ETV Bharat / state

WB Weather Update: আজ থেকে ঝড়-বৃষ্টি কমবে, চড়বে পারদ; পূর্বাভাস হাওয়া অফিসের

author img

By

Published : May 28, 2023, 6:55 AM IST

ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে সন্ধ্যার পর অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলছে। তবে, আগামী সপ্তাহ থেকে হাওয়া বদলের সম্ভাবনা রাজ্যে। ঝড়-বৃষ্টি কমে বাড়বে গরম ৷

WB Weather Update
চড়বে পারদ

কলকাতা, 28 মে: কখনও রোদ কখনও মেঘ। আলো ছায়ায় দিনের উত্তাপ কিছুটা কমবে। ঊর্ধ্বমুখী তাপমাত্রা হঠাৎ থমকে দাঁড়ায় স্বস্তি নামে জনজীবনে। শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির এই পরিস্থিতি থাকলেও আগামী কয়েকদিন তা বদলে যেতে পারে। আজ, রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে অনেকটাই কমে যাবে। হাওয়া অফিসের এই পূর্বাভাসে প্রাণান্তকর গরমের ছবি উঁকি দেবে ফের। কেরালাতে স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে মৌসুমী বায়ুর প্রবেশ করায় বাংলাতেও বর্ষা আসতে দেরি হবে ৷ আর সেই দেরিতে এখন কাঁটা ছড়াচ্ছে ঊর্ধ্বমুখী পারদ। ফলে ফের একবার জ্বালাপোড়া অস্বস্তিকর গরমের সাক্ষী হতে চলেছে মহানগর।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া-

শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা ছিল। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট মিলেছে। বিকেল বা সন্ধ্যা থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কিন্তু আজ রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

উত্তরবঙ্গের স্বস্তির আবহাওয়া-

হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায়। তিন জেলায় তাপমাত্রা বাড়বে আগামী কয়েক দিনে। সেখানেও দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

কলকাতায় আবহাওয়া কেমন-

আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা সামান্য। আগামিকাল থেকে বাড়বে তাপমাত্রা ৷

আরও পড়ুন: প্রখর সূর্যের তাপ থেকে ঘরে ফিরে কী কী করবেন ?

তাপমাত্রার পরিসংখ্যান-

শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াসয । স্বাভাবিকের চেয়ে 4.4 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95 শতাংশ। আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সোমবার। যার জেরে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা, 28 মে: কখনও রোদ কখনও মেঘ। আলো ছায়ায় দিনের উত্তাপ কিছুটা কমবে। ঊর্ধ্বমুখী তাপমাত্রা হঠাৎ থমকে দাঁড়ায় স্বস্তি নামে জনজীবনে। শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির এই পরিস্থিতি থাকলেও আগামী কয়েকদিন তা বদলে যেতে পারে। আজ, রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে অনেকটাই কমে যাবে। হাওয়া অফিসের এই পূর্বাভাসে প্রাণান্তকর গরমের ছবি উঁকি দেবে ফের। কেরালাতে স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে মৌসুমী বায়ুর প্রবেশ করায় বাংলাতেও বর্ষা আসতে দেরি হবে ৷ আর সেই দেরিতে এখন কাঁটা ছড়াচ্ছে ঊর্ধ্বমুখী পারদ। ফলে ফের একবার জ্বালাপোড়া অস্বস্তিকর গরমের সাক্ষী হতে চলেছে মহানগর।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া-

শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা ছিল। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট মিলেছে। বিকেল বা সন্ধ্যা থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কিন্তু আজ রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

উত্তরবঙ্গের স্বস্তির আবহাওয়া-

হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায়। তিন জেলায় তাপমাত্রা বাড়বে আগামী কয়েক দিনে। সেখানেও দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

কলকাতায় আবহাওয়া কেমন-

আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা সামান্য। আগামিকাল থেকে বাড়বে তাপমাত্রা ৷

আরও পড়ুন: প্রখর সূর্যের তাপ থেকে ঘরে ফিরে কী কী করবেন ?

তাপমাত্রার পরিসংখ্যান-

শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াসয । স্বাভাবিকের চেয়ে 4.4 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95 শতাংশ। আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সোমবার। যার জেরে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.