ETV Bharat / state

টপ নিউজ @ সন্ধ্যা 5 টা - top news @ 5 pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ @ সন্ধ্যা 5 টা
টপ নিউজ @ সন্ধ্যা 5 টা
author img

By

Published : Feb 25, 2021, 5:15 PM IST

1.সোশাল মিডিয়া, ডিজিটাল প্ল্য়াটফর্মে নজরদারি; নয়া নির্দেশিকা কেন্দ্রের

এবার সোশাল মিডিয়া ও ডিজিটাল প্ল্য়াটফর্মের উপরেও রাশ টানল কেন্দ্রের মোদি সরকার ৷ ঘোষিত হল নয়া নির্দেশিকা ৷ কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর দাবি, ইন্টারনেট ব্য়বহারকারীদের আরও শক্তিশালী করতেই নজরদারির ব্যবস্থা করেছে সরকার ৷ যদিও তাতে ব্য়ক্তির গোপনীয়তা রক্ষার মতো বিষয়গুলি যে উপেক্ষিত হতে চলেছে, তা একপ্রকার স্পষ্ট ৷

2.পামেলার ফোন রেকর্ডে কোকেন কারবারের সূত্র !

কোকেন কাণ্ডের তদন্তে কোমর বেঁধেছে লালবাজারের নারকোটিক্স সেল ৷ পামেলাকে আগেই গ্রেফতার করা হয়েছিল ৷ পুলিশের জালে উঠেছেন বিজেপি নেতা রাকেশ সিংও ৷ সূত্রের খবর, দুই অভিযুক্তকে হেফাজতে নিয়েই মুখোমুখি বসিয়ে জেরা শুরু করেছেন গোয়েন্দারা ৷ মিলছে বিস্ফোরক সব তথ্য ৷ পাশাপাশি, পামেলার ফোনে পাওয়া কথোপকথনের রেকর্ড থেকেও মিলেছে কোকেন কারবারের নানা সূত্র ৷

3.ই-স্কুটারে রাজপথে প্রতিবাদী মমতা, কটাক্ষ বিরোধীদের

একদিকে যখন রাজপথে ই-স্কুটারে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীরা ৷ প্রতিবাদের সুর আরও বাড়বে, বললেন মমতা ৷

4."বাংলায় মোদি-শাহ সভা করবে, আমি করব না !" "দ্বিচারি তৃণমূল"কে তোপ ওয়েইসির

হায়দরাবাদে সাংবাদিক সম্মেলনে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, লোকসভায় নাগরিকের অধিকার, বাক স্বাধীনতা নিয়ে হল্লা মাচায় তৃণমূল, রবীন্দ্রনাথের উদ্ধৃতি দেয়, আর আমাকে সভা করতে দিল না ৷ তৃণমূলের দ্বিচারিতা স্পষ্ট ৷

5.নীরব মোদিকে ভারতে প্রত্যার্পণের নির্দেশ ব্রিটেনের আদালতের

নীরব মোদিকে ভারতে প্রত্যার্পণের নির্দেশ দিল ব্রিটেনের আদালত ৷ ব্রিটেনের অন্তর্দেশীয় প্রত্যার্পণ সংক্রান্ত আদালতের বিচারক বলেন, নীরব মোদিকে ভারতে চলা মামলার উত্তর দিতে হবে ৷ সেই কারণেই তাঁকে ভারতে ফেরানোর নির্দেশ দেওয়া হল ৷ প্রত্যর্পণ মামলার শুনানিতে অংশগ্রহণেরও নির্দেশ দেন বিচারক ৷

6.সোনার বাংলা গড়তে জন-পরামর্শেই ইস্তাহার বানাবে বিজেপি

জনতার পরামর্শ নিয়েই ইস্তাহার বানাবে বিজেপি। কলকাতায় এসে নয়া কর্মসূচির সূচনা করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এই কর্মসূচির নাম 'লক্ষ্য সোনার বাংলা'।

