ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS AT 9 AM
TOP NEWS AT 9 AM
author img

By

Published : Apr 27, 2021, 9:13 AM IST

1.ইটিভি বাল্যভারত, বাংলা ভাষায় শুধুমাত্র ছোটদের একটি চ্যানেল

ইটিভি বাল্যভারত হায়দরাবাদ ভিত্তিক ইটিভি নেটওয়ার্কের অংশ । সেই ইটিভি নেটওয়ার্ক, যা উপগ্রহ ভিত্তিক প্রথম শ্রেণির একটি মিডিয়া সংস্থা । ইটিভি বাল্যভারত বাংলা ছাড়াও অহমিয়া, গুজরাতি, হিন্দি, কন্নড়, মরাঠি, মালয়ালাম, ইংরাজি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল এবং তেলুগু ভাষাতেও সম্প্রচারিত হবে ।

2.ভারতকে অক্সিজেন জেনারেটর, লিক্যুইড অক্সিজেন, ভেন্টিলেটর পাঠাচ্ছে ফ্রান্স

কোভিড সঙ্কটকালে ভারতের পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্ব ৷ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশ ৷ এ বার ভারতের পাশে এসে দাঁড়াল ফ্রান্স ৷ তারা ঘোষণা করেছে যে, তারা ভারতকে উচ্চ ক্ষমতাসম্পন্ন 8টি অক্সিজেন জেনারেটর, 2000 রোগীর জন্য 5 দিনের লিক্যুইড অক্সিজেন, 28টি ভেন্টিলেটর ও আইসিইউ-র সরঞ্জাম পাঠাবে ৷

3.করোনা রুখতে বন্ধ হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এ বার অনির্দিষ্টকালের জন্য কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে মন্দিরের মূল দরজা বন্ধ করে দেওয়া হল ৷

4.সোশ্যাল মিডিয়ার ফাঁস তারকা প্রার্থীদের ব্যক্তিগত নম্বর, ফোন বন্ধ করলেন ক্ষুব্ধ রাজ

গতকাল কোনও এক নেটাগরিক সোশ্যাল মিডিয়ায় তারকা প্রার্থীদের ছবির সঙ্গে তাঁদের ফোন নম্বর দিয়ে একটি পোস্ট করেন ৷ এই পোস্ট শেয়ার হওয়ার পর থেকেই একের পর এক ফোন আসতে শুরু করে তারকা প্রার্থীদের কাছে ৷ ফোনার জ্বালায় অতিষ্ঠ হয়ে ফোন বন্ধ করে রাখেন ক্ষুব্ধ রাজ চক্রবর্তী ৷

5.করোনার গুঁতোয় ভিড় দেখলেই পিছু হঠছেন নেতারা

রাজনৈতিক কর্মসূচি মানেই ভিড় ৷ ভিড়ের বহর দেখেই মাপা হয় রাজনৈতিক সভা-সমাবেশের সাফল্য-ব্যর্থতা ৷ ভিড় যত বাড়ে, ততই রাজনৈতিক নেতাদের মুখের হাসি চওড়া হয় ৷ অথচ করোনা আবহে সেই চেনা ছবিই একেবারে উল্টে গিয়েছে ৷

6.রাজ্যে উর্ধ্বমুখী করোনা গ্রাফ, ভ্যাকসিন পেলেন এক কোটিরও বেশি মানুষ

স্বাস্থ্য দফতর সূত্রের পাওয়া খবর অনুযায়ী, 26 এপ্রিল পর্যন্ত রাজ্যে ভ্যকসিন দেওয়া হয়েছে 1 কোটি 2 লাখ 20 হাজার 346 জনকে ৷

7.সিবিআই কি এখনও খাঁচায়-বন্দী তোতাপাখি, অনুব্রতকে নোটিস ঘিরে উঠছে প্রশ্ন

আগামী বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে শেষ দফার নির্বাচন ৷ ওইদিনই ভোটগ্রহণ করা হবে বীরভূমের সবক’টি বিধানসভা আসনে ৷ আর তার ঠিক আগেই বীরভূমে যিনি তৃণমূল কংগ্রেসের ‘কর্তা’, সেই অনুব্রত মণ্ডলকে নোটিস দিল সিবিআই ৷ তাঁকে গরুপাচার কাণ্ডে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷

8.বেসরকারি হাসপাতালে কীভাবে 18 বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন, স্পষ্ট নয় এখনও

আগামী 1 মে থেকে 18 বছরের বেশি বয়সিদের করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হতে চলেছে । স্বাস্থ্য দফতর জানিয়েছে, 18 বছরের বেশি বয়সিদের ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন কিনতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে । তবে তা কীভাবে হবে সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷

9.অস্কারের আসরে সৌমিত্র-স্মরণ, সম্মানিত ইরফান-ঋষি-সুশান্ত-আথাইয়া

অস্কারের আসরে বিশেষভাবে সম্মানিত করা হল প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ইরফান খান, কস্টিউম ডিসাইনার ভানু আথাইয়া, ঋষি কাপুর ও সুশান্ত সিং রাজপুতকে ৷

10.বোলারদের ভাল পারফরমেন্সে জয়ের হাতছানি কেকেআরের

আজ শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে কেকেআর ৷ প্রথম থেকেই তরুণ শিভম মাভি, প্যাট কামিন্স, সুনীল নারিনের বোলিংয়ে ভর করে পাওয়ার প্লে-তে 36 রানে আটকে রাখে ৷ উপরন্ত লোকেশ রাহুলের উইকেট নেন প্য়াট কামিন্স ৷

