ETV Bharat / state

নতুন বছরে ফিরতে পারে কনকনে শীত, বঙ্গে আপাতত দাপট দেখাবে কুয়াশা

West Bengal Weather Update: 2023 সালে আর বঙ্গবাসীর কপালে কনকনে শীত নেই বলেই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ নতুন বছরে নয়া ইনিংস শুরু করতে পারে শীত ৷ তেমনটাই মনে করছে হাওয়া অফিস ৷

Etv Bharat
বঙ্গে কুয়াশার দাপট
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 7:50 AM IST

কলকাতা, 27 ডিসেম্বর: উত্তুরে হাওয়ার দাপট ক্রমশ কমেছে। তার জেরে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকছে সর্বনিম্ন তাপমাত্রা। ডিসেম্বরের শেষ সপ্তাহে বঙ্গে শীতের এই ক্রমাবনতি বড়দিনের উৎসবের পরে বছর শেষের উৎসবেও থাবা বসাতে চলেছে। শীতের প্রত্যাবর্তন কবে হবে তা নিয়ে সংশয় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ বা আগামিকালের মধ্যে ছবিটা স্পষ্ট হবে । আবহাওয়াবিদদের কেউ কেউ বলছেন, বড়দিনের মতো বর্ষবরণের উৎসবও কনকনে শীতে উদযাপন করার জোরালো আশা নেই ।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ 12-14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে । কিন্তু চেনা শীত নেই পুরুলিয়া, বাঁকুড়া ও পানাগড়ের মতো জায়গায় । উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া এলাকাগুলোতে শীতও এখন পশ্চিমাঞ্চলের মতো । আবহাওয়াবিদরা বলছেন, ভূমধ্যসাগর থেকে বয়ে আসা ঠান্ডা ভারী বাতাস উত্তরভারতের উপর দিয়ে বয়ে যাচ্ছে।

এরইমধ্যে 29 ডিসেম্বর শুক্রবার নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে আছড়ে পড়বে । তার জেরে উত্তর এবং মধ্য ভারতে বৃষ্টি হতে পারে । বাধা পেতে পারে উত্তুরে হাওয়া । 2 জানুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি চলবে । তারপর ঝঞ্ঝার বাধা কাটলে কনকনে ঠান্ডা হাওয়া বইবে । তার জেরে উত্তর ভারত এবং পূর্ব ভারত জোরালো শীত পেতে পারে । আপাতত উত্তুরে হাওয়ার দাপট কমায় সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে । তার ফলে কুয়াশার দাপট দেখা যাচ্ছে ভোরের আকাশে। সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে ।

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 93 শতাংশ । আজ বুধবার দিনের আকাশ পরিষ্কার রৌদ্রোজ্জ্বল হলেও ভোরে কুয়াশার দাপট থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ও 18 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।

আরও পড়ুন :

1 ভালো কাজে উৎসাহী মিথুন, বাকিদের ভাগ্যে কী আছে জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল

2 অনুপম হাজরাকে সর্বভারতীয় পদ থেকে অপসারণ, নাড্ডার নির্দেশে বিজ্ঞপ্তি দিল বিজেপি

3 মেনুতে নেই পাঁঠার মাংসের বিশেষ পদ, বিয়ে বাতিল করে ফিরল পাত্রপক্ষ!

কলকাতা, 27 ডিসেম্বর: উত্তুরে হাওয়ার দাপট ক্রমশ কমেছে। তার জেরে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকছে সর্বনিম্ন তাপমাত্রা। ডিসেম্বরের শেষ সপ্তাহে বঙ্গে শীতের এই ক্রমাবনতি বড়দিনের উৎসবের পরে বছর শেষের উৎসবেও থাবা বসাতে চলেছে। শীতের প্রত্যাবর্তন কবে হবে তা নিয়ে সংশয় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ বা আগামিকালের মধ্যে ছবিটা স্পষ্ট হবে । আবহাওয়াবিদদের কেউ কেউ বলছেন, বড়দিনের মতো বর্ষবরণের উৎসবও কনকনে শীতে উদযাপন করার জোরালো আশা নেই ।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ 12-14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে । কিন্তু চেনা শীত নেই পুরুলিয়া, বাঁকুড়া ও পানাগড়ের মতো জায়গায় । উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া এলাকাগুলোতে শীতও এখন পশ্চিমাঞ্চলের মতো । আবহাওয়াবিদরা বলছেন, ভূমধ্যসাগর থেকে বয়ে আসা ঠান্ডা ভারী বাতাস উত্তরভারতের উপর দিয়ে বয়ে যাচ্ছে।

এরইমধ্যে 29 ডিসেম্বর শুক্রবার নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে আছড়ে পড়বে । তার জেরে উত্তর এবং মধ্য ভারতে বৃষ্টি হতে পারে । বাধা পেতে পারে উত্তুরে হাওয়া । 2 জানুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি চলবে । তারপর ঝঞ্ঝার বাধা কাটলে কনকনে ঠান্ডা হাওয়া বইবে । তার জেরে উত্তর ভারত এবং পূর্ব ভারত জোরালো শীত পেতে পারে । আপাতত উত্তুরে হাওয়ার দাপট কমায় সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে । তার ফলে কুয়াশার দাপট দেখা যাচ্ছে ভোরের আকাশে। সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে ।

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 93 শতাংশ । আজ বুধবার দিনের আকাশ পরিষ্কার রৌদ্রোজ্জ্বল হলেও ভোরে কুয়াশার দাপট থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ও 18 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।

আরও পড়ুন :

1 ভালো কাজে উৎসাহী মিথুন, বাকিদের ভাগ্যে কী আছে জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল

2 অনুপম হাজরাকে সর্বভারতীয় পদ থেকে অপসারণ, নাড্ডার নির্দেশে বিজ্ঞপ্তি দিল বিজেপি

3 মেনুতে নেই পাঁঠার মাংসের বিশেষ পদ, বিয়ে বাতিল করে ফিরল পাত্রপক্ষ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.