7.মনীষীদের দর্শনেই সোনার বাংলা গড়ার ডাক নাড্ডার

বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে এখানে সপ্তম বেতন কমিশন চালু হবে।

8.ব্যাটিং বিপর্যয় ভারতের, প্রথম ইনিংস শেষ মাত্র 145 রানে

বনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের পর ব্যাটিং বিপর্যয় ভারতের ৷ প্রথম দিনে অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে 112 রানেই শেষ হয়ে গিয়েছিল ব্রিটিশদের ইনিংস ৷ আর দ্বিতীয় দিনে মাত্র 145 রানে শেষ ভারতের প্রথম ইনিংস ৷ একমাত্র সফল রোহিত শর্মা ৷

9.হিটম্যানের অর্ধশতরান, প্রথমদিনের শেষে মাত্র 13 রানে পিছিয়ে ভারত

দিনের শুরুতে বল হাতে দাপট দেখিয়েছিলেন অক্ষর-অশ্বিনরা ৷ এবার পালা ব্যাটসম্যানদের ৷ নব নামাঙ্কিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ইঙ্গিত দিচ্ছেন রোহিত শর্মা ৷ তাঁর অর্ধশতরানে প্রথমদিনের শেষে 99 রান তুলেছে ভারত ৷ খুইয়েছে তিনটি উইকেট ৷ ক্রিজে জমে যাওয়া বিরাট কোহলিকে ফেরালেও হিটম্যানের ব্যাটে প্রথম ইনিংসে বড় রানের আশা করছে ভারত ৷ সঙ্গে রয়েছেন অজিঙ্ক রাহানে ৷

10.ক্যানসার আক্রান্ত পরিবারের সদস্য, দম বন্ধ হয়ে যাচ্ছে মিমির..

মিমি চক্রবর্তীর পরিবারের অন্যতম দুই সদস্য চিকু আর ম্যাক্স । এই চারপেয়ে পোষ্যদের নিজের সন্তানের মতো করে পালন করেন মিমি । তবে সম্প্রতি জানা গেছে যে, ক্যানসারে আক্রান্ত চিকু । খবরটি পেয়ে একেবারে ভেঙে পড়েছেন অভিনেত্রী । সোশাল মিডিয়ায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।

1.সোশাল মিডিয়া, ডিজিটাল প্ল্য়াটফর্মে নজরদারি; নয়া নির্দেশিকা কেন্দ্রের

এবার সোশাল মিডিয়া ও ডিজিটাল প্ল্য়াটফর্মের উপরেও রাশ টানল কেন্দ্রের মোদি সরকার ৷ ঘোষিত হল নয়া নির্দেশিকা ৷ কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর দাবি, ইন্টারনেট ব্য়বহারকারীদের আরও শক্তিশালী করতেই নজরদারির ব্যবস্থা করেছে সরকার ৷ যদিও তাতে ব্য়ক্তির গোপনীয়তা রক্ষার মতো বিষয়গুলি যে উপেক্ষিত হতে চলেছে, তা একপ্রকার স্পষ্ট ৷

2.পামেলার ফোন রেকর্ডে কোকেন কারবারের সূত্র !

কোকেন কাণ্ডের তদন্তে কোমর বেঁধেছে লালবাজারের নারকোটিক্স সেল ৷ পামেলাকে আগেই গ্রেফতার করা হয়েছিল ৷ পুলিশের জালে উঠেছেন বিজেপি নেতা রাকেশ সিংও ৷ সূত্রের খবর, দুই অভিযুক্তকে হেফাজতে নিয়েই মুখোমুখি বসিয়ে জেরা শুরু করেছেন গোয়েন্দারা ৷ মিলছে বিস্ফোরক সব তথ্য ৷ পাশাপাশি, পামেলার ফোনে পাওয়া কথোপকথনের রেকর্ড থেকেও মিলেছে কোকেন কারবারের নানা সূত্র ৷

3.ই-স্কুটারে রাজপথে প্রতিবাদী মমতা, কটাক্ষ বিরোধীদের

একদিকে যখন রাজপথে ই-স্কুটারে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীরা ৷ প্রতিবাদের সুর আরও বাড়বে, বললেন মমতা ৷

4."বাংলায় মোদি-শাহ সভা করবে, আমি করব না !" "দ্বিচারি তৃণমূল"কে তোপ ওয়েইসির

হায়দরাবাদে সাংবাদিক সম্মেলনে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, লোকসভায় নাগরিকের অধিকার, বাক স্বাধীনতা নিয়ে হল্লা মাচায় তৃণমূল, রবীন্দ্রনাথের উদ্ধৃতি দেয়, আর আমাকে সভা করতে দিল না ৷ তৃণমূলের দ্বিচারিতা স্পষ্ট ৷

5.নীরব মোদিকে ভারতে প্রত্যার্পণের নির্দেশ ব্রিটেনের আদালতের

নীরব মোদিকে ভারতে প্রত্যার্পণের নির্দেশ দিল ব্রিটেনের আদালত ৷ ব্রিটেনের অন্তর্দেশীয় প্রত্যার্পণ সংক্রান্ত আদালতের বিচারক বলেন, নীরব মোদিকে ভারতে চলা মামলার উত্তর দিতে হবে ৷ সেই কারণেই তাঁকে ভারতে ফেরানোর নির্দেশ দেওয়া হল ৷ প্রত্যর্পণ মামলার শুনানিতে অংশগ্রহণেরও নির্দেশ দেন বিচারক ৷

6.সোনার বাংলা গড়তে জন-পরামর্শেই ইস্তাহার বানাবে বিজেপি

জনতার পরামর্শ নিয়েই ইস্তাহার বানাবে বিজেপি। কলকাতায় এসে নয়া কর্মসূচির সূচনা করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এই কর্মসূচির নাম 'লক্ষ্য সোনার বাংলা'।

7.মনীষীদের দর্শনেই সোনার বাংলা গড়ার ডাক নাড্ডার

বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে এখানে সপ্তম বেতন কমিশন চালু হবে।

8.ব্যাটিং বিপর্যয় ভারতের, প্রথম ইনিংস শেষ মাত্র 145 রানে

বনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের পর ব্যাটিং বিপর্যয় ভারতের ৷ প্রথম দিনে অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে 112 রানেই শেষ হয়ে গিয়েছিল ব্রিটিশদের ইনিংস ৷ আর দ্বিতীয় দিনে মাত্র 145 রানে শেষ ভারতের প্রথম ইনিংস ৷ একমাত্র সফল রোহিত শর্মা ৷

9.হিটম্যানের অর্ধশতরান, প্রথমদিনের শেষে মাত্র 13 রানে পিছিয়ে ভারত

দিনের শুরুতে বল হাতে দাপট দেখিয়েছিলেন অক্ষর-অশ্বিনরা ৷ এবার পালা ব্যাটসম্যানদের ৷ নব নামাঙ্কিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ইঙ্গিত দিচ্ছেন রোহিত শর্মা ৷ তাঁর অর্ধশতরানে প্রথমদিনের শেষে 99 রান তুলেছে ভারত ৷ খুইয়েছে তিনটি উইকেট ৷ ক্রিজে জমে যাওয়া বিরাট কোহলিকে ফেরালেও হিটম্যানের ব্যাটে প্রথম ইনিংসে বড় রানের আশা করছে ভারত ৷ সঙ্গে রয়েছেন অজিঙ্ক রাহানে ৷

10.ক্যানসার আক্রান্ত পরিবারের সদস্য, দম বন্ধ হয়ে যাচ্ছে মিমির..

মিমি চক্রবর্তীর পরিবারের অন্যতম দুই সদস্য চিকু আর ম্যাক্স । এই চারপেয়ে পোষ্যদের নিজের সন্তানের মতো করে পালন করেন মিমি । তবে সম্প্রতি জানা গেছে যে, ক্যানসারে আক্রান্ত চিকু । খবরটি পেয়ে একেবারে ভেঙে পড়েছেন অভিনেত্রী । সোশাল মিডিয়ায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.