ETV Bharat / state

টপ নিউজ় @ বিকাল 5 টা - টপ নিউজ় @ বিকাল 5 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Jul 20, 2020, 5:11 PM IST

  1. হায়দরাবাদ NIMS-এ শুরু মানবদেহে কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ

যাঁদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাঁদের শরীরে অ্যান্টিবডি গঠিত হচ্ছে কি না, বা অ্যান্টিবডি তৈরি হতে কতটা সময় লাগছে তা দেখা হবে । পাশাপাশি, ওই অ্যান্টিবডি কতক্ষণ স্থায়ী থাকছে, সেই দিকেও নজর রাখা হবে ৷

2. চোপড়া সমাজবিরোধীদের আখড়া, সব জেনেও চুপ সরকার : দিলীপ

চোপড়ায় কিশোরীর মৃত্যু নিয়ে সরব BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ তিনি বলেন, ‘‘চোপড়াতে লাগাতার এসব ঘটে চলেছে । দু’বছর আগে আমাদের একজন কর্মী খুন হয়েছে । কংগ্রেসের কর্মী গতবছর খুন হয়েছে । সমস্ত সমাজবিরোধী এবং দেশ বিরোধীরা ওখানে ঘাঁটি গেড়েছে ।

3. চোপড়ার দুটি খুনই BJP আশ্রিত দুষ্কৃতীরা করেছে : তৃণমূল বিধায়ক

BJP-র দুষ্কৃতীরাই চোপড়ার কিশোরী এবং আজ উদ্ধার হওয়া মৃত যুবককে খুন করেছে । বিস্ফোরক মন্তব্য স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ৷ রবিবার চোপড়ায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় ৷

4. চোপড়ায় BJP-র প্রতিনিধি দলকে আটকাল পুলিশ

চোপড়ায় BJP-র প্রতিনিধি দলের পথ আটকাল পুলিশ ৷ ক্ষোভপ্রকাশ করেন সাংসদ সুকান্ত মজুমদার সহ প্রতিনিধি দলের সদস্যরা ৷

5. রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু, সপ্তাহে দু'দিন সম্পূর্ণ লকডাউন

রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে । পরিস্থিতি সামাল দিতে সপ্তাহে দু'দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা রাজ্যে ।

6. বর্ষা ও শীতে বাড়তে পারে কোরোনার সংক্রমণ

বর্ষা ও শীতে বাড়তে পারে কোরোনার সংক্রমণ ৷ এই আশঙ্কা করছে IIT-AIIMS - এর বিশেষজ্ঞরা ৷ পরিস্থিতি হতে পারে আরও চ্যালেঞ্জিং ৷

7. ''কোরোনাকে ভয় করলে মৃতদেহগুলির কী হবে''

মুর্শিদাবাদে ছোটো-বড় মিলিয়ে প্রায় 4 হাজার কবরস্থান রয়েছে ৷ যেখানে কাজ করেন কম-বেশি 12 হাজার কবর খননকারী ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, PPE কিট পরে কাজ করা উচিত ৷ কিন্তু, কবর খননকারীদের বেশিরভাগজনই PPE পরে কাজ করছেন না বলে অভিযোগ ৷

8. শ্রাবণেও দিঘার সমুদ্রে ইলিশে খরা

গত বছরের মতো এবারও দিঘায় সেভাবে দেখা নেই ইলিশের ৷ দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বৃষ্টি হয়নি ৷ তাই দেখা মিলছে না ইলিশেরও ৷ জালে ইলিশ না ওঠার জন্য আবহাওয়ার খামখেয়ালিপনাকেই দুষছেন মৎস্যজীবীরা ৷ ইলিশ সেভাবে না ওঠায় ক্ষতি হচ্ছে ৷ ফলে মাথায় হাত মৎসজীবীদের ৷

9. চোপড়ার অকুস্থলের অদূরে উদ্ধার ফিরোজ আলির দেহ ?

ধ্যমিক উত্তীর্ণ কিশোরীর দেহ যেখানে উদ্ধার হয়েছিল সেখান থেকে 50 মিটারের মধ্যে আজ এক যুবকের দেহ উদ্ধার হয় । ওই দেহ ফিরোজ আলির বলে স্থানীয় সূত্রে জানা গেছে । যার বিরুদ্ধে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ তুলেছিল BJP ।

10. নবান্নের নির্দেশে কাজ করছে পুলিশ : সুকান্ত মজুমদার

আজ চোপড়ায় BJP প্রতিনিধি দলের পথ আটকায় পুলিশ ৷ এই প্রসঙ্গে বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "পুলিশ-প্রশাসনের যোগ্যতা নেই । অপদার্থ পুলিশ-প্রশাসন । BJP রাজ্য নেতৃত্ব এলাকায় যেতে চায় । কিন্তু পুলিশ বলছে তারা নাকি নিরাপত্তা দিতে পারবে না । অপদার্থ পুলিশ প্রশাসন ।

