ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 3 টে

বিশ্ব, দেশ, রাজ্য, খেলা, বিনোদনের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি
author img

By

Published : Jul 10, 2020, 3:07 PM IST

  1. দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে প্রথমে ছিলই না বিকাশ !

বিকাশকে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িগুলিকে অনুসরণ করেছিল সংবাদমাধ্যম । কিন্তু এনকাউন্টারের আধ ঘণ্টা আগেই আটকানো হয় তাদের । প্রকাশ্য এসেছে আরও কয়েকটি ভিডিয়ো । যা বিকাশের এনকাউন্টারের রহস্যকে আরও গভীর করছে ।

2) বুকে গুলি, বিকাশের এনকাউন্টার নিয়ে প্রশ্ন ওঠা শুরু

পুলিশের এনকাউন্টারে খতম কানপুরের ডন বিকাশ দুবে ৷ এনকাউন্টারের ঘটনা সামনে আসার পর থেকেই বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা এনকাউন্টারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ৷ ইতিমধ্যেই জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে এই ঘটনায় ৷

3)শস্য ভান্ডার থেকে ক্যানসার রোগের আখড়া ওড়িশার বরগড়

বিশেষজ্ঞদের মতে পরিবেশে দূষণ ও বায়ু দূষণের মাত্রা বাড়াই এই জেলায় এই ক্যানসার ও টিউমারের আধিক্যের প্রধান কারণ ৷ এছাড়া তাঁরা উল্লেখ করেছেন, দূষিত জল ও অতিরিক্ত রাসায়নিক মিশ্রিত খাবারও এই রোগ বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ৷

4) চিনের মদতেই ভারত ও নেপালের মধ্যে সম্পর্কের টানাপড়েন

নেপালের সঙ্গে ভারতের সম্পর্ককে রোটি-বেটি সম্পর্ক বলে অভিহিত করেন অনেকে । এর অর্থ, দুই দেশের সম্পর্ক খাবার ও বিবাহ বন্ধনের মতো সুদৃঢ় । বহু শতকের পুরনো বন্ধু নেপালের সঙ্গে এই সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্রের ব্যর্থতা বলে আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা ।

5) সর্বোচ্চ, দেশে একদিনে কোরোনায় আক্রান্ত সংখ্যা 26 হাজার 506

গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 26 হাজার 506 জন ব্যক্তির শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে ৷ মৃত্যু হয়েছে 475 জনের ৷

6) নতুন নাম "এটিকে মোহনবাগান"

আজ প্রথম বোর্ড মিটিংয়ের নতুন নামকরণের সিদ্ধান্ত ৷ মোহনবাগানের নতুন নাম এটিকে মোহনবাগান ৷

7) হেপাজতে মৃত্যুর এক কুৎসিত ছবি !

যেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং চেয়েছেন, নতুন ধরনের পুলিশ বাহিনী গড়ে তোলা হোক, যারা আগের থেকে বেশি পেশাদার, একনিষ্ঠ, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো শক্তিধর এবং প্রশিক্ষিত হবে, সেখানেই আবার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়েছেন পুলিশের "স্মার্ট" হওয়ার উপর।

8) নকশাল SRE স্কিম থেকে 5 জেলার নাম সরালো ওড়িশা সরকার

নকশালপন্থী এলাকামু্ক্ত বলে ওড়িশার 5 টি জেলার নাম ঘোষণা করল ওড়িশা সরকার ৷ অঙ্গুল, বৌধ, সম্বলপুর, দেওঘর, নায়াগড় জেলাগুলিকে নকশালমু্ক্ত বলে ঘোষণা করা হয়েছে ৷

9) বিদায়ি বিনিয়োগকারীর প্রস্তাবে সই, স্পোর্টিং রাইটস ফিরছে ইস্টবেঙ্গলে

লাল হলুদ কর্তারা বিদায়ি বিনিয়োগকারী সংস্থার পাঠানো প্রস্তাবে সম্মতি সূচক স্বাক্ষর করে দিয়েছেন বলে খবর ।

10)'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাকে প্রাণবন্ত সুশান্ত

মুক্তি পেল 'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাক । গানের ভিডিয়ো জুড়ে রয়েছেন সুশান্ত সিং রাজপুত । এই গানে কলেজের একটি অনুষ্ঠানে নাচতে দেখা গিয়েছে তাঁকে ।

  1. দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে প্রথমে ছিলই না বিকাশ !

