ETV Bharat / state

টপ নিউজ় @ সন্ধ্যে 7 টা

BJP-তে রদবদল থেকে শুরু করে ট্রাম্পের আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়া । বিরাট কোহলিকে নাসিমের শ্রদ্ধা থেকে ওয়াজিদের মৃত্যুতে সলমানের শোকপ্রকাশ । একনজরে সন্ধ্যে 7 টার সেরা দশ খবর ।

top news 7
টপ নিউজ় @ সন্ধ্যে 7 টা
author img

By

Published : Jun 1, 2020, 7:18 PM IST

1. লকেটের জায়গায় BJP-র মহিলা মোর্চার দায়িত্বে অগ্নিমিত্রা

লকেটের পরিবর্তে BJP-র মহিলা মোর্চার সভানেত্রীর পদে আনা হল অগ্নিমিত্রা পলকে । যুব মোর্চার নতুন সভাপতি হলেন সৌমিত্র খাঁ ।

2. মাঝের আসন ফাঁকা থাকুক, উড়ান সংস্থাগুলিকে বলল DGCA-র

যদি কোনও যাত্রী বিমানের মাঝের আসন পান, তবে তাঁর জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে । মাস্ক ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি পুরো শরীরে ঢাকার জন্য টেক্সটাইল মন্ত্রক থেকে অনুমোদিত একটি বিশেষ ধরণের পোষাক রাখা হবে ওই মাঝের আসনের যাত্রীর জন্য ।

3. ভাইরাস অদৃশ্য শত্রু, তবে কোরোনা যোদ্ধারা অপরাজেয় : মোদি

আজ সকালে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা যোদ্ধাদের বিরুদ্ধে হিংস্রতা, গালিগালাজ, খারাপ ব্যবহার মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি ।

4. কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভ অব্যাহত অ্যামেরিকায়, ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে ঢোকাল হোয়াইট হাউজ়

কৃষ্ণাঙ্গ বন্দী হত্যায় উত্তাল অ্যামেরিকা । এই ইশুতেই ওয়াশিংটনে হোয়াইট হাউজ়ের সামনে শুক্রবার রাতে ভিড় জমাতে শুরু করেন বিক্ষোভকারীরা । তারপরই বিক্ষোভ থেকে সুরক্ষিত রাখতে অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে ঢোকায় হোয়াইট হাউজ় । সেখানে তাঁর স্ত্রী ও ছেলেকেও রাখা হয় । প্রায় এক ঘণ্টা মতো সেখানে তাঁরা ছিলেন ।

5. কেরালায় শুরু দক্ষিণ-পশ্চিম বর্ষার প্রথম বৃষ্টি

দক্ষিণ-পশ্চিম বর্ষা শুরু হল কেরালায় । চারমাসের এই বর্ষাকালে দেশের বৃষ্টিপাতের 75 শতাংশ বৃষ্টি হয় ।

6. অনুপ্রবেশ রুখে 3 পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করল সেনা

নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে নিকেশ তিন জঙ্গি । আরও কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সেনা ।

7. 72 দিন পর শুরু দূরপাল্লার রেল পরিষেবা

টানা ৭২ দিন বন্ধ থাকার পর অবশেষে সোমবার থেকে চালু হল দূরপাল্লার রেলের যাত্রী পরিষেবা । কিছুদিন আগেই এই নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছিল ভারতীয় রেল । সেই নির্দেশিকা মাফিক আজ থেকে সেই বেশ কিছু দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে ।

8. মহারাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত, সমালোচনা ABVP-র

কোরোনার জেরে মহারাষ্ট্র সরকার এই বছর বিশ্ববিদ্যালয়গুলিতে শেষ বর্ষের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ এই সিদ্ধান্তের সমালোচনা করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ৷ তাঁদের দাবি, মহারাষ্ট্র ইউনিভার্সিটিস্ অ্যাক্ট এই সিদ্ধান্ত সমর্থন করে না ৷ সরকারের উচিত এই সিদ্ধান্ত প্রত্যাহার করা ৷

9. কোহলিকে শ্রদ্ধা করি কিন্তু ভয় করি না : নাসিম

ভারত ও কোহলির বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি । মন্তব্য পাকিস্তানি পেসার নাসিম শাহের । ইতিমধ্যে তরুণ পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন তিনি।

10. ওয়াজিদ তোমাকে আজীবন মনে রাখব ও মিস করব, শোকপ্রকাশ সলমানের

সলমানের হাত ধরেই বি টাউনে পা রেখেছিলেন সাজিদ-ওয়াজিদ । প্রায় দু'দশক ধরে ওয়াজিদের বলিউড মিউজ়িক ক্যারিয়ারের বেশিরভাগ অংশই জুড়ে রয়েছেন সলমান । আজ ওয়াজিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভাইজান ।

1. লকেটের জায়গায় BJP-র মহিলা মোর্চার দায়িত্বে অগ্নিমিত্রা

লকেটের পরিবর্তে BJP-র মহিলা মোর্চার সভানেত্রীর পদে আনা হল অগ্নিমিত্রা পলকে । যুব মোর্চার নতুন সভাপতি হলেন সৌমিত্র খাঁ ।

2. মাঝের আসন ফাঁকা থাকুক, উড়ান সংস্থাগুলিকে বলল DGCA-র

যদি কোনও যাত্রী বিমানের মাঝের আসন পান, তবে তাঁর জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে । মাস্ক ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি পুরো শরীরে ঢাকার জন্য টেক্সটাইল মন্ত্রক থেকে অনুমোদিত একটি বিশেষ ধরণের পোষাক রাখা হবে ওই মাঝের আসনের যাত্রীর জন্য ।

3. ভাইরাস অদৃশ্য শত্রু, তবে কোরোনা যোদ্ধারা অপরাজেয় : মোদি

আজ সকালে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা যোদ্ধাদের বিরুদ্ধে হিংস্রতা, গালিগালাজ, খারাপ ব্যবহার মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি ।

4. কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভ অব্যাহত অ্যামেরিকায়, ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে ঢোকাল হোয়াইট হাউজ়

কৃষ্ণাঙ্গ বন্দী হত্যায় উত্তাল অ্যামেরিকা । এই ইশুতেই ওয়াশিংটনে হোয়াইট হাউজ়ের সামনে শুক্রবার রাতে ভিড় জমাতে শুরু করেন বিক্ষোভকারীরা । তারপরই বিক্ষোভ থেকে সুরক্ষিত রাখতে অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে ঢোকায় হোয়াইট হাউজ় । সেখানে তাঁর স্ত্রী ও ছেলেকেও রাখা হয় । প্রায় এক ঘণ্টা মতো সেখানে তাঁরা ছিলেন ।

5. কেরালায় শুরু দক্ষিণ-পশ্চিম বর্ষার প্রথম বৃষ্টি

দক্ষিণ-পশ্চিম বর্ষা শুরু হল কেরালায় । চারমাসের এই বর্ষাকালে দেশের বৃষ্টিপাতের 75 শতাংশ বৃষ্টি হয় ।

6. অনুপ্রবেশ রুখে 3 পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করল সেনা

নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে নিকেশ তিন জঙ্গি । আরও কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সেনা ।

7. 72 দিন পর শুরু দূরপাল্লার রেল পরিষেবা

টানা ৭২ দিন বন্ধ থাকার পর অবশেষে সোমবার থেকে চালু হল দূরপাল্লার রেলের যাত্রী পরিষেবা । কিছুদিন আগেই এই নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছিল ভারতীয় রেল । সেই নির্দেশিকা মাফিক আজ থেকে সেই বেশ কিছু দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে ।

8. মহারাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত, সমালোচনা ABVP-র

কোরোনার জেরে মহারাষ্ট্র সরকার এই বছর বিশ্ববিদ্যালয়গুলিতে শেষ বর্ষের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ এই সিদ্ধান্তের সমালোচনা করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ৷ তাঁদের দাবি, মহারাষ্ট্র ইউনিভার্সিটিস্ অ্যাক্ট এই সিদ্ধান্ত সমর্থন করে না ৷ সরকারের উচিত এই সিদ্ধান্ত প্রত্যাহার করা ৷

9. কোহলিকে শ্রদ্ধা করি কিন্তু ভয় করি না : নাসিম

ভারত ও কোহলির বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি । মন্তব্য পাকিস্তানি পেসার নাসিম শাহের । ইতিমধ্যে তরুণ পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন তিনি।

10. ওয়াজিদ তোমাকে আজীবন মনে রাখব ও মিস করব, শোকপ্রকাশ সলমানের

সলমানের হাত ধরেই বি টাউনে পা রেখেছিলেন সাজিদ-ওয়াজিদ । প্রায় দু'দশক ধরে ওয়াজিদের বলিউড মিউজ়িক ক্যারিয়ারের বেশিরভাগ অংশই জুড়ে রয়েছেন সলমান । আজ ওয়াজিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভাইজান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.