কলকাতা, 12 অক্টোবর: বর্ষা বিদায়ের সরকারি ঘোষণা আর দু-এক দিনের মধ্যে করা হবে বলে জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়। শনিবার মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুরু। ওইদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিল হাওয়া অফিস। যা থেকে প্রায় নিশ্চিত হওয়া যায় শারদ উৎসবে বৃষ্টি কাঁটা ছড়াতে পারবে না। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। ছিটেফোঁটা যদিও হয় তা ধর্তব্যের মধ্যে থাকবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
বৃষ্টি যেহেতু প্রায় নেই ফলে তাপমাত্রা কিছুটা হলেও চড়ছে। বাতাসে আর্দ্রতার উপস্থিতি অস্বস্তি বাড়িয়েছে। ফলে গরম এবং সঙ্গে আর্দ্রতার অস্বস্তি অনুভূত হচ্ছে। আর্দ্রতাও কয়েকদিন পরে আরও কমে যাবে। ফলে শুষ্কতা বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের পাঁচটি জেলায় আগামী 48 ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারপর সেখান থেকেও বর্ষা বিদায় নেবে। একনজরে দেখে নেওয়া যাক, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় আধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়ের পূর্বাভাসের নির্যাস-
- মহালয়ার দিন নির্বিঘ্নে তর্পন করতে পারবেন সকলে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
- আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে বর্ষা বিদায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে। ইতিমধ্যেই বর্ষা বিদায় নেওয়া শুরু করেছে ঝারখণ্ড এবং বিহারের বেশ কিছু এলাকায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে বর্ষা বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে।
- দক্ষিণবঙ্গে আপাতত চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। প্রথম দু'দিন বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পরে ধীরে ধীরে বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। ফলস্বরূপ শুষ্ক আবহাওয়া থাকবে।
- উত্তরবঙ্গে ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী 24 ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। ছিটেফোঁটা বৃষ্টি চলতে পারে।
বুধবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 91 শতাংশ। আজ, বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকে।
আরও পড়ুন: আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা কোন রাশির ভাগ্যে, জানুন রাশিফলে