ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9 টা - top 9 am

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি
author img

By

Published : Aug 7, 2020, 8:58 AM IST

1)অনুপ্রবেশ করেছিল চিনের সেনা ? প্রতিরক্ষা মন্ত্রকের সাইট থেকে উধাও নথি

লাদাখের সীমান্ত সংঘর্ষে চিনের সেনা যে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল, তার প্রমাণ হিসেবে এটিই প্রথম সরকারি নথি । এরপর জল্পনা আরও বাড়ে যখন আজ সকালে দেখা যায়, ওই লিঙ্কে ক্লিক করার পরেও কোনও কাজ করছে না ।

2)CAG পদে গিরিশচন্দ্র মুর্মু, শনিবার শপথ

গিরিশচন্দ্র মুর্মুকে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হল ৷ বুধবারই জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল পদে তিনি ইস্তফা দেন ৷ জম্মু-কাশ্মীরের নয়া উপ-রাজ্যপাল হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা ৷

3)কোরোনিল নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, পতঞ্জলিকে 10 লাখ জরিমানা আদালতের

পতঞ্জলি থেকে দাবি করা হয়, তাদের তৈরি কোরোনিল সেবন করলে কোরোনার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে ৷ শুধু তাই নয়, পতঞ্জলি থেকে দাবি করা হয়, কোরোনা আক্রান্ত ব্যক্তিও এই ওষুধ খেলে মাত্র 7 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ।

4)কেরালার বই-গ্রাম পেরুমকুলম

গোটা গ্রামের বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ছোটো ছোটো বইঘর গড়ে তোলা হয়েছে ৷ একটি বইয়ের বিনিময়ে পাঠক পাবেন আর একটি বই ৷

5)আকারে ছোটো, তবে প্রবলবেগে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম শৌর্য

সাবমেরিন মিজ়াইল সাগরিকা k-15-এর ভূমি সংস্করণ বলে ধরা হয় শৌর্য মিজ়াইলকে ৷ যদিও এই দুটোর মধ্যে সংযোগ রয়েছে তা মানতে চান না DRDO আধিকারিকরা ৷

6)নিমতায় সালিশি সভায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম একাধিক

কয়েকদিন আগে এলাকার এক যুবতিকে ধর্ষণের অভিযোগ ওঠে । এই ঘটনার মীমাংসার জন্য গতকাল সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলর শেখ নাজিমুদ্দিনের নেতৃত্বে সালিশি সভা বসে । অভিযোগ, নাজিমুদ্দিন ওই যুবতির পক্ষ নেন । অন্যদিকে, নাজিমুদ্দিনের বিরোধী গোষ্ঠী নামে পরিচিত অপরেশ ঘোষ অভিযুক্তের পক্ষে ছিল বলে স্থানীয় সূত্রে খবর । সভাচলাকালীনই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ৷

7)কলকাতায় এবার আগুন নিয়ন্ত্রণে আনবে রোবট

যেসব জায়গায় দমকলকর্মীদের পৌঁছাতে অসুবিধে হয়, সেখানে ব্যবহার করা হবে রোবটগুলিকে ।

8)কেন কোরোনা রোগী ফের সংক্রমিত ?

একাধিকবার দেখা গেছে কোরোনামুক্ত হয়ে ওঠার পরও অনেকেই ফের আক্রান্ত হয়েছেন এই রোগে ৷ কী কারণে এই সংক্রমণ ! জানালেন চিকিৎসকরা ৷

9)IPL-এ স্পনসর থাকছে না ভিভো, জানিয়ে দিল বোর্ড

আনুষ্ঠানিকভাবে IPL-এর টাইটেল স্পনসর থেকে ভিভোর সরে দাঁড়ানোর কথা ঘোষণা করল BCCI ৷

10)বলিউডে নতুন জুটি, আয়ুষ্মানের বিপরীতে এবার বাণী

আয়ুষ্মান খুরানাকে এবার দেখা যাবে একেবারে অন্যধরনের চরিত্রে । অভিষেক কাপুর পরিচালিত এক রোম্যান্টিক ছবিতে ক্রস ফাংশনাল অ্যাথলিটের ভূমিকায় অভিনয় করবেন তিনি ।

