ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 11টা - Top news

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়
author img

By

Published : Aug 4, 2020, 11:03 AM IST

1. 370 ধারা বাতিলের বর্ষপূর্তিতে অশান্তির আশঙ্কা, কাশ্মীরে জারি কারফিউ

4 ও 5 অগাস্ট কাশ্মীরে জারি কারফিউ। তবে কোভিড-19 পরিস্থিতিতে বহাল থাকবে জরুরি পরিষেবা।

2. ETV ভারতের সাংবাদিকের কণ্ঠরোধ করতেই মামলা, পর্যবেক্ষণ হাইকোর্টের

পরপর তিনটি মামলা দায়ের করা হয় ETV ভারতের সাংবাদিক অভিষেক দত্ত রায়ের বিরুদ্ধে ৷ এরপরই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ওই সাংবাদিক । সেই আবেদনের শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ, কণ্ঠরোধ করতেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷

3. রাম মন্দির নির্মাণের সূচনা হবে 5টি রুপোর ইট, ফল্গুর বালিতে

কণামাত্র লোহা ব্যবহার করা হবে না রাম মন্দির নির্মাণে ৷ 57 একরের মন্দির কমপ্লেক্সে তৈরি করা হবে "রামকথা কুঞ্জ পার্ক" ৷ যা আসলে রামের জীবন ও কর্ম বিষয়ক প্রদর্শনশালা ৷

4. অযোধ্যা টাইমলাইন : অবসান 5 শতাব্দীর বিতর্কের

490 বছরের বিতর্কের অবসান। 5 অগাস্ট, বুধবার হবে অযোধ্যার রামমন্দির নির্মাণের সূচনা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশগ্রহণ করবেন "ভূমি পূজন" অনুষ্ঠানে ৷ একনজরে দেখে নেওয়া যাক অযোধ্যা মামলার ঘটনাক্রম ৷

5. পরিবারের 2 জন কোরোনায় আক্রান্ত, আইসোলেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

পরিবারের দুজনের শরীরে ধরা পড়েছে কোরোনা সংক্রমণ । তাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেলফ আইসোলেশনে গেলেন ৷

6. শত্রুপক্ষকে লক্ষ্য করে রকেট নিক্ষেপে ভরসা BM-30

এই সিস্টেমটি আর্টিলারি ব্যাটারি, কমান্ড পোস্ট এবং অ্যামিউনিশন ডিপোর কর্মী, অস্ত্রবহনকারী গাড়ি এবং সফ্ট টার্গেটকে ধ্বংস করতে তৈরি করা হয়েছে ৷

7. নামছে জল, অসমে বন্যা পরিস্থিতির উন্নতি

অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে ৷ তবে এখনও 17টি জেলার লাখো মানুষের জীবন বিপর্যস্ত ৷

8. ট্রেন্ডিং নয়; হ্যাশট্যাগের ব্যবহার শুরু অন্য কারণে

টুইটারে আসার আগে হ্যাশট্যাগ (#) চিহ্নটি বিভিন্ন ভাবে ব্যবহার হত । কখনও পাউন্ড (ওজন) বোঝাতে । আবার কখনও সংখ্যা বোঝাতে ।

9. স্পনসরশিপের সিদ্ধান্ত পুর্নবিবেচনার দাবি , IPL বয়কটের হুঁশিয়ারি স্বদেশী জাগরণ মঞ্চের

দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে ৷ স্বদেশী জাগরণ মঞ্চ এই আন্দোলনের প্রথম সারিতে রয়েছে ৷

10. সুশান্তের মৃত্যুতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উঠে আসেনি, জানাল মুম্বই পুলিশ

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার বলেন, "16 জুন সুশান্তের বাবা, দিদি ও জামাইবাবুর বয়ান নেওয়া হয়েছিল । কিন্তু, সেই সময় তাঁরা সন্দেহজনক হিসেবে কারও নাম বলেননি । আর মুহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে না পারার কোনও অভিযোগও তোলা হয়নি পরিবারের তরফে । এমনকী, তদন্তে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সামনে আসেনি । এই ঘটনায় কোনও রাজনৈতিক দলের জড়িত হওয়ার প্রমাণও পাওয়া যায়নি ।"

1. 370 ধারা বাতিলের বর্ষপূর্তিতে অশান্তির আশঙ্কা, কাশ্মীরে জারি কারফিউ

4 ও 5 অগাস্ট কাশ্মীরে জারি কারফিউ। তবে কোভিড-19 পরিস্থিতিতে বহাল থাকবে জরুরি পরিষেবা।

2. ETV ভারতের সাংবাদিকের কণ্ঠরোধ করতেই মামলা, পর্যবেক্ষণ হাইকোর্টের

পরপর তিনটি মামলা দায়ের করা হয় ETV ভারতের সাংবাদিক অভিষেক দত্ত রায়ের বিরুদ্ধে ৷ এরপরই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ওই সাংবাদিক । সেই আবেদনের শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ, কণ্ঠরোধ করতেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷

3. রাম মন্দির নির্মাণের সূচনা হবে 5টি রুপোর ইট, ফল্গুর বালিতে

কণামাত্র লোহা ব্যবহার করা হবে না রাম মন্দির নির্মাণে ৷ 57 একরের মন্দির কমপ্লেক্সে তৈরি করা হবে "রামকথা কুঞ্জ পার্ক" ৷ যা আসলে রামের জীবন ও কর্ম বিষয়ক প্রদর্শনশালা ৷

4. অযোধ্যা টাইমলাইন : অবসান 5 শতাব্দীর বিতর্কের

490 বছরের বিতর্কের অবসান। 5 অগাস্ট, বুধবার হবে অযোধ্যার রামমন্দির নির্মাণের সূচনা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশগ্রহণ করবেন "ভূমি পূজন" অনুষ্ঠানে ৷ একনজরে দেখে নেওয়া যাক অযোধ্যা মামলার ঘটনাক্রম ৷

5. পরিবারের 2 জন কোরোনায় আক্রান্ত, আইসোলেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

পরিবারের দুজনের শরীরে ধরা পড়েছে কোরোনা সংক্রমণ । তাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেলফ আইসোলেশনে গেলেন ৷

6. শত্রুপক্ষকে লক্ষ্য করে রকেট নিক্ষেপে ভরসা BM-30

এই সিস্টেমটি আর্টিলারি ব্যাটারি, কমান্ড পোস্ট এবং অ্যামিউনিশন ডিপোর কর্মী, অস্ত্রবহনকারী গাড়ি এবং সফ্ট টার্গেটকে ধ্বংস করতে তৈরি করা হয়েছে ৷

7. নামছে জল, অসমে বন্যা পরিস্থিতির উন্নতি

অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে ৷ তবে এখনও 17টি জেলার লাখো মানুষের জীবন বিপর্যস্ত ৷

8. ট্রেন্ডিং নয়; হ্যাশট্যাগের ব্যবহার শুরু অন্য কারণে

টুইটারে আসার আগে হ্যাশট্যাগ (#) চিহ্নটি বিভিন্ন ভাবে ব্যবহার হত । কখনও পাউন্ড (ওজন) বোঝাতে । আবার কখনও সংখ্যা বোঝাতে ।

9. স্পনসরশিপের সিদ্ধান্ত পুর্নবিবেচনার দাবি , IPL বয়কটের হুঁশিয়ারি স্বদেশী জাগরণ মঞ্চের

দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে ৷ স্বদেশী জাগরণ মঞ্চ এই আন্দোলনের প্রথম সারিতে রয়েছে ৷

10. সুশান্তের মৃত্যুতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উঠে আসেনি, জানাল মুম্বই পুলিশ

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার বলেন, "16 জুন সুশান্তের বাবা, দিদি ও জামাইবাবুর বয়ান নেওয়া হয়েছিল । কিন্তু, সেই সময় তাঁরা সন্দেহজনক হিসেবে কারও নাম বলেননি । আর মুহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে না পারার কোনও অভিযোগও তোলা হয়নি পরিবারের তরফে । এমনকী, তদন্তে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সামনে আসেনি । এই ঘটনায় কোনও রাজনৈতিক দলের জড়িত হওয়ার প্রমাণও পাওয়া যায়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.