ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 1 টা - National

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
টপ নিউজ়
author img

By

Published : Jul 16, 2020, 1:00 PM IST

1.রাজ্যের শিক্ষাব্যবস্থা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত : রাজ্যপাল

রাজনীতির ফাঁস ক্রমেই শিক্ষাব্যবস্থার উপর চেপে বসছে । সাংবাদিক বৈঠকে বললেন রাজ্যপাল ।

2.একদিনে সর্বোচ্চ, দেশে কোরোনায় আক্রান্ত 32, 695

দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ । প্রতিদিন কোরোনা আক্রান্তের হার গড়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 27 হাজার ।


3.ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও গুজরাত

ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও গুজরাত । আজ সকাল 7টা 57 মিনিটে অসমের করিমগঞ্জ সহ একাধিক এলাকায় কম্পন অনুভূত হয় । গুজরাতের রাজকোটে কম্পন অনুভূত হয় সকাল 7টা 40 মিনিটে ।

4.আমাদের চমকাবেন না, আমরা দিল্লি অবধি চমকাতে পারি: দিলীপ ঘোষ

দুর্গাপুরের মেনগেটে চা-চক্রে মিলিত হলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখান থেকেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন ৷ বলেন, ‘‘অনেক নেতা গ্রাম ছেড়ে শহরে চলে গেছেন । আর আমি শহর ছেড়ে গ্রামে গেছি । দু’চারটে খুচরো মস্তান আমাকে চমকানোর চেষ্টা করেছিল ৷ আমাদের চমকাবেন না । আমরা এখান থেকে দিল্লি পর্যন্ত আপনাদের চমকাতে পারি । এমন চমকাব, যে সাতদিন ভিরমি খেয়ে পড়ে থাকবেন । কিছু শুনতে পাবেন না ।’’

5.নগ্ন ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি, প্রতারণার শিকার যুবক

এক মাস ধরে কেরালার এক যুবতির সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতেন বেঙ্গালুরুর যুবক ৷ ক্রমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে ৷ পরে নগ্ন ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছে টাকা চাওয়া বলে অভিযোগ ।


6.কোরোনা পরবর্তী সময়ে অন্তত 20 শতাংশ পড়ুয়া শিক্ষার সুযোগ হারাবে, বলছে সমীক্ষা

COVID—19 বিশ্বজুড়ে 1.6 বিলিয়ন পড়ুয়ার (যা পড়ুয়াদের সর্বমোট সংখ্যার অন্তত ৯১ শতাংশ) শিক্ষায় বিঘ্ন ঘটিয়েছে । একান্ত সাক্ষাৎকারে বললেন "সেভ দা চিলড্রেন ইন্ডিয়া"-র ডেপুটি ডিরেক্টর অফ এডুকেশন, কমল গৌর ।


7.ভাসছে কাজিরাঙা, অসমে বন্যায় মৃত 68

কাজিরাঙা জাতীয় উদ্যানের 95 শতাংশ এলাকা জলমগ্ন । এর পার্শ্ববর্তী 37 নম্বর জাতীয় সড়কেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ।


8.কোরোনায় আক্রান্ত স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

জুন মাসে কোরোনা আক্রান্ত হয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ৷ গতকাল বিকেলে কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে স্নেহাশিসের ৷


9.টিপ টিপ বরসা পানি...মুম্বইয়ের বর্ষায় নস্ট্যালজিক সচিন

কখনও বৃষ্টির তোড়ে ঝরে যাওয়া ফুল কুড়োচ্ছেন ৷ কখনও ভেঙে যাওয়া গাছের ডাল, পাতা তুলছেন ৷ বাড়ির বাগানে মুম্বইয়ের বর্ষা এভাবেই উপভোগ করছেন সচিন তেন্ডুলকর ৷ বর্ষাকাল সবসময়ই তাঁকে সেই ছোটোবেলার দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যায় ৷ ইনস্টা পোস্টে স্মৃতিমেদুর মাস্টার ব্লাস্টার ৷

10.এই স্টেডিয়ামেই হবে 2022 ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

আল বায়াত স্টেডিয়াম ৷ 2022 সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে কাতারের এই স্টেডিয়ামেই ৷ নির্ঘণ্ট অনুযায়ী আল বায়াতে সেমিফাইনাল পর্যন্ত খেলা হবে ৷ 60 হাজার দর্শক আসন বিশিষ্ট স্টেডিয়ামটিকে বাইরে থেকে দেখতে বিশাল তাঁবুর মতো ৷ কাতারের উত্তরের শহর আল খোরে অবস্থিত ৷ স্টেডিয়ামটির ছাদের নির্মাণশৈলীর কারণে ভিতরে মনোরম তাপমাত্রা বজায় রাখা সম্ভব ৷

