ETV Bharat / state

টপ নিউজ় @ সন্ধে 7 টা - টপ নিউজ়

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

news@7pm
news@7pm
author img

By

Published : Aug 11, 2020, 6:59 PM IST

1. বিশ্বে প্রথম কোরোনা ভ্যাকসিন আনল রাশিয়া, দাবি পুতিনের

রাশিয়ায় তৈরি হল বিশ্বের প্রথম কোরোনা ভ্যাকসিন । একটি ভিডিয়ো কন্ফারেন্সে রাশিয়ার প্রেসিডেন্ট এই সংক্রান্ত ঘোষণা করেন ।


2. এই 10 রাজ্য কোরোনাকে হারালে জয় নিশ্চিত : প্রধানমন্ত্রী

10 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্য়মে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে । ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । বৈঠকের পরবর্তী সময়ে মোদি জানান, 10 রাজ্যে সংক্রমণ বেশি । মোট সক্রিয় আক্রান্তের 80 শতাংশ এই 10 রাজ্যে । আজ সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে । তার মধ্যে বেশিরভাগ আক্রান্ত 10 রাজ্যেই ।


3.এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায়

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় । অস্ত্রোপচারের পরেও সংকটজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।


4. জামতারা গ্য়াংয়ের ধাঁচে ব্যাঙ্ক প্রতারণা ! পুলিশের জালে শেখ বিনোদ

কলকাতায় এক টুকরো জামতারা তৈরির চেষ্টা চালাচ্ছিল বিনোদ । হাইটেক অপরাধে হাত পাকিয়ে শুরু করেছিল ব‍্যাঙ্ক প্রতারণা । গতরাতে রিজেন্ট পার্ক থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।


5. গুজরাতে কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু রাজ্যের 4 শ্রমিকের

গুজরাতে কাজে যাওয়ার পথে ছত্তিশগড়ে দুর্ঘটনায় মৃত উত্তর দিনাজপুরের 4 শ্রমিক ৷ আজ তাঁদের মৃতদেহ গ্রামের বাড়িতে আনা হচ্ছে ৷


6.ক্ষুদিরাম কে ? কেউ বললেন জন্মাষ্টমী তাই সাজানো হয়েছে মূর্তি, কেউ কাটালেন পাশ

আজ শহিদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিবস ৷ পাড়ায় পাড়ায় শহিদের প্রতিকৃতিতে মাল্যদান করা হচ্ছে ৷ কিন্তু ক'জন জানেন ক্ষুদিরাম বসু সম্পর্কে ৷ তা জানতেই আসানসোলের মহিশীলা এলাকায় যান ETV ভারতের প্রতিনিধি।

7. দেশদ্রোহীতে ভরে গেছে BSNL, বলছেন BJP সাংসদ

BSNL-র পুরো ব্যবস্থা এতটাই দুর্নীতিগ্রস্ত যে বর্তমান কেন্দ্রীয় সরকারও তা শোধরাতে পারছে না । দেশদ্রোহীতে BSNL ভরে গেছে । প্রত্যেক আধিকারিক দেশদ্রোহী । বললেন BJP সাংসদ অনন্ত কুমার হেগড়ে ।


8. আক্রান্তের চারপাশের সবাইকে 72 ঘণ্টার মধ্যে পরীক্ষার নির্দেশ

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে । আনলকের তৃতীয় পর্যায়ে পরিকল্পনা মাফিক পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার । এই মুহূর্তে মোট 10টি রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত কেন্দ্র । উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে । আজ এই 10 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কন্ফারেন্সে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

9. প্রয়াত উর্দু কবি রাহাত ইন্দোরি

প্রয়াত উর্দু কবি রাহাত ইন্দোরি । আজ বিকেল 5টার সময় মধ্যপ্রদেশের শ্রী অরবিন্দ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।


10. মরুদেশেও IPL জয়ের দাবিদার চেন্নাই, কেন ?

