কলকাতা, 29 ডিসেম্বর: আপাতত ছোট ইনিংস চলবে শীতের ৷ মরশুমের শুরুর দিকের ঝোড়ো ব্যাটিং থমকে গিয়েছে ৷ বছর শেষের কয়েকদিন হাড় কাঁপানো নয় হালকা ঠান্ডা থাকবে ৷ এই আবহাওয়া আগামী কয়েকদিন বজায় থাকবে ৷ দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও হালকা শীতের আমেজ বজায় থাকবে ৷ এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে ৷
তবে শীতের প্রত্যাবর্তন হবে না এটা ভাবার কোনও কারণ নেই । বঙ্গের ভৌগলিক অবস্থানের কারণেই ধাপে ধাপে শীত পড়ছে এই বছর ৷ ভৌগলিক অবস্থান অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ অক্ষরেখা এই দুয়ের মধ্যে অবস্থান করেছে বাংলা ৷ তার উপর দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে ৷ যা বঙ্গে উত্তুরে হাওয়ার প্রবেশ আটকে দিয়েছে ৷ দাপট দেখাচ্ছে পুবালি ও দক্ষিণ দিক থেকে ধেয়ে আসা বাতাস। ফলে জলীয় বাষ্প মিশছে বাতাসে । উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ আটকে যাওয়াতেই শীত থমকে গিয়েছে বঙ্গে । বছর শেষের শীতের অনুভূতি থেকে বঞ্চিত হচ্ছে শহর ৷
তবে আশার আলো, নতুন বছরেই শীতের প্রত্যাবর্তন বলে জানিয়েছে হাওয়া অফিস । ঠান্ডা যে শুধু দক্ষিণবঙ্গেই কমেছে তা নয় উত্তরবঙ্গেও গত কয়েকদিনের তুলনায় বেশ কম ঠান্ডা । সেখানেও আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই । বৃহস্পতিবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 93 শতাংশ। আজ শুক্রবার ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আরও পড়ুন: