ডাবল হেডার ৷ দুটো ম্যাচই IPL-এর সবচেয়ে চর্চিত ম্যাচ ৷ একদিকে দুপুরে আবু ধাবির গরমে উত্তেজনা বাড়বে বীর-জারার লড়াই ৷ অন্যদিকে রাতের দুবাই সাক্ষী থাকবে কোহলি-ধোনি দ্বৈরথে ৷ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজ দুপুরে চলতি IPL-এ দ্বিতীয় জয়ের খোঁজে নামছে কিংস ইলেভেন পঞ্জাব ৷


5. ETV ভারতের সাংবাদিককে নিগ্রহ , মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের

বৃহস্পতিবার BJP-র নবান্ন অভিযানের দিন বর্ধমান থেকে হাওড়া যাওয়ার পথে পালসিট টোল প্লাজ়ায় BJP কর্মীদের আটকানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ দু'নম্বর জাতীয় সড়কে পালসিট টোল প্লাজ়া ঢোকার মুখে রাস্তার উপরে খালি ট্রাক রেখে দেওয়া হয় । ফলে, নবান্নগামী BJP কর্মীরা ছাড়াও আটকে যান কলকাতার উদ্দেশে বেরোনো মানুষজন ৷ সেই ছবি ক্যামেরাবন্দী করতে গেলে ETV ভারতের সাংবাদিককে হেনস্থা করা হয় ।

6. সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, শেষ মেট্রোর সময়ও পরিবর্তন

দীর্ঘ ছ'মাস পর 14 সেপ্টেম্বর থেকে আবার চালু হয়েছে নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো ।

7. কর্মী সম্মেলনে রাজ্যের মন্ত্রীকে "অপদার্থ" বলে ভর্ৎসনা অনুব্রতর

লক্ষ্য বিধানসভা ভোটের আগে সংগঠন মজবুত করা ৷ আর তাই বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । প্রায় প্রতিটা সম্মেলনেই দলের নেতা-কর্মীদের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি ৷ এবার সেরকমই এক কর্মী সম্মেলনে রাজ্যের কৃষিমন্ত্রী আশিষ বন্দোপাধ্যায়কে "অপদার্থ" বললেন তিনি ৷

8. "রাজ্যপালের পদকে কলঙ্কিত করছেন", ধনকড়ের সমালোচনা ফিরহাদের

BJP-র নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে আবারও রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল নেতা তথা রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বলেন , "দিলীপ ঘোষের থেকে বেশি BJP নেতা হচ্ছেন রাজ্যপাল । তিনি এই মুহূর্তে আর রাজ্যপাল নেই । তিনি কলঙ্কিত রাজ্যপাল । রাজ্যপালের পদকে কলঙ্কিত করছেন। নষ্ট করছেন । পশ্চিমবঙ্গে এরকম ধামাধরা রাজ্যপাল রাজ্যবাসী কোনওদিন দেখেনি । " অন্যদিকে , BJP-র নবান্ন অভিযান ও মণীশ শুক্লা মৃত্যু-সহ একাধিক বিষয়ে গতকাল তিনি মন্তব্য করেন ।

9. "পুজোয় কোরোনাকে কোয়ারানটিন", মমতার মন্তব্যে ক্ষুব্ধ বিরোধীরা

এর আগেও অনেক চিকিৎসক আশঙ্কাপ্রকাশ করেছেন, যে দুর্গাপুজোর পর সংক্রমিতের সংখ্যা ব্যাপক হারে বাড়বে। অনেক চিকিৎসকই সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে তারা বাড়ি থেকেই এবার পুজোয় সামিল হয়। অনেকেই আবার মুখ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ বলে জানা গিয়েছে ।

10. পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় যুবকের পাগড়ি খোলা নিয়ে মমতার উদ্দেশে টুইট হরভজনের

একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এক শিখ যুবককে ধরেছে পুলিশ । ধস্তাধস্তির সময় তাঁর পাগড়ি খুলে যাচ্ছে । এই ভিডিয়ো দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে টুইট করলেন হরভজন সিং ।

Last Updated : Oct 10, 2020, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.