কলকাতা, 27 মে : শুক্রবার ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরিদর্শনের পর মুখ্য়মন্ত্রী সহ রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ কিন্তু, শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকতে পারেন শুভেন্দু ৷ সেক্ষেত্রে, মোদির বৈঠকে মমতার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে ৷ কারণ, সূত্রের খবর নবান্ন থেকে দিল্লিতে জানিয়ে দেওয়া হয়েছে যে বৈঠকে সম্ভবত উপস্থিত থাকছেন না মমতা ৷
ইতিমধ্যেই রাজ্য সরকারের থেকে যশের ক্ষয়ক্ষতি নিয়ে প্রাথমিক রিপোর্ট নিয়েছে কেন্দ্র ৷ সেই মতো আজ রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী ৷ কলাইকুন্ডায় বায়ুসেনার বিমান ঘাঁটিতে নামবে প্রধানমন্ত্রীর বিমান ৷ সেখানেই মুখ্যমন্ত্রী এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ৷ ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ হিসেবে রাজ্যকে 400 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ৷ এবার ক্ষয়ক্ষতির পরিমাণ বিচার করে পরবর্তী সাহায্য করা হবে বলেই জানা গিয়েছে ৷ তবে বৈঠকে মুখ্যমন্ত্রীর থাকা নিয়ে প্রশ্ন উঠছে ৷
অন্যদিকে, গতকাল নবান্নে যশের ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল ভৈঠক করেন মুখ্য়মন্ত্রী ৷ যে বৈঠকে সেচ দফতরের আধিকারিকদের উপর অসন্তোষ প্রকাশ করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ দিঘায় সেচ দফতরের তৈরি বাঁধ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে ৷ কেন ঢেউয়ের ধাক্কা সইতে পারল না নতুন তৈরি ওই বাঁধ, সেই প্রশ্ন তুলেছেন মুখ্য়মন্ত্রী ৷ পাশাপাশি সাগর, মন্দারমনি সহ বেশ কয়েকটি জায়গায় পাকা বাঁধ ভেঙে গিয়েছে ৷ তা নিয়েও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি ৷ দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনে গিয়ে প্রশাসনিক শীর্ষ এবং জেলা আধিকারিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন : জুলাই মাসে উচ্চমাধ্যমিক, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক