ETV Bharat / state

টপ নিউজ়@ দুপুর 3 টে - টপ নিউজ়

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news
author img

By

Published : Aug 11, 2020, 3:09 PM IST

1. এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায়

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় । অস্ত্রোপচারের পরেও সংকটজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।


2. আক্রান্তের চারপাশের সবাইকে 72 ঘণ্টার মধ্যে পরীক্ষার নির্দেশ

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে । আনলকের তৃতীয় পর্যায়ে পরিকল্পনা মাফিক পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার । এই মুহূর্তে মোট 10টি রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত কেন্দ্র ।

3. দেশে সংক্রমিত 22 লাখের বেশি, সুস্থ হয়েছেন প্রায় 70 শতাংশই

24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 53 হাজার 601 । মোট আক্রান্তের সংখ্যা 22 লাখ ছাড়িয়েছে । সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ 39হাজার 929 । সুস্থের হার 69.80 শতাংশ । এবং মৃত্যুর হার 1.99 শতাংশ ।


4.লাইভ : দেশে কোরোনা আক্রান্তের গণ্ডি ছাড়াল 22 লাখ

বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও নিয়ন্ত্রণে নয় সংক্রমণ । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে । 24 ঘণ্টায় 53 হাজার 601জন সংক্রমিত হয়েছেন । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 22লাখ 68হাজার 676 ।

5. প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ কীর্ণাহারে

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অসুস্থ । তাঁর দ্রুত আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হচ্ছে বীরভূমের কীর্ণাহারের জপেশ্বর শিব মন্দিরে। তিন দিন চলবে এই যজ্ঞ ।


6.কোরোনা আবহে খারিফ চাষে সমস্যায় চাষিরা

ফলন ভালো হওয়া সত্ত্বেও লাভের মুখ দেখতে পাওয়া যাবে কি না সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে চাষিদের । কারণ কোরোনা আতঙ্কের জেরে এই বছর পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না । একজন দু'জন পাওয়া গেলেও তাঁদের মজুরি আগের তুলনায় দ্বিগুণ ।


7. কোরোনা আতঙ্কে স্বাদ হারাচ্ছে বাংলার মিষ্টি !

বাংলা মানেই দূর্গাপুজো ও মিষ্টি ৷ এখানকার মিষ্টির সুনাম বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে রয়েছে ৷ কিন্তু কোরোনা আবহে ধাক্কা খেয়েছে চেনা সেই ছবি ৷ ক্ষতির মুখে বাংলার মিষ্টি শিল্প ৷


8.স্যুট-বুট-লুট সরকার কি গরিবদের দুঃখ বুঝবে ? টুইট রাহুলের

রাহুল গান্ধি বলেন , MGNREGA ও NYAY স্কিমগুলির বাস্তবায়ন করা প্রয়োজন ৷ দেশের দারিদ্র ও বেকারত্ব দূরীকরণে এই ক্লিমগুলি আনা প্রয়োজন ৷

9. OTT-ই কি বাংলা ছবির ভবিষ্যৎ ? পরিচালকদের মত

বাংলা ভাষায় প্রথম ছবি হিসেবে OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে SVF এন্টারটেইনমেন্টস প্রযোজিত ও জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত 'ডিটেকটিভ' ছবিটি । আগামী 14 অগাস্ট 'হইচই'তে মুক্তি পাবে ছবিটি । OTT-তে বাংলা ছবির মুক্তি নিয়ে মতানৈক্য রয়েছে বিভিন্ন পরিচালক-প্রযোজকদের ।

10.তিন বছরের চুক্তিতে ATK-মোহনবাগানে শেখ সাহিল

তিন বছরের চুক্তি নিয়ে ATK -মোহনবাগানে সই করলেন শেখ সাহিল ৷ দলে সুযোগ পেয়ে " স্বপ্ন পূরণ হয়েছে " বললেন তিনি ৷

1. এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায়

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় । অস্ত্রোপচারের পরেও সংকটজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।


2. আক্রান্তের চারপাশের সবাইকে 72 ঘণ্টার মধ্যে পরীক্ষার নির্দেশ

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে । আনলকের তৃতীয় পর্যায়ে পরিকল্পনা মাফিক পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার । এই মুহূর্তে মোট 10টি রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত কেন্দ্র ।

3. দেশে সংক্রমিত 22 লাখের বেশি, সুস্থ হয়েছেন প্রায় 70 শতাংশই

24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 53 হাজার 601 । মোট আক্রান্তের সংখ্যা 22 লাখ ছাড়িয়েছে । সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ 39হাজার 929 । সুস্থের হার 69.80 শতাংশ । এবং মৃত্যুর হার 1.99 শতাংশ ।


4.লাইভ : দেশে কোরোনা আক্রান্তের গণ্ডি ছাড়াল 22 লাখ

বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও নিয়ন্ত্রণে নয় সংক্রমণ । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে । 24 ঘণ্টায় 53 হাজার 601জন সংক্রমিত হয়েছেন । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 22লাখ 68হাজার 676 ।

5. প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ কীর্ণাহারে

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অসুস্থ । তাঁর দ্রুত আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হচ্ছে বীরভূমের কীর্ণাহারের জপেশ্বর শিব মন্দিরে। তিন দিন চলবে এই যজ্ঞ ।


6.কোরোনা আবহে খারিফ চাষে সমস্যায় চাষিরা

ফলন ভালো হওয়া সত্ত্বেও লাভের মুখ দেখতে পাওয়া যাবে কি না সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে চাষিদের । কারণ কোরোনা আতঙ্কের জেরে এই বছর পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না । একজন দু'জন পাওয়া গেলেও তাঁদের মজুরি আগের তুলনায় দ্বিগুণ ।


7. কোরোনা আতঙ্কে স্বাদ হারাচ্ছে বাংলার মিষ্টি !

বাংলা মানেই দূর্গাপুজো ও মিষ্টি ৷ এখানকার মিষ্টির সুনাম বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে রয়েছে ৷ কিন্তু কোরোনা আবহে ধাক্কা খেয়েছে চেনা সেই ছবি ৷ ক্ষতির মুখে বাংলার মিষ্টি শিল্প ৷


8.স্যুট-বুট-লুট সরকার কি গরিবদের দুঃখ বুঝবে ? টুইট রাহুলের

রাহুল গান্ধি বলেন , MGNREGA ও NYAY স্কিমগুলির বাস্তবায়ন করা প্রয়োজন ৷ দেশের দারিদ্র ও বেকারত্ব দূরীকরণে এই ক্লিমগুলি আনা প্রয়োজন ৷

9. OTT-ই কি বাংলা ছবির ভবিষ্যৎ ? পরিচালকদের মত

বাংলা ভাষায় প্রথম ছবি হিসেবে OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে SVF এন্টারটেইনমেন্টস প্রযোজিত ও জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত 'ডিটেকটিভ' ছবিটি । আগামী 14 অগাস্ট 'হইচই'তে মুক্তি পাবে ছবিটি । OTT-তে বাংলা ছবির মুক্তি নিয়ে মতানৈক্য রয়েছে বিভিন্ন পরিচালক-প্রযোজকদের ।

10.তিন বছরের চুক্তিতে ATK-মোহনবাগানে শেখ সাহিল

তিন বছরের চুক্তি নিয়ে ATK -মোহনবাগানে সই করলেন শেখ সাহিল ৷ দলে সুযোগ পেয়ে " স্বপ্ন পূরণ হয়েছে " বললেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.