কলকাতা, 14 জানুয়ারি: পূর্বাভাস মতোই জাঁকিয়ে শীত বঙ্গে । শনিবার ছিল রাজ্যে শীতলতম দিন । তাপমাত্রার পারদ নেমেছিল 12.6 ডিগ্রিতে । যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি কম । আজ রবিবারও পারদ নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে ৷
তবে সোমবার মকর সংক্রান্তিতে শীতের দাপট বাড়বে না কমবে, তা অবশ্য এখনই খোলসা করে বলতে পারেননি আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক সোমনাথ দত্ত । যদিও শনি ও রবির পারদ পতনের সঙ্গে সোমবারের যে খুব একটা পার্থক্য হবে না, তা স্পষ্ট ৷ তাই কেবল গঙ্গাসাগরগামী তীর্থযাত্রীরাই নন, সমগ্র রাজ্যের মানুষ এবার শীতের কামড় ভালোভাবে টের পেতে চলেছেন ।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের জেরে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । আপাতত রাজ্যের বাকি অংশে বৃষ্টির সম্ভাবনা নেই । প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে । মঙ্গলবার বৃষ্টি হতে পারে হিমালয়ের পাদদেশ সংলগ্ন অঞ্চলে । এছাড়া দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরেও এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া ও হুগলি জেলায় । বৃহস্পতিবারও একইরকমের বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের সমস্ত জেলায় । শুক্রবার বৃষ্টি হলেও তা সব জায়গায় হবে না ৷ ফলে সপ্তাহজুড়ে ঠান্ডা এবং বৃষ্টি প্রায় সমান্তরালভাবে চলবে ।
শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96 শতাংশ । আজ রবিবার দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 22 ও 12 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন :