ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS AT 9 A.M.
TOP NEWS AT 9 A.M.
author img

By

Published : Apr 23, 2021, 9:10 AM IST

1.করোনা নিয়ে আজ দিনভর দফায় দফায় বৈঠক মোদির

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের বেশ কিছু অংশ কার্যত বেসামাল ৷ এই পরিস্থিতিতে করোনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সকাল থেকে দফায় দফায় এই নিয়ে বৈঠক করবেন তিনি ৷

2.মহারাষ্ট্রের কোভিড হাসপাতালে আগুন, মৃত 13

আজ ভোরবেলা ওই হাসপাতালে আগুন লাগে ৷ ইতিমধ্যে হাসপাতালের অন্যান্য রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে ৷

3.শশীর টুইটে 'মৃত্যু' সুমিত্রার, বিভ্রান্তি কাটালেন কৈলাস

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সুস্থ আছেন লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন ৷ তবে, ইন্দোরের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর । সাধারণ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন । যদিও বৃহস্পতিবার সুমিত্রার করোনা পরীক্ষা করা হয় । সেই রিপোর্ট নেগেটিভ আসে ।

4.বঙ্গ-জয়ের আত্মবিশ্বাস নাকি তৃণমূল গড়ে পরের দু’দফার ভোট বলেই ভার্চুয়াল হলেন মোদি

বঙ্গ-ভোটের ষষ্ঠ দফা শেষ হল বৃহস্পতিবার ৷ হাতে আর মাত্র দুই দফা ৷ নির্বাচন হবে 69টি আসনে ৷ যদিও ভোট বাকি 71টি আসনে ৷ কিন্তু প্রার্থীদের প্রয়াণের কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট 16 মে ৷

5.করোনা আক্রান্ত খগেন মুর্মু, সংক্রমিত ইংরেজবাজারের বিজেপি প্রার্থীও

বিজেপির তরফে জানানো হয়, যেহেতু পুরাতন মালদায় নির্বাচনী সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (যা বাতিল হয়েছে) ৷ সেই কারণেই যাঁরা মঞ্চে থাকবেন, তাঁদের 72 ঘণ্টা আগে করোনা পরীক্ষা করানো হয় ৷ এরপরই জানা যায় খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরীর করোনা আক্রান্ত ।

6. "প্রধানমন্ত্রীর সভা বাতিলের পরেই প্রচারে নিষেধাজ্ঞা, কাকতালীয় ?"

বিজেপির তরফে জানানো হয়, উদ্ভুত করোনা পরিস্থিতিতে বাতলি হচ্ছে জনসভা ৷ তবে ভার্চুয়াল সভা করবেন মোদি ৷ এর ঘণ্টা খানেক পরে করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে সপ্তম ও অষ্টম দফা নির্বাচনে রোড শো ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন ৷

7.কোভিডের বাড়বাড়ন্ত : নিছক দায়িত্বজ্ঞানহীনতা

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত বিশ্বের প্রতিটি মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে ৷ তার মধ্যে দেশের নাগরিকদের জন্য ভ্যাকসিন মজুত নেই ৷ ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে ৷ সরকারের স্পষ্ট ধারণার অভাব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ৷

8.জ্যোতিপ্রিয় না রাহুল ? হাবরায় শেষ হাসি কার...

কলকাতা থেকে দুই তাবড় নেতাকে নিয়ে গিয়ে বসানো হয়েছিল হাবরায় ৷ একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক ৷ অন্যদিকে রাহুল সিনহা ৷ ষষ্ঠ দফার ভোটে অন্যতম হেভিওয়েট কেন্দ্র ছিল এটি ৷ রাজ্য রাজনীতির সবার নজর ছিল হাবরার দিকে ৷

9.প্রয়াত নদিম-শ্রবণ সঙ্গীত পরিচালক জুটির শ্রবণ রাঠোর

বলিউডের সংগীত জগতে ইন্দ্রপতন ৷ প্রয়াত হলেন বিখ্যাত বলিউড সুরকার শ্রবণ রাঠোর ৷ কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি ৷

10.সাত পাকে বাঁধা পড়লেন জ্বালা গুট্টা

শেষ কয়েক বছর ধরে সম্পর্কে আছেন এই জুটি ৷ যদিও 2 বছর আগে সোশাল মিডিয়ায় তাঁরা তাঁদের সম্পর্কের কথা জানান ৷ শেষ দুই দিন ধরে তাঁদের বাগদানের, মেহেন্দি ও হলদি অনুষ্ঠানের ছবি টুইটার ও ইনস্টাগ্রামে ভাইরাল হয় ৷

