ETV Bharat / state

টপ নিউজ়@ দুপুর 3 টে - টপ নিউজ়@ দুপুর 3 টে

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 3pm
top news @ 3pm
author img

By

Published : Aug 13, 2020, 3:00 PM IST

1. সৎ করদাতাদের "ভয়মুক্ত" করতে কর সংস্কার

যাঁরা সঠিক সময় কর প্রদান করে দেশের অগ্রগতিতে সাহায্য করেন তাঁদের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগ 'সৎ করদাতাদের সম্মান, স্বচ্ছ কর ব্যবস্থা' । অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

2. "চিকিৎসায় ধীরে সাড়া দিচ্ছেন বাবা", টুইট প্রণবপুত্রর

চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব মুখোপাধ্যায় ৷ টুইটে জানালেন তাঁর ছেলে ৷


3."বাবা জীবিত, ভুয়ো খবর ছড়াবেন না", ক্ষুব্ধ প্রণব পুত্র-কন্যা

প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে প্রচার চলছিল । এর বিরুদ্ধেই তীব্র প্রতিক্রিয়া জানালেন তাঁর ছেলে ও মেয়ে ।


4.কমলা হ্যারিস, এক দক্ষিণ এশীয় অ্যামেরিকান অভিবাসী স্বপ্ন

মনে করা হচ্ছে ট্রাম্পের বর্ণবাদ, পুরুষ প্রধান মানসিকতা, আইন— সব ক্ষেত্রেই বিতর্কে হ্যারিস তাঁকে কড়া লড়াই দেবেন । এই মুহূর্তে অবশ্য কমলা হ্যারিসের অ্যামেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন, যা তিনি 2019 সালে মার্টিন লুথার কিংয়ের জন্মদিনে ঘোষণা করেছিলেন, সফল হতে সময় লাগবে । কিন্তু নতুন ইতিহাস তৈরি হতেই পারে ।


5. ব্রিটেনে প্রতারণার পর্দা ফাঁস, জাতীয় স্তরে সাইবার ক্রাইম ব্রাঞ্চের জয়জয়কার

রাজ্যের সাত পুলিশ আধিকারিককে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিশেষ সম্মান জানানো হচ্ছে এবছর । তার মধ্যে দুই আধিকারিক কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চে কর্মরত । তার মধ্যে এক আধিকারিকের কাজের প্রশংসা করেছে খোদ লন্ডন পুলিশ ।

6.একদিনে রেকর্ড সংক্রমণ, দেশের মোট কোরোনা আক্রান্ত 24 লাখের দোরগোড়ায়

একদিনে দেশে আক্রান্ত হয়েছেন 66 হাজার 999 জন । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 23 লাখ 96 হাজার 638 ।


7.কোরোনা আক্রান্ত রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি

আক্রান্ত হলেন রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি ৷ তাঁর মেদান্ত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷


8.রাজনৈতিক চাপে পড়ে সুশান্ত মামলায় কোনও FIR দায়ের করেনি মুম্বই পুলিশ

সুপ্রিম কোর্টকে এমনই জানাল বিহার পুলিশ । জানাল যে, না তো মুম্বই পুলিশ কোনও FIR দায়ের করেছে, না বিহার পুলিশকে কোনওরকম সহযোগিতা করেছে ।


9.বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় পরিচালক-প্রযোজকরা, আশা হারাননি অনিরুদ্ধ-অনিন্দ্যরা

OTT প্ল্যাটফর্ম নাকি সিনেমা হল..এই নিয়ে চলছে বিস্তর আলোচনা । একটি ভার্চুয়াল সামিটে অংশগ্রহণ করে এই বিষয়গুলো নিয়ে নিজেদের মত প্রকাশ করলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরি, সংগীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ ।


10.আইলিগে খেলবে দিল্লির সুদেভা FC ও বিশাখাপটনমের শ্রীনিধি FC

বুধবার ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তর সভাপতিত্বে পদাধিকারীরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেছিলেন । সচিব কুশল দাস, আই লিগ CEO সুনন্দ ধর অংশ নেন। আবেদনপত্র খতিয়ে দেখার পর চলতি বছরে সুদেভা FC এবং আগামী মরসুমে শ্রীনিধি FC-র ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়।

