1.আগামী 24 ঘণ্টায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে যশ : মৌসম ভবন
পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে যশ । দিঘা থেকে 630 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এটি অবস্থান করছে ৷
2.12 দিনে মৃত 50 হাজার, মোট মৃত্যু ছাড়াল 3 লাখ
দেশে করোনায় মৃতের সংখ্যা পঞ্চাশ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল 156 দিন ৷ সেখানে মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ মাত্র 12 দিনে সমসংখ্যক মানুষের প্রাণ নিল ৷
3.হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ, মাঝরাতে সুপ্রিম কোর্টে সিবিআই
মাঝরাতে অনলাইনে মামলা দায়ের করা হয় ৷ সেখানে আজকের বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি স্থগিত রাখার আবেদন জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
4.জামিন নাকি গৃহবন্দি ? আজ বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি
গত শুক্রবার চার নেতার জামিনের আবেদন নিয়ে মতানৈক্য দেখা দিয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ মুখোপাধ্যায়ের মধ্যে ৷
5.যশ মোকাবিলায় আজ বিশেষ বৈঠক লালবাজারে
বিশেষ বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র । একই সঙ্গে বৈঠকে কলকাতা পুলিশের নয়টি ডিভিশনের ডেপুটি কমিশনার সহ প্রত্যেক থানার ওসির উপস্থিত থাকার কথা ।
6.কৃষি আইন প্রত্যাহার নিয়ে ফের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান রাকেশ টিকায়েত
গত বছরের নভেম্বর মাস থেকে রাজধানীর সীমানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজ্য কৃষকেরা ৷ কৃষি আইন প্রত্যাহার নিয়ে বহুবার বৈঠক হলেও কোনও রফাসূত্র মেলেনি ৷ ফের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন বিকেইউ নেতা রাকেশ টিকায়েত ৷ 26 মার্চ কৃষক আন্দোলনের ছ'মাস পূর্তিতে দেশজুড়ে পালিত হয়েছে কৃষি আন্দোলনের "কালো দিবস" ৷
7.আসছে যশ, রামনগরে বাঁধ নির্মাণ ; পর্যবেক্ষণে অখিল
রামনগর বিধানসভার তাজপুর, জলদা ও চাঁদপুর মৌজা সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত নিচু ৷ তাই সমুদ্র উত্তাল হলেই ভেসে যায় এই এই এলাকার বেশ কয়েকটি গ্রাম ৷ তাই সরকারের তরফ থেকে শেষ পর্যায়ে জোর কদমে বাঁধ তৈরির কাজ চলছে এই এলাকাগুলিতে ৷
8.যশ প্রস্তুতি খতিয়ে দেখতে আকাশপথে সুন্দরবন পরিদর্শন জেলাশাসকের
আকাশপথে পরিদর্শন করার সময়ে জেলাশাসক দেখেন, প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ ও গোসাবায় কয়েকটি নৌকা নদীতে রয়েছে । জেলাশাসকের নির্দেশে তৎক্ষণাৎ নৌকাসহ আটক করা হয় মৎস্যজীবীদের ৷
9.সংকটমোচন সোনু, জুনেই অন্ধ্রের 2 হাসপাতালে খুলছেন অক্সিজেন প্ল্যান্ট
আবারও সংকটমোচনের ভূমিকায় অভিনেতা সোনু সুদ ৷ তাঁর উদ্যোগে অন্ধ্রপ্রদেশের দুটি হাসপাতালে চালু হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট ৷
10.খেলাটাকে উপভোগ করছি, অবসরের ভাবনা নেই : রস টেলর
অবসরের কোনও ভাবনা নেই তাঁর ৷ স্পষ্ট জানিয়ে দিয়েছেন কিউয়ি এই ব্যাটসম্যান ৷