কলকাতা, ৮ ফেব্রুয়ারি : কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল বৃষ্টি হতে পারে। রবিবার থেকে আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সঙ্গে ফিরবে শীতের আমেজ। আজ ও আগামীকাল সিকিম ও দার্জিলিংয়ে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
পশ্চিমী ঝঞ্ঝার ফলে দিনের তাপমাত্রা অনেকটাই বাড়বে। সরস্বতী পুজোর ঠিক আগের দিন ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হালকা বৃষ্টি হতে পারে কলকাতায়। বৃষ্টির কারণে কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে।
আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে। বিহারসংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে পশ্চিমের জেলাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গেই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। রবিবার থেকে আকাশ পরিষ্কার হবে বলেও জানিয়েছেন তিনি।