ETV Bharat / state

টপ নিউজ় @ বিকেল 5টা - বিকেল 5 টার খবর

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় বিকেল 5টা
টপ নিউজ় বিকেল 5টা
author img

By

Published : Apr 20, 2021, 9:43 AM IST

1.ভোটের মাঝে চার পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ কমিশনের

কমিশনের তরফে আরও জানানো হয়েছে, যে চারজন আধিকারিককে বদলি করা হয়েছে, ভোটপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, নির্বাচন রয়েছে এমন কোনও এলাকায় তাঁদের পাঠানো যাবে না ৷

2.রাজ্যে 2 হাজার করোনা রোগী আশঙ্কাজনক : মমতা

মালদায় সার্কিট হাউসে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য কীভাবে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দেবে তারই রূপরেখা তৈরি করে দিলেন মমতা ৷ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আগেরবারের তুলনায় 20 শতাংশ বেশি বেড তৈরি রাখা হয়েছে বলে মমতা জানান ৷

3.কেন্দ্রকে 123টি ফার্স্ট ট্র্যাক কোর্ট করতে দেননি মমতা, অভিযোগ রবিশঙ্কর প্রসাদের

এ রাজ্যে মোট কুড়ি হাজারটি মহিলা ও শিশুদের উপর যৌন নির্যাতনের মামলা অসমাপ্ত অবস্থায় রয়েছে ৷ তাই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে 123টি ফাস্ট ট্রাক কোর্ট করতে চেয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুমতি দেননি ৷ সোমবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে এভাবেই রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় আইন, তথ্যপ্রযুক্তি ও টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ৷

4.জীবনের থেকেও বড় প্রচারের অধিকার? বিজেপি-কমিশনকে তোপ মহুয়ার

কোভিড পরিস্থিতিতেও ভোটের দফা না-কমানোয় নির্বাচন কমিশনকে ফের একহাত নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ ভোটারদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে বিজেপি কী ভাবে প্রচার চালিয়ে যাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷

5.দিল্লিতে 6 দিনের লকডাউন: কোনটা খোলা, কোনটা বন্ধ ?

কোভিড মোকাবিলায় আজ রাত থেকে আগামী সোমবার ভোর 5টা পর্যন্ত দিল্লিতে লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ কথা ঘোষণা করেছেন ৷ লকডাউনের সময় মানুষের সম্পূর্ণ যত্ন সরকার নেবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

6.রেমডেসিভির, অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে নজরদারির সিদ্ধান্ত কেজরিওয়াল সরকারের

রেমডেসিভির এবং অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে নজরদারির সিদ্ধান্ত কেজরিওয়াল সরকারের ৷ দেশের রাজধানীতে দাপুটে ব্য়াটিং করছে কোভিড ভাইরাস ৷ রোগীদের চিকিৎসার জন্য চাহিদা বাড়ছে মেডিক্য়াল অক্সিজেন ও জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের ৷ অথচ জোগান সেই তুলনায় কম বলে দাবি অরবিন্দ কেজরিওয়ালের ৷ এবার তাই এই দু’টি সামগ্রীর উৎপাদন ও সরবরাহের উপর সরাসরি নজরদারির সিদ্ধান্ত নিল আপ সরকার ৷

7.দাঁত-নখ বের করছে করোনা, 2 হাজার বেডের সেফ হোম ঘোষণা ফিরহাদের

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে ৷ আজও দৈনিক সংক্রমণ দুই লাখের উপরে ৷ রাজ্যেও নতুন করে দাঁত-নখ বের করতে শুরু করেছে করোনা ৷ এই পরিস্থিতিতে আজ জরুরিকালীন বৈঠক সারলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরও বেশ কিছু কোয়ারান্টিন সেন্টার ও সেফ হোম তৈরি করা হবে রাজ্যে ৷

8.রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে নাড্ডার রোড শো

সোমবার রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জে রোড শো করলেন জেপি নাড্ডা ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও ৷ এদিন সুসজ্জিত গাড়িতে কলেজপাড়া থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত রোড শো হওয়ার কথা থাকলেও শহরের বিবিডি মোড় পর্যন্ত হয় ৷

9.2 সন্তানের পর এবার নিজেও কোভিডে আক্রান্ত সমীরা রেড্ডি

প্রথমে তাঁর দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ এ বার কোভিড রিপোর্ট পজ়িটিভ এল অভিনেত্রী সমীরা রেড্ডির ৷ তাঁরা বাড়িতে কোয়ারানটিনে আছেন ৷

10.সৌভ্রাতৃত্বের নয়া উদাহরণ, রশিদদের সঙ্গে রমজানের উপবাস করলেন ওয়ার্নার ও উইলিয়ামসন

রমজানের উপবাস রেখে কী বললেন ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন? ডেভিড বলছেন, তিনি প্রচণ্ড তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ৷ ভিডিয়োতে ডেভিড ওয়ার্নার বলেন, ‘‘ভাল ৷ আমি খুব তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ৷ আমার মুখ শুকিয়ে গেছে ৷ এটা সত্যিই খুব কঠিন ৷’’

1.ভোটের মাঝে চার পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ কমিশনের

কমিশনের তরফে আরও জানানো হয়েছে, যে চারজন আধিকারিককে বদলি করা হয়েছে, ভোটপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, নির্বাচন রয়েছে এমন কোনও এলাকায় তাঁদের পাঠানো যাবে না ৷

2.রাজ্যে 2 হাজার করোনা রোগী আশঙ্কাজনক : মমতা

মালদায় সার্কিট হাউসে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য কীভাবে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দেবে তারই রূপরেখা তৈরি করে দিলেন মমতা ৷ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আগেরবারের তুলনায় 20 শতাংশ বেশি বেড তৈরি রাখা হয়েছে বলে মমতা জানান ৷

3.কেন্দ্রকে 123টি ফার্স্ট ট্র্যাক কোর্ট করতে দেননি মমতা, অভিযোগ রবিশঙ্কর প্রসাদের

এ রাজ্যে মোট কুড়ি হাজারটি মহিলা ও শিশুদের উপর যৌন নির্যাতনের মামলা অসমাপ্ত অবস্থায় রয়েছে ৷ তাই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে 123টি ফাস্ট ট্রাক কোর্ট করতে চেয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুমতি দেননি ৷ সোমবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে এভাবেই রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় আইন, তথ্যপ্রযুক্তি ও টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ৷

4.জীবনের থেকেও বড় প্রচারের অধিকার? বিজেপি-কমিশনকে তোপ মহুয়ার

কোভিড পরিস্থিতিতেও ভোটের দফা না-কমানোয় নির্বাচন কমিশনকে ফের একহাত নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ ভোটারদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে বিজেপি কী ভাবে প্রচার চালিয়ে যাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷

5.দিল্লিতে 6 দিনের লকডাউন: কোনটা খোলা, কোনটা বন্ধ ?

কোভিড মোকাবিলায় আজ রাত থেকে আগামী সোমবার ভোর 5টা পর্যন্ত দিল্লিতে লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ কথা ঘোষণা করেছেন ৷ লকডাউনের সময় মানুষের সম্পূর্ণ যত্ন সরকার নেবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

6.রেমডেসিভির, অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে নজরদারির সিদ্ধান্ত কেজরিওয়াল সরকারের

রেমডেসিভির এবং অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে নজরদারির সিদ্ধান্ত কেজরিওয়াল সরকারের ৷ দেশের রাজধানীতে দাপুটে ব্য়াটিং করছে কোভিড ভাইরাস ৷ রোগীদের চিকিৎসার জন্য চাহিদা বাড়ছে মেডিক্য়াল অক্সিজেন ও জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের ৷ অথচ জোগান সেই তুলনায় কম বলে দাবি অরবিন্দ কেজরিওয়ালের ৷ এবার তাই এই দু’টি সামগ্রীর উৎপাদন ও সরবরাহের উপর সরাসরি নজরদারির সিদ্ধান্ত নিল আপ সরকার ৷

7.দাঁত-নখ বের করছে করোনা, 2 হাজার বেডের সেফ হোম ঘোষণা ফিরহাদের

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে ৷ আজও দৈনিক সংক্রমণ দুই লাখের উপরে ৷ রাজ্যেও নতুন করে দাঁত-নখ বের করতে শুরু করেছে করোনা ৷ এই পরিস্থিতিতে আজ জরুরিকালীন বৈঠক সারলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরও বেশ কিছু কোয়ারান্টিন সেন্টার ও সেফ হোম তৈরি করা হবে রাজ্যে ৷

8.রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে নাড্ডার রোড শো

সোমবার রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জে রোড শো করলেন জেপি নাড্ডা ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও ৷ এদিন সুসজ্জিত গাড়িতে কলেজপাড়া থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত রোড শো হওয়ার কথা থাকলেও শহরের বিবিডি মোড় পর্যন্ত হয় ৷

9.2 সন্তানের পর এবার নিজেও কোভিডে আক্রান্ত সমীরা রেড্ডি

প্রথমে তাঁর দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ এ বার কোভিড রিপোর্ট পজ়িটিভ এল অভিনেত্রী সমীরা রেড্ডির ৷ তাঁরা বাড়িতে কোয়ারানটিনে আছেন ৷

10.সৌভ্রাতৃত্বের নয়া উদাহরণ, রশিদদের সঙ্গে রমজানের উপবাস করলেন ওয়ার্নার ও উইলিয়ামসন

রমজানের উপবাস রেখে কী বললেন ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন? ডেভিড বলছেন, তিনি প্রচণ্ড তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ৷ ভিডিয়োতে ডেভিড ওয়ার্নার বলেন, ‘‘ভাল ৷ আমি খুব তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ৷ আমার মুখ শুকিয়ে গেছে ৷ এটা সত্যিই খুব কঠিন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.