ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়
author img

By

Published : Jun 19, 2020, 8:58 AM IST

1. ভারত-চিন ইশুতে কেন্দ্রের পাশে মমতা, থাকবেন সর্বদলীয় বৈঠকে

ভারত-চিন ইশুতে আজকের সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় । সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক বিষয়ে নিজের মতামত জানাবেন বলে খবর ।

2. আলোচনার মাঝেই গালওয়ানে শক্তি বাড়াচ্ছে চিন ?

গালওয়ানে সোমবারের সংঘর্ষের ঘটনার পর থেকে চলছে দুই দেশের সেনা পর্যায়ের বৈঠক । এরই মাঝে সীমান্তে চিন আরও বাহিনী মোতায়েন করছে বলে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ।

3. গালওয়ানে জখম জওয়ানরা এক সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে পারবেন

গালওয়ান উপত্যকায় চিনা জওয়ানদের সাথে সংঘর্ষে জখম ভারতীয় সেনাকর্মীরা সুস্থ আছেন । তাঁরা দ্রুত কাজে যোগ দেবেন ।

4. যুদ্ধ নয়, শান্তি চাইছে কলকাতার চিনাপাড়া

সীমান্তে উত্তেজনা ৷ শহিদ হয়েছেন 20 জন ভারতীয় জওয়ান ৷ অন্য়দিকে চিনেও হতাহতের সংখ্যা কম নয় বলে খবর ৷ তবে এসবের মধ্যেই কলকাতার চিনাপাড়া চাইছে শান্তি ৷ সীমান্তে উত্তেজনা কমুক । দুই দেশ শান্তিতে থাকুক । এটাই কামনা চিনাপাড়ার বাসিন্দাদের ।

5. আজ গ্রামের বাড়িতে পৌঁছবে শহিদ বিপুল রায়ের মরদেহ

গ্রামের বাড়ি বিন্দিপাড়ায় আসছে লাদাখে শহিদ জওয়ান বিপুল রায়ের মরদেহ । যে প্রাথমিক স্কুলে পড়াশোনা করত বিপুল, বাড়ির পাশের সেই বিন্দিপাড়া BFP স্কুলের মাঠে বাঁধা হয়েছে মঞ্চ । সেখানে জাতীয় মর্যাদায় শেষশ্রদ্ধা জানানো হবে হাবিলদার বিপুল রায়কে।

6. শহিদ রাজেশকে শেষ শ্রদ্ধা জানাতে মৌন মিছিল বেলগড়িয়া গ্রামে

গালওয়ান উপত্যকায় শহিদ বীরভূমের রাজেশ ওরাং ৷ শোকস্তব্ধ তাঁর গ্রাম মহম্মহবাজারের বেলগড়িয়া ৷ শহিদকে শেষ শ্রদ্ধা জানাতে রাজেশের ছবি ও জাতীয় পতকা নিয়ে মৌন মিছিল গ্রামের যুবকদের ৷

7. আজ রাজ্যসভার 24 টি আসনের নির্বাচন

রাজ্যসভার 24টি আসনের নির্বাচন ৷ আজ সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া । গণনাও হবে আজই । বিকাল 5টা থেকে গণনা প্রক্রিয়া শুরু হওয়ার কথা ৷

8. চিনা সংস্থার সঙ্গে 470 কোটির চুক্তি বাতিল ভারতীয় রেলের

চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা করছে ভারত ৷ সিগন্যালিং ও টেলিকমিউনিকেশনের কাজ শেষ করার দায়িত্বে ছিল চিনা সংস্থাটি ৷ কিন্তু গত চার বছরে মাত্র 20 শতাংশ কাজ করেছিল ৷ তাই সংস্থাটির অর্ডার বাতিল করল ভারতীয় রেল ৷

9. রোহিতের প্রশংসা পাকিস্তানের হায়দর আলির গলায়

ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের 29 জনের দলে জায়গা করে নিয়েছেন হায়দর ৷ ICC জুনিয়র বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাতে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন হায়দর ৷ যদিও সেই ম্যাচে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান ৷

10. সুশান্তের মৃত্যুর পর লাগাতার কমছে করণ-আলিয়ার ফলোয়ার সংখ্যা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক ধাক্কায় অনেকটা কমে গেল করণ জোহর আর আলিয়া ভাটের সোশাল মিডিয়া ফলোয়ার সংখ্যা ।

1. ভারত-চিন ইশুতে কেন্দ্রের পাশে মমতা, থাকবেন সর্বদলীয় বৈঠকে

ভারত-চিন ইশুতে আজকের সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় । সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক বিষয়ে নিজের মতামত জানাবেন বলে খবর ।

2. আলোচনার মাঝেই গালওয়ানে শক্তি বাড়াচ্ছে চিন ?

