ETV Bharat / state

টপ নিউজ় @সকাল 11টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়
author img

By

Published : Jun 21, 2020, 11:16 AM IST

1. কোরোনা পরিস্থিতিতে যোগের গুরুত্ব বেড়েছে : প্রধানমন্ত্রী

কোরোনা ফুসফুসে আক্রমণ করে । এক্ষেত্রে বাঁচাতে পারে প্রাণায়ম । আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

2. 18 হাজার ফুট উচ্চতায় যোগাভ্যাস ITBP জওয়ানদের

18 হাজার ফুট উচ্চতা । মাইনাস তাপমাত্রা । সেখানেই যোগাভ্যাস করলেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের জওয়ানরা । সূর্য নমস্কার, প্রাণায়ম ও ধ্যানের মাধ্যমে পালন করলেন ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবস । লাদাখের পাশাপাশি ইন্দো-চিন বর্ডারে বদ্রীনাথের কাছে বসুন্ধরা হিমবাহ ও উত্তরাখণ্ডের চামোলিতেও যোগাভ্যাস করতে দেখা যায় ITBP জওয়ানদের ।

3. সোপিয়ানে খতম 1 জঙ্গি, উদ্ধার অস্ত্র

সোপিয়ানে সেনার অভিযানে মৃত্যু হল এক জঙ্গির । উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র । অভিযান এখনও জারি রয়েছে ।

4. খুবই কঠিন অবস্থা, ভারতও চিন দুই দেশের সঙ্গে কথা চলছে : ট্রাম্প

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিনের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে । পরিস্থিতি স্বাভাবিক করতে দু'দেশের সঙ্গেই কথা বলা হচ্ছে । আজ ওকলাহোমায় নির্বাচনী প্রচারের যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

5. সুস্থ থাকতে অন্যতম প্রধান 10 যোগ

ভারতীয় সংস্কৃতির আদিকাল থেকে চলে আসা সুস্থ শরীর গঠনের রীতিনীতি আজও একইভাবে প্রাসঙ্গিক। শুধুমাত্র দূরারোগ্য শারীরিক ব‍্যাধি নয়, মানসিক অস্থিরতা-সহ একাধিক সমস‍্যা সমাধানে অমোঘ অস্ত্র যোগাসন । বর্তমানে পৃথিবীব‍্যাপী কোরোনা আবহে এই যোগাসনই হয়ে উঠতে পারে শরীর ও মনকে সুস্থ-সতেজ রাখার উপযুক্ত বিকল্প । যোগের বিশ্বব‍্যাপী স্বীকৃতির ষষ্ঠ বর্ষপূর্তিতে রইল এমনই সহজ 10 টি যোগ, যা আট থেকে 80- সকলকে সুরক্ষিত রাখতে পারে ।

6. 3000 খ্রিষ্টপূর্বেও ছিল যোগের অস্তিত্ব

2700 খ্রিষ্টপূর্বে সিন্ধু সভ্যতায় যোগের নিদর্শন মেলে । তারপর থেকে বেদ-উপনিষদ-গীতা সর্বত্র ছড়িয়ে রয়েছে যোগের সুপ্রাচীন ইতিহাস ।

7. দুঃখ থেকে মুক্তি পেতেই যোগের অন্বেষণ : স্বামী দিব্যগুণানন্দ

যোগ ও যোগাসনের নানা দিক নিয়ে Etv ভারতের মুখোমুখি হলেন বেলুড় মঠের স্বামী দিব্যগুণানন্দ মহারাজ । কথা বললেন যোগের প্রয়োগ, প্রকার ও মানব সমাজে এর ভূমিকা ও গুরুত্ব নিয়ে ।

8. যোগ শান্তির বার্তা দেয়, বললেন রাষ্ট্রসংঘের ডিরেক্টর জেনেরাল

শান্তি আর মঙ্গল বয়ে নিয়ে আসে যোগ ৷ আর এই নীতিগুলি সামনে রেখেই কাজ করে রাষ্ট্রসংঘ ৷ ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবসে একথা জানালেন রাষ্ট্রসংঘের ডিরেক্টর জেনেরাল তাতনিয়া ভালোভায়া ৷

9. সুযোগ পেলে ফের জাতীয় দলের হয়ে খেলতে চান শ্রীসন্থ

সেপ্টেম্বরেই উঠে যাচ্ছে নির্বাসনের খাঁড়া ৷ তারপর থেকে ক্রিকেটকেই ধ্যানজ্ঞান করতে চান এস শ্রীসন্থ ৷ নির্বাসন ওঠার পর নিজের রাজ্যের হয়ে রণজি ট্রফিতে প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি ৷ বাইশ গজে ফেরার সুযোগ পেয়ে আপ্লুত শ্রীসন্থ বলেন, সুযোগ পেলে ফের জাতীয় দলের হয়ে খেলতে চান ৷

10. "ঋতুপর্ণা আর শ্রীলেখা এক স্ট্যান্ডার্ড?" প্রশ্ন ঋতুপর্ণার PR নির্মল চক্রবর্তীর

ঋতুপর্ণা-প্রসেনজিতের প্রেম, স্বজনপোষণ, ক্ষমতার অপব্যবহার..এই সবকিছুর জেরে একেরপর এক কাজ হাতছাড়া হয়েছে শ্রীলেখা মিত্রর । বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি টলিপাড়ার মাথাদের বিরুদ্ধে । তাতে কী প্রতিক্রিয়া ঋতুপর্ণার ? খোঁজ নেওয়ার চেষ্টা করল ETV ভারত সিতারা ।

