ETV Bharat / state

টপ নিউজ় @ বিকেল 4 টে - 1 জুনের টপ নিউজ় @ বিকেল 4 টে

দেশবাসীর উদ্দেশে মোদির বার্তা থেকে শুরু করে ট্রাম্পের আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়া । কেরালায় বর্ষার আগমন থেকে গুজরাত ও মহারাষ্ট্রে ঘূর্ণিঝড়ের সতর্কতা । একনজরে দেখে নিন বিকেল 4 টের সেরা দশ খবর ।

top news 4
টপ নিউজ় @ 4
author img

By

Published : Jun 1, 2020, 4:00 PM IST

1. ভাইরাস অদৃশ্য শত্রু, তবে কোরোনা যোদ্ধারা অপরাজেয় : মোদি

আজ সকালে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা যোদ্ধাদের বিরুদ্ধে হিংস্রতা, গালিগালাজ, খারাপ ব্যবহার মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি ।

2. কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভ অব্যাহত অ্যামেরিকায়, ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে ঢোকাল হোয়াইট হাউজ়

কৃষ্ণাঙ্গ বন্দী হত্যায় উত্তাল অ্যামেরিকা । এই ইশুতেই ওয়াশিংটনে হোয়াইট হাউজ়ের সামনে শুক্রবার রাতে ভিড় জমাতে শুরু করেন বিক্ষোভকারীরা । তারপরই বিক্ষোভ থেকে সুরক্ষিত রাখতে অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে ঢোকায় হোয়াইট হাউজ় । সেখানে তাঁর স্ত্রী ও ছেলেকেও রাখা হয় । প্রায় এক ঘণ্টা মতো সেখানে তাঁরা ছিলেন ।

3. কেরালায় শুরু দক্ষিণ-পশ্চিম বর্ষার প্রথম বৃষ্টি

দক্ষিণ-পশ্চিম বর্ষা শুরু হল কেরালায় । চারমাসের এই বর্ষাকালে দেশের বৃষ্টিপাতের 75 শতাংশ বৃষ্টি হয় ।

4. অনুপ্রবেশ রুখে 3 পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করল সেনা

নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে নিকেশ তিন জঙ্গি । আরও কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সেনা ।

5. 72 দিন পর শুরু দূরপাল্লার রেল পরিষেবা

টানা ৭২ দিন বন্ধ থাকার পর অবশেষে সোমবার থেকে চালু হল দূরপাল্লার রেলের যাত্রী পরিষেবা । কিছুদিন আগেই এই নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছিল ভারতীয় রেল । সেই নির্দেশিকা মাফিক আজ থেকে সেই বেশ কিছু দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে ।

6. ফের কলকাতায় চালু হল ভেসেল পরিষেবা

আজ থেকে দেশে শুরু হয়েছে রেল পরিষেবা । পাশাপাশি কলকাতায় শুরু হল জেটি পরিষেবা । সকাল আটটায় হাওড়া জেটি ঘাট থেকে প্রথম লঞ্চ ছাড়ে । দীর্ঘদিন পরে যাত্রী পরিষেবা শুরু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা ।

7.গুজরাত ও মহারাষ্ট্র উপকূলে ঘূর্ণিঝড়ের সর্তকতা জারি মৌসম ভবনের

ঘূর্ণিঝড় নিস্বর্গ 3 জুন গুজরাট ও মহারাষ্ট্র উপকূল আছড়ে পড়বে বলে জানিয়েছে মৌসম ভবন । স্থলভাগের আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ সর্বোচ্চ 117 কিলোমিটার থাকবে ।

8. কেরালায় প্রথম মহিলা DGP আর শ্রীলেখা

কেরালার প্রথম মহিলা হিসেবে DGP পদে যোগ দিলেন আর শ্রীলেখা । দমকল ও ত্রাণ বিভাগের দায়িত্ব নিলেন তিনি । আজ তিরুবনন্তপুরমে দমকলের হেডকোয়ার্টারে তাঁঁর হাতে দায়িত্ব তুলে দেন এ হেমচন্দ্রন ।

9. টোকিয়ো অলিম্পিক নিয়ে আত্মবিশ্বাসী ব্যাডমিন্টন তারকা চিরাগ শেট্টি

বেশ কয়েকবছরে দেশের উঠতি ব্যাডমিন্টন তারকা হিসেবে উঠে এসেছেন চিরাগ শেট্টি ৷ 22 বছরের এই ডাবলস খেলোয়াড় ইতিমধ্যেই কমনওয়েলথে জোড়া পদক জিতেছেন ৷ সাত্বিকরাজ রেড্ডির সঙ্গে জুটি বেঁধে টোকিয়ো অলিম্পিকেও জায়গা করে নিতে আত্মবিশ্বাসী মুম্বইয়ের শাটলার ৷ অলিম্পিক স্বপ্ন থেকে কোর্টে সাত্বিকরাজের সঙ্গে তাঁর রসায়ন, সব নিয়ে ETV ভারতের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চিরাগ শেট্টি ৷

