ETV Bharat / state

নিম্নচাপের ভ্রুকুটি! দুয়ারে শীতের বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের - শীতের বৃষ্টি

WB Weather Update: ইতিমধ্যেই দিনের বেলায় শীতের আমেজের বদলে বেশ গরম লাগছে। গায়ে শীতবস্ত্র রাখা যাচ্ছে না। তবে সন্ধ্যা এবং রাতের দিকে শীতের আমেজ তুলনায় অনুভূত হচ্ছে। এমনই আবহে দুয়ারে নিম্নচাপের বৃষ্টি চলে এসেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ৷

নিম্নচাপের ভ্রুকুটিতে দুয়ারে শীতের বৃষ্টি
WB Weather Update
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 7:46 AM IST

Updated : Jan 2, 2024, 9:37 AM IST

দুয়ারে শীতের বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

কলকাতা, 2 জানুয়ারি: ভালো শুরু করেও বঙ্গে প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে বেপাত্তা শীত। বড়দিনে ঠান্ডা অনুভূত হয়নি ৷ বর্ষবরণের রাতেও ঠান্ডা ছিল বেপাত্তাই। প্রত্যাশিত কনকনে ঠান্ডা পাওয়া যায়নি। আলিপুর আবহাওয়া দফতর বলছে ঠান্ডা যে চলে গিয়েছে তা বলা যাবে না। তবে সর্বনিম্ন তাপমাত্রা আপাতত স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি বেশি থাকবে। বাড়তি বলতে যোগ হয়েছে নিম্নচাপের ভ্রুকুটি।

দক্ষিণ-পূর্ব আরব সাগরে অবস্থানরত নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হতে চলেছে। এছাড়াও বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পূবালি বাতাসের প্রবেশ। ফলস্বরূপ আগামিকাল, বুধবার থেকে আকাশ মেঘলা হবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোয় থাকবে হালকা বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই দিনের বেলায় শীতের আমেজের বদলে বেশ গরম লাগছে। গায়ে শীতবস্ত্র রাখা যাচ্ছে না। তবে সন্ধ্যা এবং রাতের দিকে শীতের আমেজ তুলনায় অনুভূত হচ্ছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দু'দিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। পরের তিনদিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরবঙ্গে আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে প্রথম দু'দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। পরবর্তী তিন দিনে পারদ দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকলেও দার্জিলিংয়ের উপরের অঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে কালিম্পংয়েও।

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ। আজ, মঙ্গলবার দিনের আকাশ মোটের উপর পরিষ্কার থাকলেও ভোর কুয়াশাচ্ছন্ন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি এবং 15 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন:

  1. বছর শুরুর দ্বিতীয় দিনে কেমন কাটবে আপনার, জানুন রাশিফলে
  2. জাপানের ভূমিকম্পে প্রাণ গেল কমপক্ষে 6 জনের, ধীরে ধীরে কমছে সুনামির ভয়
  3. বছরের শুরুতেই রেকর্ড ভিড় আলিপুর চিড়িয়াখানায়

দুয়ারে শীতের বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

কলকাতা, 2 জানুয়ারি: ভালো শুরু করেও বঙ্গে প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে বেপাত্তা শীত। বড়দিনে ঠান্ডা অনুভূত হয়নি ৷ বর্ষবরণের রাতেও ঠান্ডা ছিল বেপাত্তাই। প্রত্যাশিত কনকনে ঠান্ডা পাওয়া যায়নি। আলিপুর আবহাওয়া দফতর বলছে ঠান্ডা যে চলে গিয়েছে তা বলা যাবে না। তবে সর্বনিম্ন তাপমাত্রা আপাতত স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি বেশি থাকবে। বাড়তি বলতে যোগ হয়েছে নিম্নচাপের ভ্রুকুটি।

দক্ষিণ-পূর্ব আরব সাগরে অবস্থানরত নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হতে চলেছে। এছাড়াও বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পূবালি বাতাসের প্রবেশ। ফলস্বরূপ আগামিকাল, বুধবার থেকে আকাশ মেঘলা হবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোয় থাকবে হালকা বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই দিনের বেলায় শীতের আমেজের বদলে বেশ গরম লাগছে। গায়ে শীতবস্ত্র রাখা যাচ্ছে না। তবে সন্ধ্যা এবং রাতের দিকে শীতের আমেজ তুলনায় অনুভূত হচ্ছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দু'দিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। পরের তিনদিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরবঙ্গে আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে প্রথম দু'দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। পরবর্তী তিন দিনে পারদ দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকলেও দার্জিলিংয়ের উপরের অঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে কালিম্পংয়েও।

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ। আজ, মঙ্গলবার দিনের আকাশ মোটের উপর পরিষ্কার থাকলেও ভোর কুয়াশাচ্ছন্ন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি এবং 15 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন:

  1. বছর শুরুর দ্বিতীয় দিনে কেমন কাটবে আপনার, জানুন রাশিফলে
  2. জাপানের ভূমিকম্পে প্রাণ গেল কমপক্ষে 6 জনের, ধীরে ধীরে কমছে সুনামির ভয়
  3. বছরের শুরুতেই রেকর্ড ভিড় আলিপুর চিড়িয়াখানায়
Last Updated : Jan 2, 2024, 9:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.