ETV Bharat / state

টপ নিউজ় @ রাত 9 টা - top news at a glance

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Jul 17, 2020, 9:01 PM IST

1. ভারতে মানবদেহে শুরু কোভিড ভ্যাকসিনের ট্রায়াল

মানবদেহে শুরু কোভ্যাকসিনের ট্রায়াল ৷ ভারত বায়োটেকের এই ভ্যাকসিনের ট্রায়াল আজ থেকে শুরু হয় রোহতাকের মেডিকেল ইনস্টিটিউটে ৷


2. রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ, কমল সুস্থতার হার

গতকাল পর্যন্ত রাজ্যে কোরোনায় 1023 জনের মৃত্যু হয়েছিল । আজ 26 জনের মৃত্যু হওয়ায়, সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 1049 । গত 24 ঘণ্টায় 1894 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে । এ নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 38 হাজার 11 ।


3. ভুলে ভরা ফলপ্রকাশ, সাময়িকভাবে বন্ধ থাকার পর ফের খুলল ওয়েবসাইট

একাধিক ভুল থাকার কারণে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হল উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের ওয়েবসাইট ।


4.সর্বকালীন পাশের হার উচ্চমাধ্যমিকে, প্রথমবার 500-য় 499

এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছিলেন মোট 7 লক্ষ 75 হাজার 364 জন পরীক্ষার্থী । তাঁদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 7 লক্ষ 61 হাজার 583 জন । অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীদের মধ্যে সফল হয়েছেন 6 লক্ষ 80 হাজার 57 জন পরীক্ষার্থী । মোট পাশের হার 90.13 শতাংশ ।


5.উচ্চমাধ্যমিকে 75 শতাংশ নম্বর, জানতেই পারল না শুভজিৎ

ইছাপুরের নেতাজিপল্লির বাসিন্দা অসুস্থ শুভজিতকে চিকিৎসার জন্য ভরতি নেয়নি কলকাতার তিন হাসপাতাল । বিনা চিকিৎসাতেই তার মৃত্যু হয় । সেই মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য তোলপাড় পড়ে গিয়েছে । শুক্রবার তার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয় । সেখানে দেখা যায়, সে 75 শতাংশ নম্বর পেয়েছে ।


6. ভারতের এক ইঞ্চি জমিও কেউ কাড়তে পারবে না : রাজনাথ সিং

নাম না করে চিনকে কড়া বার্তা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের । বললেন, ভবিষ্যতেও যদি আগ্রাসন জারি থাকে তখনও তা কড়া হাতে দমন করা হবে ।


7.বিমান থেকে প্যারাট্রুপারদের ঝাঁপ, মহড়া দেখলেন রাজনাথ

গালওয়ান সংঘর্ষের ঠিক এক মাস পর আজ লাদাখ সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ঘুরে দেখেন লাদাখের স্টাখনার সেনা ছাউনি । সেখানে সেনা জওয়ানদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন ৷ আজ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর সামনে মহড়া দেন প্যারাট্রুপারা । তাঁরা প্যারাশুট থেকে ঝাঁপ দেন । দেখুন সেই ভিডিয়ো...

8.BJP বিধায়কের মৃত্যুরহস্যের CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা

পুলিশের তদন্তে সত্য বেরিয়ে আসবে না। পুলিশের তদন্তের উপর ভরসা করতে পারছেন না। সত্য উদঘাটনের জন্য CBI তদন্তের দরকার ।কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন হেমতাবাদের মৃত BJP বিধায়কের স্ত্রী চাঁদিমা রায় ৷


9.তাপসীর পোস্টে গভীর মনস্তত্বের ছাপ

তাপসী পান্নুর সাম্প্রতিক পোস্টে গভীর মনস্তত্বের ছাপ । অভিনেত্রী প্রশ্ন তুললেন 'ফেয়ার রেস' অর্থাৎ নিরপেক্ষ দৌড় নিয়ে ।


10. জোড়া শতরানে ম্যাঞ্চেস্টার শাসন ইংল্যান্ডের

কোরোনা ভাইরাস পরবর্তী প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে শতরান করলেন ডম সিবলে ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে সিবলে তাঁর ঐতিহাসিক শতরানটি করেন ৷ আগের দিনে 86 রানে অপরাজিত ছিলেন তিনি ৷ 312 বলে শতপরান পূর্ণ করেন সিবলে ৷

