ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 11টা - Top news

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়
author img

By

Published : Sep 6, 2020, 11:11 AM IST

1. একদিনে সংক্রমিত 90 হাজারের বেশি, আক্রান্তের সংখ্যা ছাড়াল 41 লাখ

দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 41 লাখ 13 হাজার 812 । মৃত্যু হয়েছে 70 হাজার 626 জনের ৷ মোট সুস্থ হয়ে উঠেছে 31 লাখ 80 হাজার 866 জন ৷

2. প্রোমোটিং নিয়ে অশান্তি, কাকিমার সঙ্গে অশালীন আচরণ ! ঠান্ডা মাথায় খুন তপসিয়ার যুবক

তপসিয়ায় যুবক খুনে গ্রেপ্তার করা হল তাঁর কাকা ও কাকিমাকে । তাঁরা ইতিমধ্যেই নিজেদের দোষ স্বীকার করেছে বলে সূত্রের খবর ।

3. জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রের বৈঠকে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়

7 সেপ্টেম্বর কেন্দ্রের তরফে আয়োজিত ওই বৈঠকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকবেন ।

4. একশো দিনের কাজে বচসার জের, BJP কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ

পূর্ব বর্ধমানের কালনার পাথরঘাটার পালপাড়ায় BJP কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

5. "পিটিয়ে মেরেছে পুলিশ, CBI তদন্ত চাই", দাবি মৃত BJP কর্মীর মায়ের

দাবিমতো মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে । কিন্তু পুলিশের তদন্তে আস্থা রাখতে পারছেন না রায়গঞ্জে মৃত BJP কর্মীর মা । তিনি CBI তদন্তের দাবি জানিয়েছেন ।

6. ভারত-অ্যামেরিকা বাণিজ্য ও অর্থনীতি : ভারতের পছন্দ ট্রাম্প না বিডেন?

#ব্যাটলগ্রাউন্ড USA 2020-র এই পর্বে সিনিয়র সাংবাদিক স্মিতা শর্মা ভারতের মুখোমুখি বাণিজ্য এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং ভারতের পক্ষে ট্রাম্প বা বিডেনের মধ্যে কে বেশি উপকারে আসবেন তা নিয়ে আলোচনা করেছেন ।

7. ঢাঙ্গিকুসুমে DGP, মাওবাদী-কার্যকলাপ রোধে তৎপরতা ?

পুলিশ সুপার অমিত কুমার রাঠোর আরও বলেন, " যদিও CRPF সূত্রে খবর মাওবাদী গতিবিধি দেখা গিয়েছে এলাকায় । বর্ডার এলাকায় শুরু হয়েছে নতুন করে মাওবাদী গতিবিধি । বিশেষ করে ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় পুরোনো স্কোয়াডের সদস্যরা আবার নতুন করে গেরিলা স্কোয়াডকে তৈরি করেছে ৷ "

8. ইছাপুরে BJP কর্মীকে গুলি, অভিযুক্ত তৃণমূল

গতরাতে ওই যুবক খাওয়াদাওয়ার পর যখন বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল সেই সময় কয়েকজন বাইকে এসে তাঁর উপর হামলা চালায় । রড, শাবল দিয়ে তাঁকে মারধর করতে থাকে তারা । তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয় ।

9. শক্তিশালী ভারতীয় ব্রিগেড ইস্টবেঙ্গলের প্লাস পয়েন্ট

বলবন্ত সিং, নবীন গুরুং, গুরতেজ সিং, চুলোভা, রফিকের মতো ভারতীয় খেলোয়াড়রা ISL ও আই লিগের জন্য ইস্টবেঙ্গলের প্লাস পয়েন্ট ।

10. আজ রিয়া চক্রবর্তীকে তলব NCB-র

আজ সকালে রিয়া চক্রবর্তীর বাড়ি যায় NCB ও পুলিশ ।

1. একদিনে সংক্রমিত 90 হাজারের বেশি, আক্রান্তের সংখ্যা ছাড়াল 41 লাখ

দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 41 লাখ 13 হাজার 812 । মৃত্যু হয়েছে 70 হাজার 626 জনের ৷ মোট সুস্থ হয়ে উঠেছে 31 লাখ 80 হাজার 866 জন ৷

2. প্রোমোটিং নিয়ে অশান্তি, কাকিমার সঙ্গে অশালীন আচরণ ! ঠান্ডা মাথায় খুন তপসিয়ার যুবক

তপসিয়ায় যুবক খুনে গ্রেপ্তার করা হল তাঁর কাকা ও কাকিমাকে । তাঁরা ইতিমধ্যেই নিজেদের দোষ স্বীকার করেছে বলে সূত্রের খবর ।

3. জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রের বৈঠকে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়

7 সেপ্টেম্বর কেন্দ্রের তরফে আয়োজিত ওই বৈঠকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকবেন ।

4. একশো দিনের কাজে বচসার জের, BJP কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ

পূর্ব বর্ধমানের কালনার পাথরঘাটার পালপাড়ায় BJP কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

5. "পিটিয়ে মেরেছে পুলিশ, CBI তদন্ত চাই", দাবি মৃত BJP কর্মীর মায়ের

দাবিমতো মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে । কিন্তু পুলিশের তদন্তে আস্থা রাখতে পারছেন না রায়গঞ্জে মৃত BJP কর্মীর মা । তিনি CBI তদন্তের দাবি জানিয়েছেন ।

6. ভারত-অ্যামেরিকা বাণিজ্য ও অর্থনীতি : ভারতের পছন্দ ট্রাম্প না বিডেন?

#ব্যাটলগ্রাউন্ড USA 2020-র এই পর্বে সিনিয়র সাংবাদিক স্মিতা শর্মা ভারতের মুখোমুখি বাণিজ্য এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং ভারতের পক্ষে ট্রাম্প বা বিডেনের মধ্যে কে বেশি উপকারে আসবেন তা নিয়ে আলোচনা করেছেন ।

7. ঢাঙ্গিকুসুমে DGP, মাওবাদী-কার্যকলাপ রোধে তৎপরতা ?

পুলিশ সুপার অমিত কুমার রাঠোর আরও বলেন, " যদিও CRPF সূত্রে খবর মাওবাদী গতিবিধি দেখা গিয়েছে এলাকায় । বর্ডার এলাকায় শুরু হয়েছে নতুন করে মাওবাদী গতিবিধি । বিশেষ করে ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় পুরোনো স্কোয়াডের সদস্যরা আবার নতুন করে গেরিলা স্কোয়াডকে তৈরি করেছে ৷ "

8. ইছাপুরে BJP কর্মীকে গুলি, অভিযুক্ত তৃণমূল

গতরাতে ওই যুবক খাওয়াদাওয়ার পর যখন বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল সেই সময় কয়েকজন বাইকে এসে তাঁর উপর হামলা চালায় । রড, শাবল দিয়ে তাঁকে মারধর করতে থাকে তারা । তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয় ।

9. শক্তিশালী ভারতীয় ব্রিগেড ইস্টবেঙ্গলের প্লাস পয়েন্ট

বলবন্ত সিং, নবীন গুরুং, গুরতেজ সিং, চুলোভা, রফিকের মতো ভারতীয় খেলোয়াড়রা ISL ও আই লিগের জন্য ইস্টবেঙ্গলের প্লাস পয়েন্ট ।

10. আজ রিয়া চক্রবর্তীকে তলব NCB-র

আজ সকালে রিয়া চক্রবর্তীর বাড়ি যায় NCB ও পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.