1.করোনা নিয়ে আজ দিনভর দফায় দফায় বৈঠক মোদির

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের বেশ কিছু অংশ কার্যত বেসামাল ৷ এই পরিস্থিতিতে করোনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সকাল থেকে দফায় দফায় এই নিয়ে বৈঠক করবেন তিনি ৷

2.মহারাষ্ট্রের কোভিড হাসপাতালে আগুন, মৃত 13

আজ ভোরবেলা ওই হাসপাতালে আগুন লাগে ৷ ইতিমধ্যে হাসপাতালের অন্যান্য রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে ৷

3.শশীর টুইটে 'মৃত্যু' সুমিত্রার, বিভ্রান্তি কাটালেন কৈলাস

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সুস্থ আছেন লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন ৷ তবে, ইন্দোরের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর । সাধারণ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন । যদিও বৃহস্পতিবার সুমিত্রার করোনা পরীক্ষা করা হয় । সেই রিপোর্ট নেগেটিভ আসে ।

4.বঙ্গ-জয়ের আত্মবিশ্বাস নাকি তৃণমূল গড়ে পরের দু’দফার ভোট বলেই ভার্চুয়াল হলেন মোদি

বঙ্গ-ভোটের ষষ্ঠ দফা শেষ হল বৃহস্পতিবার ৷ হাতে আর মাত্র দুই দফা ৷ নির্বাচন হবে 69টি আসনে ৷ যদিও ভোট বাকি 71টি আসনে ৷ কিন্তু প্রার্থীদের প্রয়াণের কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট 16 মে ৷

5.করোনা আক্রান্ত খগেন মুর্মু, সংক্রমিত ইংরেজবাজারের বিজেপি প্রার্থীও

বিজেপির তরফে জানানো হয়, যেহেতু পুরাতন মালদায় নির্বাচনী সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (যা বাতিল হয়েছে) ৷ সেই কারণেই যাঁরা মঞ্চে থাকবেন, তাঁদের 72 ঘণ্টা আগে করোনা পরীক্ষা করানো হয় ৷ এরপরই জানা যায় খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরীর করোনা আক্রান্ত ।

6. "প্রধানমন্ত্রীর সভা বাতিলের পরেই প্রচারে নিষেধাজ্ঞা, কাকতালীয় ?"

বিজেপির তরফে জানানো হয়, উদ্ভুত করোনা পরিস্থিতিতে বাতলি হচ্ছে জনসভা ৷ তবে ভার্চুয়াল সভা করবেন মোদি ৷ এর ঘণ্টা খানেক পরে করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে সপ্তম ও অষ্টম দফা নির্বাচনে রোড শো ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন ৷

7.কোভিডের বাড়বাড়ন্ত : নিছক দায়িত্বজ্ঞানহীনতা

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত বিশ্বের প্রতিটি মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে ৷ তার মধ্যে দেশের নাগরিকদের জন্য ভ্যাকসিন মজুত নেই ৷ ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে ৷ সরকারের স্পষ্ট ধারণার অভাব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ৷

8.জ্যোতিপ্রিয় না রাহুল ? হাবরায় শেষ হাসি কার...

কলকাতা থেকে দুই তাবড় নেতাকে নিয়ে গিয়ে বসানো হয়েছিল হাবরায় ৷ একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক ৷ অন্যদিকে রাহুল সিনহা ৷ ষষ্ঠ দফার ভোটে অন্যতম হেভিওয়েট কেন্দ্র ছিল এটি ৷ রাজ্য রাজনীতির সবার নজর ছিল হাবরার দিকে ৷

9.প্রয়াত নদিম-শ্রবণ সঙ্গীত পরিচালক জুটির শ্রবণ রাঠোর

বলিউডের সংগীত জগতে ইন্দ্রপতন ৷ প্রয়াত হলেন বিখ্যাত বলিউড সুরকার শ্রবণ রাঠোর ৷ কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি ৷

10.সাত পাকে বাঁধা পড়লেন জ্বালা গুট্টা

শেষ কয়েক বছর ধরে সম্পর্কে আছেন এই জুটি ৷ যদিও 2 বছর আগে সোশাল মিডিয়ায় তাঁরা তাঁদের সম্পর্কের কথা জানান ৷ শেষ দুই দিন ধরে তাঁদের বাগদানের, মেহেন্দি ও হলদি অনুষ্ঠানের ছবি টুইটার ও ইনস্টাগ্রামে ভাইরাল হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.