1.ইটিভি বাল্যভারত, বাংলা ভাষায় শুধুমাত্র ছোটদের একটি চ্যানেল

ইটিভি বাল্যভারত হায়দরাবাদ ভিত্তিক ইটিভি নেটওয়ার্কের অংশ । সেই ইটিভি নেটওয়ার্ক, যা উপগ্রহ ভিত্তিক প্রথম শ্রেণির একটি মিডিয়া সংস্থা । ইটিভি বাল্যভারত বাংলা ছাড়াও অহমিয়া, গুজরাতি, হিন্দি, কন্নড়, মরাঠি, মালয়ালাম, ইংরাজি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল এবং তেলুগু ভাষাতেও সম্প্রচারিত হবে ।

2.ভারতকে অক্সিজেন জেনারেটর, লিক্যুইড অক্সিজেন, ভেন্টিলেটর পাঠাচ্ছে ফ্রান্স

কোভিড সঙ্কটকালে ভারতের পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্ব ৷ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশ ৷ এ বার ভারতের পাশে এসে দাঁড়াল ফ্রান্স ৷ তারা ঘোষণা করেছে যে, তারা ভারতকে উচ্চ ক্ষমতাসম্পন্ন 8টি অক্সিজেন জেনারেটর, 2000 রোগীর জন্য 5 দিনের লিক্যুইড অক্সিজেন, 28টি ভেন্টিলেটর ও আইসিইউ-র সরঞ্জাম পাঠাবে ৷

3.করোনা রুখতে বন্ধ হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এ বার অনির্দিষ্টকালের জন্য কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে মন্দিরের মূল দরজা বন্ধ করে দেওয়া হল ৷

4.সোশ্যাল মিডিয়ার ফাঁস তারকা প্রার্থীদের ব্যক্তিগত নম্বর, ফোন বন্ধ করলেন ক্ষুব্ধ রাজ

গতকাল কোনও এক নেটাগরিক সোশ্যাল মিডিয়ায় তারকা প্রার্থীদের ছবির সঙ্গে তাঁদের ফোন নম্বর দিয়ে একটি পোস্ট করেন ৷ এই পোস্ট শেয়ার হওয়ার পর থেকেই একের পর এক ফোন আসতে শুরু করে তারকা প্রার্থীদের কাছে ৷ ফোনার জ্বালায় অতিষ্ঠ হয়ে ফোন বন্ধ করে রাখেন ক্ষুব্ধ রাজ চক্রবর্তী ৷

5.করোনার গুঁতোয় ভিড় দেখলেই পিছু হঠছেন নেতারা

রাজনৈতিক কর্মসূচি মানেই ভিড় ৷ ভিড়ের বহর দেখেই মাপা হয় রাজনৈতিক সভা-সমাবেশের সাফল্য-ব্যর্থতা ৷ ভিড় যত বাড়ে, ততই রাজনৈতিক নেতাদের মুখের হাসি চওড়া হয় ৷ অথচ করোনা আবহে সেই চেনা ছবিই একেবারে উল্টে গিয়েছে ৷

6.রাজ্যে উর্ধ্বমুখী করোনা গ্রাফ, ভ্যাকসিন পেলেন এক কোটিরও বেশি মানুষ

স্বাস্থ্য দফতর সূত্রের পাওয়া খবর অনুযায়ী, 26 এপ্রিল পর্যন্ত রাজ্যে ভ্যকসিন দেওয়া হয়েছে 1 কোটি 2 লাখ 20 হাজার 346 জনকে ৷

7.সিবিআই কি এখনও খাঁচায়-বন্দী তোতাপাখি, অনুব্রতকে নোটিস ঘিরে উঠছে প্রশ্ন

আগামী বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে শেষ দফার নির্বাচন ৷ ওইদিনই ভোটগ্রহণ করা হবে বীরভূমের সবক’টি বিধানসভা আসনে ৷ আর তার ঠিক আগেই বীরভূমে যিনি তৃণমূল কংগ্রেসের ‘কর্তা’, সেই অনুব্রত মণ্ডলকে নোটিস দিল সিবিআই ৷ তাঁকে গরুপাচার কাণ্ডে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷

8.বেসরকারি হাসপাতালে কীভাবে 18 বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন, স্পষ্ট নয় এখনও

আগামী 1 মে থেকে 18 বছরের বেশি বয়সিদের করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হতে চলেছে । স্বাস্থ্য দফতর জানিয়েছে, 18 বছরের বেশি বয়সিদের ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন কিনতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে । তবে তা কীভাবে হবে সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷

9.অস্কারের আসরে সৌমিত্র-স্মরণ, সম্মানিত ইরফান-ঋষি-সুশান্ত-আথাইয়া

অস্কারের আসরে বিশেষভাবে সম্মানিত করা হল প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ইরফান খান, কস্টিউম ডিসাইনার ভানু আথাইয়া, ঋষি কাপুর ও সুশান্ত সিং রাজপুতকে ৷

10.বোলারদের ভাল পারফরমেন্সে জয়ের হাতছানি কেকেআরের

আজ শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে কেকেআর ৷ প্রথম থেকেই তরুণ শিভম মাভি, প্যাট কামিন্স, সুনীল নারিনের বোলিংয়ে ভর করে পাওয়ার প্লে-তে 36 রানে আটকে রাখে ৷ উপরন্ত লোকেশ রাহুলের উইকেট নেন প্য়াট কামিন্স ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.