ETV Bharat / state

WB Weather Update: আজও সামান্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা, রবিবার থেকে চড়বে পারদ - তাপমাত্রা

আজও চলবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। তবে পরিমাণে তা কম হতে চলেছে ৷ ঘণ্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস রবিবার থেকে বঙ্গে ফের বাড়বে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে তিন জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

WB Weather Update
ঝড়বৃষ্টি আজও হবে তবে সামান্য
author img

By

Published : May 27, 2023, 6:57 AM IST

কলকাতা, 27 মে: দিনে ঘামে ভেজা শহর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ভিজছে বৃষ্টিতে। গত কয়েকদিনে জেলার পাশাপাশি শহরেও কালবৈশাখীর তাণ্ডব দেখা গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘণ্টায় 55 কিলোমিটার বেগে 3 মিনিটের কালবৈশাখী ঝড়ে কার্যত লন্ডভন্ড কলকাতা। কমবেশি 28.7 মিলিমিটার বৃষ্টির হাত ধরে কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা নামল 5 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি কম। তবে গতকাল কালবৈশাখী পাওয়া জেলাগুলির ভাগ্যে আজ শনিবার ঝড়-বৃষ্টি পাওয়ার সম্ভাবনা কম। তবে উত্তরবঙ্গে তিন জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সামগ্রিকভাবেই শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পরিস্থিতি। হাওয়া অফিসের পূর্বাভাস রবিবার থেকে বঙ্গে ফের বাড়বে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে

আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তার পরিমাণ তুলনায় কম। ঘণ্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। বেলা যত বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম কিছুটা থাকবে। বিকেল বা সন্ধ্যা থেকে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গে। শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টি হয়েছে।

উত্তরবঙ্গ ভিজবে ঝড় বৃষ্টিতে

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে হালকা বৃষ্টি চলবে। আজ তিনটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়ি-সহ পার্বত্য এলাকায়। গতকালও এই জেলাগুলোতে ঝড়-বৃষ্টি হয়েছে।

তাপমাত্রার পরিসংখ্যানে বড় রদবদল

আজ দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় 26-এর কোঠা থেকে নেমেছে 22.5 ডিগ্রি সেলসিয়াসে । শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি। রাতে তা নেমে 33.4 ডিগ্রিতে দাঁড়িয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95 শতাংশ।

ঘনাচ্ছে নিম্নচাপ অক্ষরেখা

উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সোমবার। উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। সেই অক্ষরেখাটি বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। ফলে রাজ্যে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: মরুদেশে ভয়াবহ ঝড়ে মৃত 12, আহত একাধিক

কলকাতা, 27 মে: দিনে ঘামে ভেজা শহর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ভিজছে বৃষ্টিতে। গত কয়েকদিনে জেলার পাশাপাশি শহরেও কালবৈশাখীর তাণ্ডব দেখা গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘণ্টায় 55 কিলোমিটার বেগে 3 মিনিটের কালবৈশাখী ঝড়ে কার্যত লন্ডভন্ড কলকাতা। কমবেশি 28.7 মিলিমিটার বৃষ্টির হাত ধরে কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা নামল 5 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি কম। তবে গতকাল কালবৈশাখী পাওয়া জেলাগুলির ভাগ্যে আজ শনিবার ঝড়-বৃষ্টি পাওয়ার সম্ভাবনা কম। তবে উত্তরবঙ্গে তিন জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সামগ্রিকভাবেই শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পরিস্থিতি। হাওয়া অফিসের পূর্বাভাস রবিবার থেকে বঙ্গে ফের বাড়বে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে

আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তার পরিমাণ তুলনায় কম। ঘণ্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। বেলা যত বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম কিছুটা থাকবে। বিকেল বা সন্ধ্যা থেকে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গে। শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টি হয়েছে।

উত্তরবঙ্গ ভিজবে ঝড় বৃষ্টিতে

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে হালকা বৃষ্টি চলবে। আজ তিনটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়ি-সহ পার্বত্য এলাকায়। গতকালও এই জেলাগুলোতে ঝড়-বৃষ্টি হয়েছে।

তাপমাত্রার পরিসংখ্যানে বড় রদবদল

আজ দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় 26-এর কোঠা থেকে নেমেছে 22.5 ডিগ্রি সেলসিয়াসে । শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি। রাতে তা নেমে 33.4 ডিগ্রিতে দাঁড়িয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95 শতাংশ।

ঘনাচ্ছে নিম্নচাপ অক্ষরেখা

উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সোমবার। উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। সেই অক্ষরেখাটি বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। ফলে রাজ্যে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: মরুদেশে ভয়াবহ ঝড়ে মৃত 12, আহত একাধিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.