10. "ওয়াজিদ ভাইয়ের হাসিটা ভুলতে পারব না"

ওয়াজিদ খানের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে । কেউ মেনে নিতে পারছেন না এই জনপ্রিয় সুরকার-গায়কের অপ্রত্যাশিত মৃত্যু । সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ সেলেব্রিটিদের ।

1. ভাইরাস অদৃশ্য শত্রু, তবে কোরোনা যোদ্ধারা অপরাজেয় : মোদি

আজ সকালে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা যোদ্ধাদের বিরুদ্ধে হিংস্রতা, গালিগালাজ, খারাপ ব্যবহার মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি ।

2. কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভ অব্যাহত অ্যামেরিকায়, ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে ঢোকাল হোয়াইট হাউজ়

কৃষ্ণাঙ্গ বন্দী হত্যায় উত্তাল অ্যামেরিকা । এই ইশুতেই ওয়াশিংটনে হোয়াইট হাউজ়ের সামনে শুক্রবার রাতে ভিড় জমাতে শুরু করেন বিক্ষোভকারীরা । তারপরই বিক্ষোভ থেকে সুরক্ষিত রাখতে অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে ঢোকায় হোয়াইট হাউজ় । সেখানে তাঁর স্ত্রী ও ছেলেকেও রাখা হয় । প্রায় এক ঘণ্টা মতো সেখানে তাঁরা ছিলেন ।

3. কেরালায় শুরু দক্ষিণ-পশ্চিম বর্ষার প্রথম বৃষ্টি

দক্ষিণ-পশ্চিম বর্ষা শুরু হল কেরালায় । চারমাসের এই বর্ষাকালে দেশের বৃষ্টিপাতের 75 শতাংশ বৃষ্টি হয় ।

4. অনুপ্রবেশ রুখে 3 পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করল সেনা

নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে নিকেশ তিন জঙ্গি । আরও কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সেনা ।

5. 72 দিন পর শুরু দূরপাল্লার রেল পরিষেবা

টানা ৭২ দিন বন্ধ থাকার পর অবশেষে সোমবার থেকে চালু হল দূরপাল্লার রেলের যাত্রী পরিষেবা । কিছুদিন আগেই এই নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছিল ভারতীয় রেল । সেই নির্দেশিকা মাফিক আজ থেকে সেই বেশ কিছু দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে ।

6. ফের কলকাতায় চালু হল ভেসেল পরিষেবা

আজ থেকে দেশে শুরু হয়েছে রেল পরিষেবা । পাশাপাশি কলকাতায় শুরু হল জেটি পরিষেবা । সকাল আটটায় হাওড়া জেটি ঘাট থেকে প্রথম লঞ্চ ছাড়ে । দীর্ঘদিন পরে যাত্রী পরিষেবা শুরু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা ।

7.গুজরাত ও মহারাষ্ট্র উপকূলে ঘূর্ণিঝড়ের সর্তকতা জারি মৌসম ভবনের

ঘূর্ণিঝড় নিস্বর্গ 3 জুন গুজরাট ও মহারাষ্ট্র উপকূল আছড়ে পড়বে বলে জানিয়েছে মৌসম ভবন । স্থলভাগের আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ সর্বোচ্চ 117 কিলোমিটার থাকবে ।

8. কেরালায় প্রথম মহিলা DGP আর শ্রীলেখা

কেরালার প্রথম মহিলা হিসেবে DGP পদে যোগ দিলেন আর শ্রীলেখা । দমকল ও ত্রাণ বিভাগের দায়িত্ব নিলেন তিনি । আজ তিরুবনন্তপুরমে দমকলের হেডকোয়ার্টারে তাঁঁর হাতে দায়িত্ব তুলে দেন এ হেমচন্দ্রন ।

9. টোকিয়ো অলিম্পিক নিয়ে আত্মবিশ্বাসী ব্যাডমিন্টন তারকা চিরাগ শেট্টি

বেশ কয়েকবছরে দেশের উঠতি ব্যাডমিন্টন তারকা হিসেবে উঠে এসেছেন চিরাগ শেট্টি ৷ 22 বছরের এই ডাবলস খেলোয়াড় ইতিমধ্যেই কমনওয়েলথে জোড়া পদক জিতেছেন ৷ সাত্বিকরাজ রেড্ডির সঙ্গে জুটি বেঁধে টোকিয়ো অলিম্পিকেও জায়গা করে নিতে আত্মবিশ্বাসী মুম্বইয়ের শাটলার ৷ অলিম্পিক স্বপ্ন থেকে কোর্টে সাত্বিকরাজের সঙ্গে তাঁর রসায়ন, সব নিয়ে ETV ভারতের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চিরাগ শেট্টি ৷

10. "ওয়াজিদ ভাইয়ের হাসিটা ভুলতে পারব না"

ওয়াজিদ খানের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে । কেউ মেনে নিতে পারছেন না এই জনপ্রিয় সুরকার-গায়কের অপ্রত্যাশিত মৃত্যু । সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ সেলেব্রিটিদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.