কলকাতা, 30 সেপ্টেম্বর: ভরা আশ্বিনে বৃষ্টি চোখ পাকালেও ঝড়ের শঙ্কা নেই বঙ্গে। শুক্রবার জোড়া নিম্নচাপ ঘনীভূত হয়েছে। একটি আরব সাগরে, অন্যটি বঙ্গোপসাগরে। দু'টি নিম্নচাপই আরও শক্তি বাড়িয়ে আগামী দু'দিনে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে
উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ এগিয়ে আসছে উত্তর বঙ্গোপসাগরের দিকে। আগামী 48 ঘণ্টায় তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অভিমুখ এই নিম্নচাপের।
এই নিম্নচাপ দক্ষিণবঙ্গের উপর দিন দুয়েক অবস্থান করতে পারে। এর ফলে গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত চলতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন বৃষ্টির সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের জন্য থাকছে বিশেষ সতর্কবার্তা। আজ, শনিবারের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের ৷ আজ ও আগামিকাল মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশচন্দ্র দাস আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে তার নির্যাস হল-
দক্ষিণবঙ্গ-
- মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির সতর্কতা। আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায়।
- আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় রয়েছে।
- আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ৷
- আগামিকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
- কলকাতায় আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক দফায় হবে। আগামিকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস ৷
উত্তরবঙ্গ-
- উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সতর্কতা থাকবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গজুড়ে।
- সোম ও মঙ্গলবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
- মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ৷
- ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে।
- দার্জিলিং ও কালিম্পং জেলায় ধসের প্রবণতা সবথেকে বেশি।
এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ 24 শতাংশ। কলকাতায় বৃষ্টি ঘাটতি কমবেশি 18 শতাংশ। তবে উত্তরবঙ্গে বৃষ্টি 7 শতাংশ অতিরিক্ত হয়েছে। নদীর জলস্তর বাড়তে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গ দুইবঙ্গেই। নিচু এলাকায় জল জমতে পারে নদীর প্লাবনের সম্ভাবনা রয়েছে। শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা।
শুক্রবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ। আজ দিনের আকাশ সাধারণত মেঘলা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন: শনিবারে আপনার রাশিতে গ্রহের অবস্থান জানতে দেখুন রাশিফল