ETV Bharat / state

WB Weather Update: ভরা হেমন্তে মনোরম আবহাওয়া বঙ্গে, আগামী তিনদিনে পারদ নামবে আরও

West Bengal Weather Report: সন্ধ্যা গড়িয়ে রাত হলেই শীতের অনুভূতি টের পাচ্ছে বঙ্গবাসী ৷ হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিন রাতের তাপমাত্রা আরও কমবে। আজ, শনিবার ইডেনে বিশ্বকাপের ম্যাচ ৷ দেখতে গেলে শীতের হালকা পোশাক সঙ্গে রাখা ভালো।

ভরা হেমন্তে বঙ্গে মনোরম আবহাওয়া
WB Weather Update
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 7:08 AM IST

Updated : Nov 11, 2023, 7:36 AM IST

কলকাতা, 11 নভেম্বর: হেমন্তের হিমের পরশ ক্রমশ জাঁকিয়ে বসেছে। বঙ্গের আকাশে-বাতাসে এখন হালকা ঠান্ডার অনুভূতি। শুধু সূর্য ডুবলেই শীত শীত করছে তা কিন্তু নয়। সারাটা দিনেও রোদের সেই চেনা তীব্রতা নেই। রোদ লাগলেও তা গা জ্বলানো নয়। ভোর এবং সন্ধ্যায় দেখা মিলছে কুয়াশার ৷ কোথাও বা ধোঁয়াশা । সব মিলিয়ে রাজ্যজুড়ে শীতল মনোরম আবহ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমবে। আগামী পাঁচ দিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন নেই।

বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়া সেখানেও। অর্থাৎ কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে শীতের অনুভূতি এখনও মালুম না-হলেও জেলা শহরে শীতের আগমনী ফের বাজছে। তাই গ্রীষ্ম, বর্ষা, শরৎ পেরিয়ে কার্তিক-অগ্রহায়ণের হেমন্ত এখন দুয়ারে ৷ দুয়ারে শীত বলতে রাজি নয় হাওয়া অফিস ৷ তাই তাদের পূর্বাভাসে শীতের কোনও উল্লেখ নেই। আপাতত শুষ্ক আবহাওয়া চলবে বলেই জানানো হচ্ছে। আজ, শনিবার ইডেনে পাকিস্তান-ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচ ৷ যাঁরা তা দেখতে যাচ্ছেন তাঁরা অবশ্যই শীতের হালকা পোশাক নিয়ে আসতে পারেন। গঙ্গার পাড়ের ইডেন গার্ডেন্সে সূর্য ডুবলেই বেশ শীত শীত করছে ৷

দীপাবলীর উৎসব শুরু হতে চলেছে। তা যে বৃষ্টিতে পণ্ড হবে না তার ইঙ্গিত আলিপুর দিচ্ছে। শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.3 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ। আজ, শনিবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন:

  1. ভূত চতুর্দশীতে ভাগ্য খুলবে কোন রাশির?
  2. বংশপরম্পরায় মুসলিম সেবায়েতের হাতেই পুজোয় মাতে দেবী চৌধুরানী শ্মশানকালী মন্দির
  3. বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল আইসিসি

কলকাতা, 11 নভেম্বর: হেমন্তের হিমের পরশ ক্রমশ জাঁকিয়ে বসেছে। বঙ্গের আকাশে-বাতাসে এখন হালকা ঠান্ডার অনুভূতি। শুধু সূর্য ডুবলেই শীত শীত করছে তা কিন্তু নয়। সারাটা দিনেও রোদের সেই চেনা তীব্রতা নেই। রোদ লাগলেও তা গা জ্বলানো নয়। ভোর এবং সন্ধ্যায় দেখা মিলছে কুয়াশার ৷ কোথাও বা ধোঁয়াশা । সব মিলিয়ে রাজ্যজুড়ে শীতল মনোরম আবহ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমবে। আগামী পাঁচ দিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন নেই।

বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়া সেখানেও। অর্থাৎ কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে শীতের অনুভূতি এখনও মালুম না-হলেও জেলা শহরে শীতের আগমনী ফের বাজছে। তাই গ্রীষ্ম, বর্ষা, শরৎ পেরিয়ে কার্তিক-অগ্রহায়ণের হেমন্ত এখন দুয়ারে ৷ দুয়ারে শীত বলতে রাজি নয় হাওয়া অফিস ৷ তাই তাদের পূর্বাভাসে শীতের কোনও উল্লেখ নেই। আপাতত শুষ্ক আবহাওয়া চলবে বলেই জানানো হচ্ছে। আজ, শনিবার ইডেনে পাকিস্তান-ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচ ৷ যাঁরা তা দেখতে যাচ্ছেন তাঁরা অবশ্যই শীতের হালকা পোশাক নিয়ে আসতে পারেন। গঙ্গার পাড়ের ইডেন গার্ডেন্সে সূর্য ডুবলেই বেশ শীত শীত করছে ৷

দীপাবলীর উৎসব শুরু হতে চলেছে। তা যে বৃষ্টিতে পণ্ড হবে না তার ইঙ্গিত আলিপুর দিচ্ছে। শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.3 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ। আজ, শনিবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন:

  1. ভূত চতুর্দশীতে ভাগ্য খুলবে কোন রাশির?
  2. বংশপরম্পরায় মুসলিম সেবায়েতের হাতেই পুজোয় মাতে দেবী চৌধুরানী শ্মশানকালী মন্দির
  3. বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল আইসিসি
Last Updated : Nov 11, 2023, 7:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.