গালওয়ানে সোমবারের সংঘর্ষের ঘটনার পর থেকে চলছে দুই দেশের সেনা পর্যায়ের বৈঠক । এরই মাঝে সীমান্তে চিন আরও বাহিনী মোতায়েন করছে বলে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ।

3. গালওয়ানে জখম জওয়ানরা এক সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে পারবেন

গালওয়ান উপত্যকায় চিনা জওয়ানদের সাথে সংঘর্ষে জখম ভারতীয় সেনাকর্মীরা সুস্থ আছেন । তাঁরা দ্রুত কাজে যোগ দেবেন ।

4. যুদ্ধ নয়, শান্তি চাইছে কলকাতার চিনাপাড়া

সীমান্তে উত্তেজনা ৷ শহিদ হয়েছেন 20 জন ভারতীয় জওয়ান ৷ অন্য়দিকে চিনেও হতাহতের সংখ্যা কম নয় বলে খবর ৷ তবে এসবের মধ্যেই কলকাতার চিনাপাড়া চাইছে শান্তি ৷ সীমান্তে উত্তেজনা কমুক । দুই দেশ শান্তিতে থাকুক । এটাই কামনা চিনাপাড়ার বাসিন্দাদের ।

5. আজ গ্রামের বাড়িতে পৌঁছবে শহিদ বিপুল রায়ের মরদেহ

গ্রামের বাড়ি বিন্দিপাড়ায় আসছে লাদাখে শহিদ জওয়ান বিপুল রায়ের মরদেহ । যে প্রাথমিক স্কুলে পড়াশোনা করত বিপুল, বাড়ির পাশের সেই বিন্দিপাড়া BFP স্কুলের মাঠে বাঁধা হয়েছে মঞ্চ । সেখানে জাতীয় মর্যাদায় শেষশ্রদ্ধা জানানো হবে হাবিলদার বিপুল রায়কে।

6. শহিদ রাজেশকে শেষ শ্রদ্ধা জানাতে মৌন মিছিল বেলগড়িয়া গ্রামে

গালওয়ান উপত্যকায় শহিদ বীরভূমের রাজেশ ওরাং ৷ শোকস্তব্ধ তাঁর গ্রাম মহম্মহবাজারের বেলগড়িয়া ৷ শহিদকে শেষ শ্রদ্ধা জানাতে রাজেশের ছবি ও জাতীয় পতকা নিয়ে মৌন মিছিল গ্রামের যুবকদের ৷

7. আজ রাজ্যসভার 24 টি আসনের নির্বাচন

রাজ্যসভার 24টি আসনের নির্বাচন ৷ আজ সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া । গণনাও হবে আজই । বিকাল 5টা থেকে গণনা প্রক্রিয়া শুরু হওয়ার কথা ৷

8. চিনা সংস্থার সঙ্গে 470 কোটির চুক্তি বাতিল ভারতীয় রেলের

চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা করছে ভারত ৷ সিগন্যালিং ও টেলিকমিউনিকেশনের কাজ শেষ করার দায়িত্বে ছিল চিনা সংস্থাটি ৷ কিন্তু গত চার বছরে মাত্র 20 শতাংশ কাজ করেছিল ৷ তাই সংস্থাটির অর্ডার বাতিল করল ভারতীয় রেল ৷

9. রোহিতের প্রশংসা পাকিস্তানের হায়দর আলির গলায়

ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের 29 জনের দলে জায়গা করে নিয়েছেন হায়দর ৷ ICC জুনিয়র বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাতে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন হায়দর ৷ যদিও সেই ম্যাচে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান ৷

10. সুশান্তের মৃত্যুর পর লাগাতার কমছে করণ-আলিয়ার ফলোয়ার সংখ্যা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক ধাক্কায় অনেকটা কমে গেল করণ জোহর আর আলিয়া ভাটের সোশাল মিডিয়া ফলোয়ার সংখ্যা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.