1. ভারতে মানবদেহে শুরু কোভিড ভ্যাকসিনের ট্রায়াল

মানবদেহে শুরু কোভ্যাকসিনের ট্রায়াল ৷ ভারত বায়োটেকের এই ভ্যাকসিনের ট্রায়াল আজ থেকে শুরু হয় রোহতাকের মেডিকেল ইনস্টিটিউটে ৷


2. রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ, কমল সুস্থতার হার

গতকাল পর্যন্ত রাজ্যে কোরোনায় 1023 জনের মৃত্যু হয়েছিল । আজ 26 জনের মৃত্যু হওয়ায়, সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 1049 । গত 24 ঘণ্টায় 1894 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে । এ নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 38 হাজার 11 ।


3. ভুলে ভরা ফলপ্রকাশ, সাময়িকভাবে বন্ধ থাকার পর ফের খুলল ওয়েবসাইট

একাধিক ভুল থাকার কারণে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হল উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের ওয়েবসাইট ।


4.সর্বকালীন পাশের হার উচ্চমাধ্যমিকে, প্রথমবার 500-য় 499

এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছিলেন মোট 7 লক্ষ 75 হাজার 364 জন পরীক্ষার্থী । তাঁদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 7 লক্ষ 61 হাজার 583 জন । অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীদের মধ্যে সফল হয়েছেন 6 লক্ষ 80 হাজার 57 জন পরীক্ষার্থী । মোট পাশের হার 90.13 শতাংশ ।


5.উচ্চমাধ্যমিকে 75 শতাংশ নম্বর, জানতেই পারল না শুভজিৎ

ইছাপুরের নেতাজিপল্লির বাসিন্দা অসুস্থ শুভজিতকে চিকিৎসার জন্য ভরতি নেয়নি কলকাতার তিন হাসপাতাল । বিনা চিকিৎসাতেই তার মৃত্যু হয় । সেই মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য তোলপাড় পড়ে গিয়েছে । শুক্রবার তার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয় । সেখানে দেখা যায়, সে 75 শতাংশ নম্বর পেয়েছে ।


6. ভারতের এক ইঞ্চি জমিও কেউ কাড়তে পারবে না : রাজনাথ সিং

নাম না করে চিনকে কড়া বার্তা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের । বললেন, ভবিষ্যতেও যদি আগ্রাসন জারি থাকে তখনও তা কড়া হাতে দমন করা হবে ।


7.বিমান থেকে প্যারাট্রুপারদের ঝাঁপ, মহড়া দেখলেন রাজনাথ

গালওয়ান সংঘর্ষের ঠিক এক মাস পর আজ লাদাখ সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ঘুরে দেখেন লাদাখের স্টাখনার সেনা ছাউনি । সেখানে সেনা জওয়ানদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন ৷ আজ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর সামনে মহড়া দেন প্যারাট্রুপারা । তাঁরা প্যারাশুট থেকে ঝাঁপ দেন । দেখুন সেই ভিডিয়ো...

8.BJP বিধায়কের মৃত্যুরহস্যের CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা

পুলিশের তদন্তে সত্য বেরিয়ে আসবে না। পুলিশের তদন্তের উপর ভরসা করতে পারছেন না। সত্য উদঘাটনের জন্য CBI তদন্তের দরকার ।কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন হেমতাবাদের মৃত BJP বিধায়কের স্ত্রী চাঁদিমা রায় ৷


9.তাপসীর পোস্টে গভীর মনস্তত্বের ছাপ

তাপসী পান্নুর সাম্প্রতিক পোস্টে গভীর মনস্তত্বের ছাপ । অভিনেত্রী প্রশ্ন তুললেন 'ফেয়ার রেস' অর্থাৎ নিরপেক্ষ দৌড় নিয়ে ।


10. জোড়া শতরানে ম্যাঞ্চেস্টার শাসন ইংল্যান্ডের

কোরোনা ভাইরাস পরবর্তী প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে শতরান করলেন ডম সিবলে ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে সিবলে তাঁর ঐতিহাসিক শতরানটি করেন ৷ আগের দিনে 86 রানে অপরাজিত ছিলেন তিনি ৷ 312 বলে শতপরান পূর্ণ করেন সিবলে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.