1. কোরোনা পরিস্থিতিতে যোগের গুরুত্ব বেড়েছে : প্রধানমন্ত্রী

কোরোনা ফুসফুসে আক্রমণ করে । এক্ষেত্রে বাঁচাতে পারে প্রাণায়ম । আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

2. 18 হাজার ফুট উচ্চতায় যোগাভ্যাস ITBP জওয়ানদের

18 হাজার ফুট উচ্চতা । মাইনাস তাপমাত্রা । সেখানেই যোগাভ্যাস করলেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের জওয়ানরা । সূর্য নমস্কার, প্রাণায়ম ও ধ্যানের মাধ্যমে পালন করলেন ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবস । লাদাখের পাশাপাশি ইন্দো-চিন বর্ডারে বদ্রীনাথের কাছে বসুন্ধরা হিমবাহ ও উত্তরাখণ্ডের চামোলিতেও যোগাভ্যাস করতে দেখা যায় ITBP জওয়ানদের ।

3. সোপিয়ানে খতম 1 জঙ্গি, উদ্ধার অস্ত্র

সোপিয়ানে সেনার অভিযানে মৃত্যু হল এক জঙ্গির । উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র । অভিযান এখনও জারি রয়েছে ।

4. খুবই কঠিন অবস্থা, ভারতও চিন দুই দেশের সঙ্গে কথা চলছে : ট্রাম্প

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিনের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে । পরিস্থিতি স্বাভাবিক করতে দু'দেশের সঙ্গেই কথা বলা হচ্ছে । আজ ওকলাহোমায় নির্বাচনী প্রচারের যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

5. সুস্থ থাকতে অন্যতম প্রধান 10 যোগ

ভারতীয় সংস্কৃতির আদিকাল থেকে চলে আসা সুস্থ শরীর গঠনের রীতিনীতি আজও একইভাবে প্রাসঙ্গিক। শুধুমাত্র দূরারোগ্য শারীরিক ব‍্যাধি নয়, মানসিক অস্থিরতা-সহ একাধিক সমস‍্যা সমাধানে অমোঘ অস্ত্র যোগাসন । বর্তমানে পৃথিবীব‍্যাপী কোরোনা আবহে এই যোগাসনই হয়ে উঠতে পারে শরীর ও মনকে সুস্থ-সতেজ রাখার উপযুক্ত বিকল্প । যোগের বিশ্বব‍্যাপী স্বীকৃতির ষষ্ঠ বর্ষপূর্তিতে রইল এমনই সহজ 10 টি যোগ, যা আট থেকে 80- সকলকে সুরক্ষিত রাখতে পারে ।

6. 3000 খ্রিষ্টপূর্বেও ছিল যোগের অস্তিত্ব

2700 খ্রিষ্টপূর্বে সিন্ধু সভ্যতায় যোগের নিদর্শন মেলে । তারপর থেকে বেদ-উপনিষদ-গীতা সর্বত্র ছড়িয়ে রয়েছে যোগের সুপ্রাচীন ইতিহাস ।

7. দুঃখ থেকে মুক্তি পেতেই যোগের অন্বেষণ : স্বামী দিব্যগুণানন্দ

যোগ ও যোগাসনের নানা দিক নিয়ে Etv ভারতের মুখোমুখি হলেন বেলুড় মঠের স্বামী দিব্যগুণানন্দ মহারাজ । কথা বললেন যোগের প্রয়োগ, প্রকার ও মানব সমাজে এর ভূমিকা ও গুরুত্ব নিয়ে ।

8. যোগ শান্তির বার্তা দেয়, বললেন রাষ্ট্রসংঘের ডিরেক্টর জেনেরাল

শান্তি আর মঙ্গল বয়ে নিয়ে আসে যোগ ৷ আর এই নীতিগুলি সামনে রেখেই কাজ করে রাষ্ট্রসংঘ ৷ ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবসে একথা জানালেন রাষ্ট্রসংঘের ডিরেক্টর জেনেরাল তাতনিয়া ভালোভায়া ৷

9. সুযোগ পেলে ফের জাতীয় দলের হয়ে খেলতে চান শ্রীসন্থ

সেপ্টেম্বরেই উঠে যাচ্ছে নির্বাসনের খাঁড়া ৷ তারপর থেকে ক্রিকেটকেই ধ্যানজ্ঞান করতে চান এস শ্রীসন্থ ৷ নির্বাসন ওঠার পর নিজের রাজ্যের হয়ে রণজি ট্রফিতে প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি ৷ বাইশ গজে ফেরার সুযোগ পেয়ে আপ্লুত শ্রীসন্থ বলেন, সুযোগ পেলে ফের জাতীয় দলের হয়ে খেলতে চান ৷

10. "ঋতুপর্ণা আর শ্রীলেখা এক স্ট্যান্ডার্ড?" প্রশ্ন ঋতুপর্ণার PR নির্মল চক্রবর্তীর

ঋতুপর্ণা-প্রসেনজিতের প্রেম, স্বজনপোষণ, ক্ষমতার অপব্যবহার..এই সবকিছুর জেরে একেরপর এক কাজ হাতছাড়া হয়েছে শ্রীলেখা মিত্রর । বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি টলিপাড়ার মাথাদের বিরুদ্ধে । তাতে কী প্রতিক্রিয়া ঋতুপর্ণার ? খোঁজ নেওয়ার চেষ্টা করল ETV ভারত সিতারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.