কলকাতা, 30 জুলাই: সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। গরম সেভাবে অনুভূত না-হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছেই। ভারী বৃষ্টি এই ভ্যাপসা গরমটা কাটাতে পারত ঠিকই। কিন্তু জুলাই মাস ধরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়নি। এখন উত্তরবঙ্গেও বৃষ্টি কমছে। শ্রাবণে ধারাস্নানের বদলে রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ। সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে । তবে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আলিপুর হাওয়া অফিস বলছে, আজ, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
বৃষ্টি বাড়লেও তা একটানা হবে না। আজ এবং আগামিকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। অথচ মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ দক্ষিণবঙ্গের কাছাকাছি সরে আসছে। মৌসুমী অক্ষরেখা এখন গঙ্গানগর, দিল্লি, আলিগড়, সিদ্ধি, অম্বিকাপুর ঝার্সুগুড়া থেকে বালাসোর এরপর পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত থেকে একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা অসম পর্যন্ত বিস্তৃত। তবুও শ্রাবণে বঙ্গে সেভাবে বৃষ্টি নেই।
আরও পড়ুন: স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া দরকার মিথুনের, বাকিদের ভাগ্যে কী আছে !
দক্ষিণবঙ্গে আজ এবং আগামিকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, বলা হয়েছিল। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তবে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর। উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। উপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। গত কয়েকদিনের তুলনায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পরিসংখ্যান বলছে, শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ। আজ রবিবার দিনের আকাশ সাধারণত মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন: চলতি সপ্তাহ কেমন কাটবে, জানুন রাশিফলে