1)অনুপ্রবেশ করেছিল চিনের সেনা ? প্রতিরক্ষা মন্ত্রকের সাইট থেকে উধাও নথি

লাদাখের সীমান্ত সংঘর্ষে চিনের সেনা যে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল, তার প্রমাণ হিসেবে এটিই প্রথম সরকারি নথি । এরপর জল্পনা আরও বাড়ে যখন আজ সকালে দেখা যায়, ওই লিঙ্কে ক্লিক করার পরেও কোনও কাজ করছে না ।

2)CAG পদে গিরিশচন্দ্র মুর্মু, শনিবার শপথ

গিরিশচন্দ্র মুর্মুকে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হল ৷ বুধবারই জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল পদে তিনি ইস্তফা দেন ৷ জম্মু-কাশ্মীরের নয়া উপ-রাজ্যপাল হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা ৷

3)কোরোনিল নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, পতঞ্জলিকে 10 লাখ জরিমানা আদালতের

পতঞ্জলি থেকে দাবি করা হয়, তাদের তৈরি কোরোনিল সেবন করলে কোরোনার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে ৷ শুধু তাই নয়, পতঞ্জলি থেকে দাবি করা হয়, কোরোনা আক্রান্ত ব্যক্তিও এই ওষুধ খেলে মাত্র 7 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ।

4)কেরালার বই-গ্রাম পেরুমকুলম

গোটা গ্রামের বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ছোটো ছোটো বইঘর গড়ে তোলা হয়েছে ৷ একটি বইয়ের বিনিময়ে পাঠক পাবেন আর একটি বই ৷

5)আকারে ছোটো, তবে প্রবলবেগে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম শৌর্য

সাবমেরিন মিজ়াইল সাগরিকা k-15-এর ভূমি সংস্করণ বলে ধরা হয় শৌর্য মিজ়াইলকে ৷ যদিও এই দুটোর মধ্যে সংযোগ রয়েছে তা মানতে চান না DRDO আধিকারিকরা ৷

6)নিমতায় সালিশি সভায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম একাধিক

কয়েকদিন আগে এলাকার এক যুবতিকে ধর্ষণের অভিযোগ ওঠে । এই ঘটনার মীমাংসার জন্য গতকাল সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলর শেখ নাজিমুদ্দিনের নেতৃত্বে সালিশি সভা বসে । অভিযোগ, নাজিমুদ্দিন ওই যুবতির পক্ষ নেন । অন্যদিকে, নাজিমুদ্দিনের বিরোধী গোষ্ঠী নামে পরিচিত অপরেশ ঘোষ অভিযুক্তের পক্ষে ছিল বলে স্থানীয় সূত্রে খবর । সভাচলাকালীনই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ৷

7)কলকাতায় এবার আগুন নিয়ন্ত্রণে আনবে রোবট

যেসব জায়গায় দমকলকর্মীদের পৌঁছাতে অসুবিধে হয়, সেখানে ব্যবহার করা হবে রোবটগুলিকে ।

8)কেন কোরোনা রোগী ফের সংক্রমিত ?

একাধিকবার দেখা গেছে কোরোনামুক্ত হয়ে ওঠার পরও অনেকেই ফের আক্রান্ত হয়েছেন এই রোগে ৷ কী কারণে এই সংক্রমণ ! জানালেন চিকিৎসকরা ৷

9)IPL-এ স্পনসর থাকছে না ভিভো, জানিয়ে দিল বোর্ড

আনুষ্ঠানিকভাবে IPL-এর টাইটেল স্পনসর থেকে ভিভোর সরে দাঁড়ানোর কথা ঘোষণা করল BCCI ৷

10)বলিউডে নতুন জুটি, আয়ুষ্মানের বিপরীতে এবার বাণী

আয়ুষ্মান খুরানাকে এবার দেখা যাবে একেবারে অন্যধরনের চরিত্রে । অভিষেক কাপুর পরিচালিত এক রোম্যান্টিক ছবিতে ক্রস ফাংশনাল অ্যাথলিটের ভূমিকায় অভিনয় করবেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.