বিকাশকে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িগুলিকে অনুসরণ করেছিল সংবাদমাধ্যম । কিন্তু এনকাউন্টারের আধ ঘণ্টা আগেই আটকানো হয় তাদের । প্রকাশ্য এসেছে আরও কয়েকটি ভিডিয়ো । যা বিকাশের এনকাউন্টারের রহস্যকে আরও গভীর করছে ।

2) বুকে গুলি, বিকাশের এনকাউন্টার নিয়ে প্রশ্ন ওঠা শুরু

পুলিশের এনকাউন্টারে খতম কানপুরের ডন বিকাশ দুবে ৷ এনকাউন্টারের ঘটনা সামনে আসার পর থেকেই বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা এনকাউন্টারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ৷ ইতিমধ্যেই জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে এই ঘটনায় ৷

3)শস্য ভান্ডার থেকে ক্যানসার রোগের আখড়া ওড়িশার বরগড়

বিশেষজ্ঞদের মতে পরিবেশে দূষণ ও বায়ু দূষণের মাত্রা বাড়াই এই জেলায় এই ক্যানসার ও টিউমারের আধিক্যের প্রধান কারণ ৷ এছাড়া তাঁরা উল্লেখ করেছেন, দূষিত জল ও অতিরিক্ত রাসায়নিক মিশ্রিত খাবারও এই রোগ বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ৷

4) চিনের মদতেই ভারত ও নেপালের মধ্যে সম্পর্কের টানাপড়েন

নেপালের সঙ্গে ভারতের সম্পর্ককে রোটি-বেটি সম্পর্ক বলে অভিহিত করেন অনেকে । এর অর্থ, দুই দেশের সম্পর্ক খাবার ও বিবাহ বন্ধনের মতো সুদৃঢ় । বহু শতকের পুরনো বন্ধু নেপালের সঙ্গে এই সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্রের ব্যর্থতা বলে আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা ।

5) সর্বোচ্চ, দেশে একদিনে কোরোনায় আক্রান্ত সংখ্যা 26 হাজার 506

গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 26 হাজার 506 জন ব্যক্তির শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে ৷ মৃত্যু হয়েছে 475 জনের ৷

6) নতুন নাম "এটিকে মোহনবাগান"

আজ প্রথম বোর্ড মিটিংয়ের নতুন নামকরণের সিদ্ধান্ত ৷ মোহনবাগানের নতুন নাম এটিকে মোহনবাগান ৷

7) হেপাজতে মৃত্যুর এক কুৎসিত ছবি !

যেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং চেয়েছেন, নতুন ধরনের পুলিশ বাহিনী গড়ে তোলা হোক, যারা আগের থেকে বেশি পেশাদার, একনিষ্ঠ, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো শক্তিধর এবং প্রশিক্ষিত হবে, সেখানেই আবার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়েছেন পুলিশের "স্মার্ট" হওয়ার উপর।

8) নকশাল SRE স্কিম থেকে 5 জেলার নাম সরালো ওড়িশা সরকার

নকশালপন্থী এলাকামু্ক্ত বলে ওড়িশার 5 টি জেলার নাম ঘোষণা করল ওড়িশা সরকার ৷ অঙ্গুল, বৌধ, সম্বলপুর, দেওঘর, নায়াগড় জেলাগুলিকে নকশালমু্ক্ত বলে ঘোষণা করা হয়েছে ৷

9) বিদায়ি বিনিয়োগকারীর প্রস্তাবে সই, স্পোর্টিং রাইটস ফিরছে ইস্টবেঙ্গলে

লাল হলুদ কর্তারা বিদায়ি বিনিয়োগকারী সংস্থার পাঠানো প্রস্তাবে সম্মতি সূচক স্বাক্ষর করে দিয়েছেন বলে খবর ।

10)'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাকে প্রাণবন্ত সুশান্ত

মুক্তি পেল 'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাক । গানের ভিডিয়ো জুড়ে রয়েছেন সুশান্ত সিং রাজপুত । এই গানে কলেজের একটি অনুষ্ঠানে নাচতে দেখা গিয়েছে তাঁকে ।

For All Latest Updates

TAGGED:

TOP NEWS 3
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.