স্থিতিশীল অবস্থায় রয়েছেন অমিতাভ বচ্চন। জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ গতকাল বিকেলে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের র্যাপিড অ্যান্টিজ়েন পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপরই তাঁরা মুম্বইয়ের নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হন ৷
2. নেই অ্যাম্বুলেন্স, অটোয় বহন কোরোনায় মৃতের দেহ !
নিয়ম ভেঙে অটোয় করে কোরোনা আক্রান্তের মৃতদেহ নিয়ে যাওয়া হল কবরস্থানে ৷ গতকাল এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ ঘটনাটি তেলাঙ্গানার নিজ়ামাবাদের ৷
3. সোপোরে নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই
নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি লড়াই জম্মু ও কাশ্মীরের সোপোরে ৷ আজ সোপোরের রেব্বান এলাকায় গুলির লড়াই শুরু হয় ৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি নিকেশের খবর নেই ৷
4.রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে ভার্চুয়াল সভা করবে BJP
অমিত শাহ ও জে পি নাড্ডার ভার্চুয়াল সভা সফল হয়েছে ৷ তাই 2021-এর নির্বাচনকে "পাখির চোখ" করে রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে ভার্চুয়াল সভা করবে BJP ৷
5.15 ঘণ্টা বাড়িতেই পড়ে রইল কোরোনায় মৃতের দেহ
শুক্রবার রাতে মৃত্যু হয় কোরোনায় আক্রান্ত ওই বৃদ্ধের ৷ এরপর টানা 15 ঘণ্টা বাড়িতেই পড়ে ছিল তাঁর দেহ ৷
গত শুক্রবার চেতনের COVID-19 পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁকে লখনউয়ের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
7. অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা করে টুইট মমতার
অমিতাভ বচ্চনের কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ামাত্র তাঁর আরোগ্য কামনা করে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
8.সোনারপুরে পুরুষাঙ্গ কেটে ব্যক্তিকে খুন, পাশে নিথর মেয়ে
খুন হওয়া যুবতির সন্তান জানিয়েছে, বাবা রক্তাক্ত অবস্থায় স্নান করে বাড়ি থেকে বেরিয়ে যায় । তারপর থেকে যুবতির স্বামী রমেশ পণ্ডিতের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে ।
9.নিরাপত্তারক্ষী কোরোনায় আক্রান্ত, সিল করা হল রেখার বাংলো
আজই BMC-র তরফ থেকে সিল করে দেওয়া হয় রেখার বাংলো ৷ বাংলোটিকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয় ৷
10. স্পনসর নেই, খরচ জোগাতে BMW বিক্রির বিজ্ঞাপন দ্যুতির
অনুশীলনের খরচ জোগাতে BMW বিক্রির বিজ্ঞাপন দিলেন দেশের তারকা অ্যাথলিট দ্যুতি চাঁদ ৷