1. সৎ করদাতাদের "ভয়মুক্ত" করতে কর সংস্কার

যাঁরা সঠিক সময় কর প্রদান করে দেশের অগ্রগতিতে সাহায্য করেন তাঁদের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগ 'সৎ করদাতাদের সম্মান, স্বচ্ছ কর ব্যবস্থা' । অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

2. "চিকিৎসায় ধীরে সাড়া দিচ্ছেন বাবা", টুইট প্রণবপুত্রর

চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব মুখোপাধ্যায় ৷ টুইটে জানালেন তাঁর ছেলে ৷


3."বাবা জীবিত, ভুয়ো খবর ছড়াবেন না", ক্ষুব্ধ প্রণব পুত্র-কন্যা

প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে প্রচার চলছিল । এর বিরুদ্ধেই তীব্র প্রতিক্রিয়া জানালেন তাঁর ছেলে ও মেয়ে ।


4.কমলা হ্যারিস, এক দক্ষিণ এশীয় অ্যামেরিকান অভিবাসী স্বপ্ন

মনে করা হচ্ছে ট্রাম্পের বর্ণবাদ, পুরুষ প্রধান মানসিকতা, আইন— সব ক্ষেত্রেই বিতর্কে হ্যারিস তাঁকে কড়া লড়াই দেবেন । এই মুহূর্তে অবশ্য কমলা হ্যারিসের অ্যামেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন, যা তিনি 2019 সালে মার্টিন লুথার কিংয়ের জন্মদিনে ঘোষণা করেছিলেন, সফল হতে সময় লাগবে । কিন্তু নতুন ইতিহাস তৈরি হতেই পারে ।


5. ব্রিটেনে প্রতারণার পর্দা ফাঁস, জাতীয় স্তরে সাইবার ক্রাইম ব্রাঞ্চের জয়জয়কার

রাজ্যের সাত পুলিশ আধিকারিককে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিশেষ সম্মান জানানো হচ্ছে এবছর । তার মধ্যে দুই আধিকারিক কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চে কর্মরত । তার মধ্যে এক আধিকারিকের কাজের প্রশংসা করেছে খোদ লন্ডন পুলিশ ।

6.একদিনে রেকর্ড সংক্রমণ, দেশের মোট কোরোনা আক্রান্ত 24 লাখের দোরগোড়ায়

একদিনে দেশে আক্রান্ত হয়েছেন 66 হাজার 999 জন । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 23 লাখ 96 হাজার 638 ।


7.কোরোনা আক্রান্ত রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি

আক্রান্ত হলেন রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি ৷ তাঁর মেদান্ত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷


8.রাজনৈতিক চাপে পড়ে সুশান্ত মামলায় কোনও FIR দায়ের করেনি মুম্বই পুলিশ

সুপ্রিম কোর্টকে এমনই জানাল বিহার পুলিশ । জানাল যে, না তো মুম্বই পুলিশ কোনও FIR দায়ের করেছে, না বিহার পুলিশকে কোনওরকম সহযোগিতা করেছে ।


9.বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় পরিচালক-প্রযোজকরা, আশা হারাননি অনিরুদ্ধ-অনিন্দ্যরা

OTT প্ল্যাটফর্ম নাকি সিনেমা হল..এই নিয়ে চলছে বিস্তর আলোচনা । একটি ভার্চুয়াল সামিটে অংশগ্রহণ করে এই বিষয়গুলো নিয়ে নিজেদের মত প্রকাশ করলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরি, সংগীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ ।


10.আইলিগে খেলবে দিল্লির সুদেভা FC ও বিশাখাপটনমের শ্রীনিধি FC

বুধবার ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তর সভাপতিত্বে পদাধিকারীরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেছিলেন । সচিব কুশল দাস, আই লিগ CEO সুনন্দ ধর অংশ নেন। আবেদনপত্র খতিয়ে দেখার পর চলতি বছরে সুদেভা FC এবং আগামী মরসুমে শ্রীনিধি FC-র ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.