কলকাতা, 4 নভেম্বর: হেমন্তের সারাদিনে বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ, শনিবারও চলবে হালকা বৃষ্টি। একটু ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। তবে আগামিকাল 5 তারিখ থেকে শুষ্ক আবহাত্তয়া পাওয়া যাবে। এই আবহাওয়া চলবে 9 তারিখ পর্যন্ত। এর ফলে আজ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা রবিবাসরীয় ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ম্যাচে কোনও প্রভাব ফেলবে না। আগামী তিনদিন পর অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে থাকবে।
ফলে যে শীত শীত ভাব উধাত্ত হয়েছিল তা ফিরবে। উত্তরবঙ্গে আজ ওপরের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন সপ্তাহে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। আপাতত দুই বঙ্গেই তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকলেও মঙ্গলবার থেকে তা স্বাভাবিকে নেমে আসবে। এদিকে, শুক্রবার রাত 11.32 মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। উত্তরপ্রদেশ, বিহারেও অনুভূত হয়েছে কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 6.4। এই ভূমিকম্পের এপিসেন্টার নেপাল। কম্পনের কেন্দ্র মাটি থেকে মাত্র 10 কিলোমিটার নীচে। বেশ কিছুক্ষণ ধরে টের পাওয়া গিয়েছে কম্পন।
এই নিয়ে গত একমাসে তিনবার কেঁপে উঠল নেপাল। চলতি বছরের 27 অগস্টের পরে গতকাল ফের ভূমিকম্প অনুভূত হয় ৷ শুক্রবার প্রায় মধ্যরাতে ভূকম্পন কেন তার ব্যাখ্যা পাওয়া যায়নি। শুক্রবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92 শতাংশ। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 24 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
আরও পড়ুন: সপ্তাহান্তে রোম্যান্সে ভাসবে মেষ, বাকিদের ভাগ্যে কী আছেন জানুন রাশিফলে