1.রাজ্যের শিক্ষাব্যবস্থা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত : রাজ্যপাল

রাজনীতির ফাঁস ক্রমেই শিক্ষাব্যবস্থার উপর চেপে বসছে । সাংবাদিক বৈঠকে বললেন রাজ্যপাল ।

2.একদিনে সর্বোচ্চ, দেশে কোরোনায় আক্রান্ত 32, 695

দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ । প্রতিদিন কোরোনা আক্রান্তের হার গড়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 27 হাজার ।


3.ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও গুজরাত

ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও গুজরাত । আজ সকাল 7টা 57 মিনিটে অসমের করিমগঞ্জ সহ একাধিক এলাকায় কম্পন অনুভূত হয় । গুজরাতের রাজকোটে কম্পন অনুভূত হয় সকাল 7টা 40 মিনিটে ।

4.আমাদের চমকাবেন না, আমরা দিল্লি অবধি চমকাতে পারি: দিলীপ ঘোষ

দুর্গাপুরের মেনগেটে চা-চক্রে মিলিত হলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখান থেকেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন ৷ বলেন, ‘‘অনেক নেতা গ্রাম ছেড়ে শহরে চলে গেছেন । আর আমি শহর ছেড়ে গ্রামে গেছি । দু’চারটে খুচরো মস্তান আমাকে চমকানোর চেষ্টা করেছিল ৷ আমাদের চমকাবেন না । আমরা এখান থেকে দিল্লি পর্যন্ত আপনাদের চমকাতে পারি । এমন চমকাব, যে সাতদিন ভিরমি খেয়ে পড়ে থাকবেন । কিছু শুনতে পাবেন না ।’’

5.নগ্ন ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি, প্রতারণার শিকার যুবক

এক মাস ধরে কেরালার এক যুবতির সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতেন বেঙ্গালুরুর যুবক ৷ ক্রমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে ৷ পরে নগ্ন ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছে টাকা চাওয়া বলে অভিযোগ ।


6.কোরোনা পরবর্তী সময়ে অন্তত 20 শতাংশ পড়ুয়া শিক্ষার সুযোগ হারাবে, বলছে সমীক্ষা

COVID—19 বিশ্বজুড়ে 1.6 বিলিয়ন পড়ুয়ার (যা পড়ুয়াদের সর্বমোট সংখ্যার অন্তত ৯১ শতাংশ) শিক্ষায় বিঘ্ন ঘটিয়েছে । একান্ত সাক্ষাৎকারে বললেন "সেভ দা চিলড্রেন ইন্ডিয়া"-র ডেপুটি ডিরেক্টর অফ এডুকেশন, কমল গৌর ।


7.ভাসছে কাজিরাঙা, অসমে বন্যায় মৃত 68

কাজিরাঙা জাতীয় উদ্যানের 95 শতাংশ এলাকা জলমগ্ন । এর পার্শ্ববর্তী 37 নম্বর জাতীয় সড়কেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ।


8.কোরোনায় আক্রান্ত স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

জুন মাসে কোরোনা আক্রান্ত হয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ৷ গতকাল বিকেলে কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে স্নেহাশিসের ৷


9.টিপ টিপ বরসা পানি...মুম্বইয়ের বর্ষায় নস্ট্যালজিক সচিন

কখনও বৃষ্টির তোড়ে ঝরে যাওয়া ফুল কুড়োচ্ছেন ৷ কখনও ভেঙে যাওয়া গাছের ডাল, পাতা তুলছেন ৷ বাড়ির বাগানে মুম্বইয়ের বর্ষা এভাবেই উপভোগ করছেন সচিন তেন্ডুলকর ৷ বর্ষাকাল সবসময়ই তাঁকে সেই ছোটোবেলার দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যায় ৷ ইনস্টা পোস্টে স্মৃতিমেদুর মাস্টার ব্লাস্টার ৷

10.এই স্টেডিয়ামেই হবে 2022 ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

আল বায়াত স্টেডিয়াম ৷ 2022 সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে কাতারের এই স্টেডিয়ামেই ৷ নির্ঘণ্ট অনুযায়ী আল বায়াতে সেমিফাইনাল পর্যন্ত খেলা হবে ৷ 60 হাজার দর্শক আসন বিশিষ্ট স্টেডিয়ামটিকে বাইরে থেকে দেখতে বিশাল তাঁবুর মতো ৷ কাতারের উত্তরের শহর আল খোরে অবস্থিত ৷ স্টেডিয়ামটির ছাদের নির্মাণশৈলীর কারণে ভিতরে মনোরম তাপমাত্রা বজায় রাখা সম্ভব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.