কলকাতা, 5 নভেম্বর: বৃষ্টিতে পণ্ড হয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের বিশ্বকাপের ম্যাচ। নিয়মের কচকচানিতে জয় পেয়েছে পাকিস্তান। ক্রিকেটের উপভোগ্য লড়াই দেখা থেকে বঞ্চিত ক্রিকেটপ্রেমীরা। আজ, রবিবার ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ম্যাচ। উন্মাদনা তুঙ্গে। কিন্তু বৃষ্টি কাঁটা ছড়াতে পারে। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য খানিকটা আশ্বস্ত করেছে ৷ গত দু'দিন আকাশ আংশিক মেঘলা থাকলেও আজ থেকে রৌদ্রজ্জ্বল দিনের দেখা মিলবে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও একেবার উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আগামিকাল অর্থাৎ সোমবার থেকে রাতের তাপমাত্রা ফের নামতে শুরু করবে। বৃষ্টির দেখা মিলবে না। সোমবার থেকে আবারও হাওয়া বদল। বাড়বে শীতের আমেজ। মঙ্গলবার থেকে শীতের আমেজ মিলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এদিকে, আজ ইডেনে ম্যাচ নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উন্মাদনা। টিকিট চেয়েও পাননি অনেকে। কোনও কোনও টিকিট বিক্রি হয়েছে লক্ষাধিক টাকায়। সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে কি? এই সংশয়ও তৈরি হয়েছে। তবে আবহাওয়া দফতর আগে থেকেই জানিয়েছে, বৃষ্টি হলেও তা হবে হালকা থেকে মাঝারি পরিমাণে।
বরং সর্বনিম্ন তাপমাত্রা নামতে থাকায় ফের হেমন্তের হিমের পরশ মিলবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও একই ছবি থাকবে। সেখানে উপরের পাঁচটি জেলা ছাড়াও সমতলের বাকি তিনটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করবে। ফলে শীতের আবহ অনুভূত হবে। আপাতত আর বৃষ্টির দেখা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আকাশে মেঘ ফিরেছিল। হালকা বৃষ্টিতে ভিজেছিল মাটি। আর সেই সম্ভাবনা অন্তত আগামী 9 নভেম্বর পর্যন্ত নেই।
শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 88 শতাংশ। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 24 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন: চুটিয়ে প্রেম করবেন সিংহ রাশির জাতক-জাতিকারা, আপনার ভাগ্যে কী আছে ?