  1. হায়দরাবাদ NIMS-এ শুরু মানবদেহে কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ

যাঁদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাঁদের শরীরে অ্যান্টিবডি গঠিত হচ্ছে কি না, বা অ্যান্টিবডি তৈরি হতে কতটা সময় লাগছে তা দেখা হবে । পাশাপাশি, ওই অ্যান্টিবডি কতক্ষণ স্থায়ী থাকছে, সেই দিকেও নজর রাখা হবে ৷

2. চোপড়া সমাজবিরোধীদের আখড়া, সব জেনেও চুপ সরকার : দিলীপ

চোপড়ায় কিশোরীর মৃত্যু নিয়ে সরব BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ তিনি বলেন, ‘‘চোপড়াতে লাগাতার এসব ঘটে চলেছে । দু’বছর আগে আমাদের একজন কর্মী খুন হয়েছে । কংগ্রেসের কর্মী গতবছর খুন হয়েছে । সমস্ত সমাজবিরোধী এবং দেশ বিরোধীরা ওখানে ঘাঁটি গেড়েছে ।

3. চোপড়ার দুটি খুনই BJP আশ্রিত দুষ্কৃতীরা করেছে : তৃণমূল বিধায়ক

BJP-র দুষ্কৃতীরাই চোপড়ার কিশোরী এবং আজ উদ্ধার হওয়া মৃত যুবককে খুন করেছে । বিস্ফোরক মন্তব্য স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ৷ রবিবার চোপড়ায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় ৷

4. চোপড়ায় BJP-র প্রতিনিধি দলকে আটকাল পুলিশ

চোপড়ায় BJP-র প্রতিনিধি দলের পথ আটকাল পুলিশ ৷ ক্ষোভপ্রকাশ করেন সাংসদ সুকান্ত মজুমদার সহ প্রতিনিধি দলের সদস্যরা ৷

5. রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু, সপ্তাহে দু'দিন সম্পূর্ণ লকডাউন

রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে । পরিস্থিতি সামাল দিতে সপ্তাহে দু'দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা রাজ্যে ।

6. বর্ষা ও শীতে বাড়তে পারে কোরোনার সংক্রমণ

বর্ষা ও শীতে বাড়তে পারে কোরোনার সংক্রমণ ৷ এই আশঙ্কা করছে IIT-AIIMS - এর বিশেষজ্ঞরা ৷ পরিস্থিতি হতে পারে আরও চ্যালেঞ্জিং ৷

7. ''কোরোনাকে ভয় করলে মৃতদেহগুলির কী হবে''

মুর্শিদাবাদে ছোটো-বড় মিলিয়ে প্রায় 4 হাজার কবরস্থান রয়েছে ৷ যেখানে কাজ করেন কম-বেশি 12 হাজার কবর খননকারী ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, PPE কিট পরে কাজ করা উচিত ৷ কিন্তু, কবর খননকারীদের বেশিরভাগজনই PPE পরে কাজ করছেন না বলে অভিযোগ ৷

8. শ্রাবণেও দিঘার সমুদ্রে ইলিশে খরা

গত বছরের মতো এবারও দিঘায় সেভাবে দেখা নেই ইলিশের ৷ দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বৃষ্টি হয়নি ৷ তাই দেখা মিলছে না ইলিশেরও ৷ জালে ইলিশ না ওঠার জন্য আবহাওয়ার খামখেয়ালিপনাকেই দুষছেন মৎস্যজীবীরা ৷ ইলিশ সেভাবে না ওঠায় ক্ষতি হচ্ছে ৷ ফলে মাথায় হাত মৎসজীবীদের ৷

9. চোপড়ার অকুস্থলের অদূরে উদ্ধার ফিরোজ আলির দেহ ?

ধ্যমিক উত্তীর্ণ কিশোরীর দেহ যেখানে উদ্ধার হয়েছিল সেখান থেকে 50 মিটারের মধ্যে আজ এক যুবকের দেহ উদ্ধার হয় । ওই দেহ ফিরোজ আলির বলে স্থানীয় সূত্রে জানা গেছে । যার বিরুদ্ধে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ তুলেছিল BJP ।

10. নবান্নের নির্দেশে কাজ করছে পুলিশ : সুকান্ত মজুমদার

আজ চোপড়ায় BJP প্রতিনিধি দলের পথ আটকায় পুলিশ ৷ এই প্রসঙ্গে বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "পুলিশ-প্রশাসনের যোগ্যতা নেই । অপদার্থ পুলিশ-প্রশাসন । BJP রাজ্য নেতৃত্ব এলাকায় যেতে চায় । কিন্তু পুলিশ বলছে তারা নাকি নিরাপত্তা দিতে পারবে না । অপদার্থ পুলিশ প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.