ETV Bharat / state

টপ নিউজ় @ বিকেল 4 টে - nisarga cyclone

CII-র 125 বছরে শিল্পমহলকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী ? কোহলিকে নিয়ে কী বললেন স্মিথ ? রাজারহাটের আটঘরা পূর্বপাড়া বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে 100টি-র বেশি বাড়ি । এখন কী পরিস্থিতি ? এক নজরে দেখে নিন বিকেল 4 টের সেরা দশটি খবর ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 2, 2020, 3:59 PM IST

1.দক্ষিণ অসমে ধসে চাপা পড়ে মৃত 20, আহত বহু

কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল । এর জেরে ধসে চাপা পড়ে দক্ষিণ অসমের বরাক উপত্যকার তিনটি আলাদা জেলায় 20 জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে সাতজন কাছাড় জেলা, সাতজন হাইলাকান্দি জেলা ও ছ'জন করিমগঞ্জ জেলার । দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন ।

2.রাজারহাটের আটঘরা বস্তিতে আগুন, ঘটনাস্থানে দমকলের 5 ইঞ্জিন

রাজারহাটের আটঘরা পূর্বপাড়া বস্তিতে আগুন । 100 টির বেশি ঘর-বাড়ি পুড়ে গিয়েছে । দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে । চলছে । প্রাথমিক অনুমান, রান্নার আগুন থেকেই এই দুর্ঘটনা ।

3.অর্থনীতি সচল হবে, CII-র 125 বছরে শিল্পমহলকে বার্তা প্রধানমন্ত্রীর

কনফেডেরশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)-এর 125 বছর পূর্তি । আজ তারই বার্ষিক সভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অর্থনীতিকে সচল রাখতে শিল্পপতিদের নানা পরামর্শ দিলেন তিনি ।

4.LAC বরাবর ভারতের উত্তর দিকে শক্তি বাড়াচ্ছে চিন : মাইক পম্পেও

লাদাখ ও উত্তর সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কিছু জায়গায় ভারতীয় ও চিনা সেনাবাহিনী প্রচুর সংখ্যক সেনা মোতায়েন করেছে । চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের উত্তর দিকে আরও সেনা মোতায়েন করছে । আজ এমনই জানালেন অ্যামেরিকার স্টেট সচিব মাইক পম্পেও ।

5.ঘাড়ে আঘাতের কারণে মৃত্যু জর্জ ফ্লয়েডের, হত্যা; বলছে অটোপ্সি

জর্জ ফ্লয়েডের ঘাড়ের উপর হাঁটু দিয়ে চেপে রয়েছে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মী । শ্বাস নেওয়ার জন্য কাতরাচ্ছেন জর্জ । পরে মৃত্যু হয় । আজ অটোপ্সি রিপোর্ট এল জর্জ ফ্লয়েডের । ঘাড়ে আঘাতের (নেক কম্প্রেশন)কারণেই তাঁর মৃত্যু । এই মৃত্যুকে ‘হত্যা’(হোমিসাইড) বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ।

6.কোরোনা ইশুতে টুইট আক্রমণ অব্যাহত রাজ্যপালের

ফের টুইট রাজ্যপালের । গতকালই কোরোনা টেস্ট রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করে সোশাল মিডিয়া মুখপাত্র ডেরেক ও ব্রায়েন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তিনি । আজ সকালে ফের দুটি টুইট করেন । টুইটে কোরোনা টেস্ট রিপোর্ট বাকি থাকা নিয়ে জানতে চাইলেও সেই বিষয়ে ডেরেক ও ব্রায়েন কোনও প্রতিক্রিয়া না করায় রাজ্য সরকারকে ফের আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ।

7.আগামীকালই মহারাষ্ট্রে আছড়ে পড়তে চলেছে "নিসর্গ", জারি হাই অ্যালার্ট

কোরোনা আতঙ্কের মধ্যেই দেশের পশ্চিমভাগে চোখ রাঙাচ্ছে সাইক্লোন নিসর্গ ৷ একে প্যানডেমিক তার উপর ঘূর্ণিঝড়, এই জোড়া ফলায় ত্রাহি ত্রাহি অবস্থা পশ্চিমবঙ্গের ৷ এবার একই অবস্থার মুখে পড়তে চলছে পশ্চিমের দুটি রাজ্য মহারাষ্ট্র ও গুজরাত ৷ 3 জুন সাইক্লোন এই দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়বে বলেই পূর্বাভাস ৷ ঘণ্টায় 115 কিমি বেগে বইবে ঝড়, সঙ্গে শুরু হবে প্রবল বৃষ্টি ৷ ঝড়ের গতিবেগ 125 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে ৷ এই পূর্বাভাস মাথায় রেখেই দুটি রাজ্যে শুরু হয়েছে সতর্কতা ৷

8.কেরালায় প্রবেশ করল বর্ষা , প্রাক বর্ষার বৃষ্টি শুরু উত্তরবঙ্গে

সোমবারই কেরালায় প্রবেশ করেছে বর্ষা । এবার তার প্রভাবে খুব তাড়াতাড়ি বর্ষা প্রবেশ করতে চলেছে উত্তরবঙ্গে । এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা । ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি ।

9."এককথায় অসাধারণ", কোহলি সম্পর্কে ঢালাও প্রশংসা স্মিথের

বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? বিরাট কোহলি নাকি স্টিভ স্মিথ? আধুনিক ক্রিকেট বিশ্বের এই দুই সেরা ব্যাটসম্যান একে অপরের সম্পর্কে কেমন ভাবনা পোষণ করেন, তা কী জানেন? অ্যামেজিং, ইনক্রেডিবল, ফিট, পাওয়ারফুল ৷ শুনতে অবাক লাগলেও ভারত অধিনায়ক বিরাট কোহলি সম্পর্কে এই বিশেষণগুলিই প্রয়োগ করেছেন স্টিভ স্মিথ ৷ ঢালাও প্রশংসার পাশাপাশি কোহলির কোন গুণটা সবচেয়ে বেশি পছন্দ করেন তাও জানিয়েছেন অজ়ি ব্যাটসম্যান ৷

10.শুটিংয়ের নিয়মাবলী নিয়ে মিটিং টেকনিশিয়ান স্টুডিয়োয়

আজ দুপুর 3টে নাগাদ বসেন আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, চ্যানেল ও প্রোডিউসাররা । এই মিটিংয়ে তৈরি হবে টলিপাড়ার শুটিংয়ের নিয়মাবলী । 4 জুন সেই নিয়মাবলী মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে পেশ করা হবে ।

1.দক্ষিণ অসমে ধসে চাপা পড়ে মৃত 20, আহত বহু

কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল । এর জেরে ধসে চাপা পড়ে দক্ষিণ অসমের বরাক উপত্যকার তিনটি আলাদা জেলায় 20 জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে সাতজন কাছাড় জেলা, সাতজন হাইলাকান্দি জেলা ও ছ'জন করিমগঞ্জ জেলার । দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন ।

2.রাজারহাটের আটঘরা বস্তিতে আগুন, ঘটনাস্থানে দমকলের 5 ইঞ্জিন

রাজারহাটের আটঘরা পূর্বপাড়া বস্তিতে আগুন । 100 টির বেশি ঘর-বাড়ি পুড়ে গিয়েছে । দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে । চলছে । প্রাথমিক অনুমান, রান্নার আগুন থেকেই এই দুর্ঘটনা ।

3.অর্থনীতি সচল হবে, CII-র 125 বছরে শিল্পমহলকে বার্তা প্রধানমন্ত্রীর

কনফেডেরশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)-এর 125 বছর পূর্তি । আজ তারই বার্ষিক সভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অর্থনীতিকে সচল রাখতে শিল্পপতিদের নানা পরামর্শ দিলেন তিনি ।

4.LAC বরাবর ভারতের উত্তর দিকে শক্তি বাড়াচ্ছে চিন : মাইক পম্পেও

লাদাখ ও উত্তর সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কিছু জায়গায় ভারতীয় ও চিনা সেনাবাহিনী প্রচুর সংখ্যক সেনা মোতায়েন করেছে । চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের উত্তর দিকে আরও সেনা মোতায়েন করছে । আজ এমনই জানালেন অ্যামেরিকার স্টেট সচিব মাইক পম্পেও ।

5.ঘাড়ে আঘাতের কারণে মৃত্যু জর্জ ফ্লয়েডের, হত্যা; বলছে অটোপ্সি

জর্জ ফ্লয়েডের ঘাড়ের উপর হাঁটু দিয়ে চেপে রয়েছে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মী । শ্বাস নেওয়ার জন্য কাতরাচ্ছেন জর্জ । পরে মৃত্যু হয় । আজ অটোপ্সি রিপোর্ট এল জর্জ ফ্লয়েডের । ঘাড়ে আঘাতের (নেক কম্প্রেশন)কারণেই তাঁর মৃত্যু । এই মৃত্যুকে ‘হত্যা’(হোমিসাইড) বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ।

6.কোরোনা ইশুতে টুইট আক্রমণ অব্যাহত রাজ্যপালের

ফের টুইট রাজ্যপালের । গতকালই কোরোনা টেস্ট রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করে সোশাল মিডিয়া মুখপাত্র ডেরেক ও ব্রায়েন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তিনি । আজ সকালে ফের দুটি টুইট করেন । টুইটে কোরোনা টেস্ট রিপোর্ট বাকি থাকা নিয়ে জানতে চাইলেও সেই বিষয়ে ডেরেক ও ব্রায়েন কোনও প্রতিক্রিয়া না করায় রাজ্য সরকারকে ফের আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ।

7.আগামীকালই মহারাষ্ট্রে আছড়ে পড়তে চলেছে "নিসর্গ", জারি হাই অ্যালার্ট

কোরোনা আতঙ্কের মধ্যেই দেশের পশ্চিমভাগে চোখ রাঙাচ্ছে সাইক্লোন নিসর্গ ৷ একে প্যানডেমিক তার উপর ঘূর্ণিঝড়, এই জোড়া ফলায় ত্রাহি ত্রাহি অবস্থা পশ্চিমবঙ্গের ৷ এবার একই অবস্থার মুখে পড়তে চলছে পশ্চিমের দুটি রাজ্য মহারাষ্ট্র ও গুজরাত ৷ 3 জুন সাইক্লোন এই দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়বে বলেই পূর্বাভাস ৷ ঘণ্টায় 115 কিমি বেগে বইবে ঝড়, সঙ্গে শুরু হবে প্রবল বৃষ্টি ৷ ঝড়ের গতিবেগ 125 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে ৷ এই পূর্বাভাস মাথায় রেখেই দুটি রাজ্যে শুরু হয়েছে সতর্কতা ৷

8.কেরালায় প্রবেশ করল বর্ষা , প্রাক বর্ষার বৃষ্টি শুরু উত্তরবঙ্গে

সোমবারই কেরালায় প্রবেশ করেছে বর্ষা । এবার তার প্রভাবে খুব তাড়াতাড়ি বর্ষা প্রবেশ করতে চলেছে উত্তরবঙ্গে । এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা । ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি ।

9."এককথায় অসাধারণ", কোহলি সম্পর্কে ঢালাও প্রশংসা স্মিথের

বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? বিরাট কোহলি নাকি স্টিভ স্মিথ? আধুনিক ক্রিকেট বিশ্বের এই দুই সেরা ব্যাটসম্যান একে অপরের সম্পর্কে কেমন ভাবনা পোষণ করেন, তা কী জানেন? অ্যামেজিং, ইনক্রেডিবল, ফিট, পাওয়ারফুল ৷ শুনতে অবাক লাগলেও ভারত অধিনায়ক বিরাট কোহলি সম্পর্কে এই বিশেষণগুলিই প্রয়োগ করেছেন স্টিভ স্মিথ ৷ ঢালাও প্রশংসার পাশাপাশি কোহলির কোন গুণটা সবচেয়ে বেশি পছন্দ করেন তাও জানিয়েছেন অজ়ি ব্যাটসম্যান ৷

10.শুটিংয়ের নিয়মাবলী নিয়ে মিটিং টেকনিশিয়ান স্টুডিয়োয়

আজ দুপুর 3টে নাগাদ বসেন আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, চ্যানেল ও প্রোডিউসাররা । এই মিটিংয়ে তৈরি হবে টলিপাড়ার শুটিংয়ের নিয়মাবলী । 4 জুন সেই নিয়মাবলী মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে পেশ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.