তিনবারের খেতাব জয়ী ৷ 2016 ও '17 সাল বাদ দিলে প্রতিবারই প্লে অফে থেকেছে ৷ নির্বাসন থেকে ফিরে এসেই চ্যাম্পিয়ন ৷ সব মিলিয়ে IPL-এর অন্যতম সফল ও ধারাবাহিক দল হল চেন্নাই সুপার কিংস ৷ চলতি বছরে আরব আমিরশাহীতে 13তম IPL-এর খেতাব জয়ের অন্যতম দাবিদার বলে ধরা হচ্ছে হলুদ বাহিনীকে ৷

1. বিশ্বে প্রথম কোরোনা ভ্যাকসিন আনল রাশিয়া, দাবি পুতিনের

রাশিয়ায় তৈরি হল বিশ্বের প্রথম কোরোনা ভ্যাকসিন । একটি ভিডিয়ো কন্ফারেন্সে রাশিয়ার প্রেসিডেন্ট এই সংক্রান্ত ঘোষণা করেন ।


2. এই 10 রাজ্য কোরোনাকে হারালে জয় নিশ্চিত : প্রধানমন্ত্রী

10 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্য়মে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে । ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । বৈঠকের পরবর্তী সময়ে মোদি জানান, 10 রাজ্যে সংক্রমণ বেশি । মোট সক্রিয় আক্রান্তের 80 শতাংশ এই 10 রাজ্যে । আজ সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে । তার মধ্যে বেশিরভাগ আক্রান্ত 10 রাজ্যেই ।


3.এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায়

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় । অস্ত্রোপচারের পরেও সংকটজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।


4. জামতারা গ্য়াংয়ের ধাঁচে ব্যাঙ্ক প্রতারণা ! পুলিশের জালে শেখ বিনোদ

কলকাতায় এক টুকরো জামতারা তৈরির চেষ্টা চালাচ্ছিল বিনোদ । হাইটেক অপরাধে হাত পাকিয়ে শুরু করেছিল ব‍্যাঙ্ক প্রতারণা । গতরাতে রিজেন্ট পার্ক থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।


5. গুজরাতে কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু রাজ্যের 4 শ্রমিকের

গুজরাতে কাজে যাওয়ার পথে ছত্তিশগড়ে দুর্ঘটনায় মৃত উত্তর দিনাজপুরের 4 শ্রমিক ৷ আজ তাঁদের মৃতদেহ গ্রামের বাড়িতে আনা হচ্ছে ৷


6.ক্ষুদিরাম কে ? কেউ বললেন জন্মাষ্টমী তাই সাজানো হয়েছে মূর্তি, কেউ কাটালেন পাশ

আজ শহিদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিবস ৷ পাড়ায় পাড়ায় শহিদের প্রতিকৃতিতে মাল্যদান করা হচ্ছে ৷ কিন্তু ক'জন জানেন ক্ষুদিরাম বসু সম্পর্কে ৷ তা জানতেই আসানসোলের মহিশীলা এলাকায় যান ETV ভারতের প্রতিনিধি।

7. দেশদ্রোহীতে ভরে গেছে BSNL, বলছেন BJP সাংসদ

BSNL-র পুরো ব্যবস্থা এতটাই দুর্নীতিগ্রস্ত যে বর্তমান কেন্দ্রীয় সরকারও তা শোধরাতে পারছে না । দেশদ্রোহীতে BSNL ভরে গেছে । প্রত্যেক আধিকারিক দেশদ্রোহী । বললেন BJP সাংসদ অনন্ত কুমার হেগড়ে ।


8. আক্রান্তের চারপাশের সবাইকে 72 ঘণ্টার মধ্যে পরীক্ষার নির্দেশ

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে । আনলকের তৃতীয় পর্যায়ে পরিকল্পনা মাফিক পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার । এই মুহূর্তে মোট 10টি রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত কেন্দ্র । উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে । আজ এই 10 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কন্ফারেন্সে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

9. প্রয়াত উর্দু কবি রাহাত ইন্দোরি

প্রয়াত উর্দু কবি রাহাত ইন্দোরি । আজ বিকেল 5টার সময় মধ্যপ্রদেশের শ্রী অরবিন্দ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।


10. মরুদেশেও IPL জয়ের দাবিদার চেন্নাই, কেন ?

তিনবারের খেতাব জয়ী ৷ 2016 ও '17 সাল বাদ দিলে প্রতিবারই প্লে অফে থেকেছে ৷ নির্বাসন থেকে ফিরে এসেই চ্যাম্পিয়ন ৷ সব মিলিয়ে IPL-এর অন্যতম সফল ও ধারাবাহিক দল হল চেন্নাই সুপার কিংস ৷ চলতি বছরে আরব আমিরশাহীতে 13তম IPL-এর খেতাব জয়ের অন্যতম দাবিদার বলে ধরা হচ্ছে হলুদ বাহিনীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.