ETV Bharat / state

WB Weather Report: মায়ানমারে আছড়ে পড়বে মোকা! হালকা বৃষ্টিতে বঙ্গে সাময়িক স্বস্তি

বঙ্গে মোচার প্রভাব না-পড়লেও আকাশ মেঘলা থাকবে ৷ পারদও অনেকটা নেমে স্বাভাবিকের আশেপাশে থাকবে। সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে ৷ অন্যদিকে, মোকা অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ৷ হাওয়ার গতিবেগ এখন 210 কিলোমিটার।

WB Weather Report
মায়ানমারে আছড়ে পড়বে মোকা
author img

By

Published : May 14, 2023, 6:50 AM IST

Updated : May 14, 2023, 7:06 AM IST

হালকা বৃষ্টিতে বঙ্গে সাময়িক স্বস্তি জানাল আবহাওয়া দফতর

কলকাতা, 14 মে: পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা অবস্থান করছে। গতকাল সন্ধে থেকে প্রতি ঘণ্টায় 22 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। এর ফলে বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। একইভাবে এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে আন্দামানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। পরোক্ষ প্রভাবে ইতিমধ্যেই বঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তবে গতকাল শনিবার এবং আজ রবিবার ঘূর্ণিঝড় অক্ষরেখা থেকে ছিটকে আসা মেঘের কারণে আকাশ মেঘলা থাকবে। পারদও অনেকটা নেমে স্বাভাবিকের আশেপাশে থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশচন্দ্র দাস জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকার গতিবেগ এখন ঘণ্টায় 180 থেকে 190 কিলোমিটার । সেটি এখন অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। হাওয়ার গতিবেগ এখন যা তা রাতে আরও বাড়বে। হাওয়ার গতিবেগ বেড়ে 200 থেকে 210 কিলোমিটার হবে। তবে ল্যান্ডফলের কিছু আগে থেকেই মোকা একটু দুর্বল হবে। তাই ল্যান্ডফলের সময় এই তীব্র গতি থাকবে না। তখন গতি 150 কিলোমিটার বা তার কাছাকাছি থাকবে।

তাঁর কথায়, মোকা মায়ানমারের সিতওয়ে সমুদ্র বন্দরের কাছাকাছিই ল্যান্ডফল হবে বলে এখনও পর্যন্ত নির্দিষ্ট। বাংলাদেশ লাগোয়া উপকূল এলাকায় 130 কিলোমিটার বেগে ঝড় বইবে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ বা মহেশখালি-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা থাকছে। ঘূর্ণিঝড় মোকার অক্ষরেখা থেকে ছিটকে বেরিয়ে আসা কিছু মেঘপুঞ্জ পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় আছে। ফলে দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতায় আজ হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোকার মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, হাতেগোনা পর্যটক দেখা গেল দিঘায়

সোমবারের পর তাপমাত্রা ফের বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি থেকে বাদ থাকবে কলকাতা ও পূর্ব মেদিনীপুর। আগামী 17 থেকে 22 মে এই সময়কালের মধ্যে অন্তত দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত উজ্বল। উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত তাপপ্রবাহের সতর্কতা নেই। শনিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি

গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85 শতাংশ। শনিবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল বহরমপুর। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন: অতি শক্তিশালী হয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় মোকা, কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা

হালকা বৃষ্টিতে বঙ্গে সাময়িক স্বস্তি জানাল আবহাওয়া দফতর

কলকাতা, 14 মে: পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা অবস্থান করছে। গতকাল সন্ধে থেকে প্রতি ঘণ্টায় 22 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। এর ফলে বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। একইভাবে এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে আন্দামানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। পরোক্ষ প্রভাবে ইতিমধ্যেই বঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তবে গতকাল শনিবার এবং আজ রবিবার ঘূর্ণিঝড় অক্ষরেখা থেকে ছিটকে আসা মেঘের কারণে আকাশ মেঘলা থাকবে। পারদও অনেকটা নেমে স্বাভাবিকের আশেপাশে থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশচন্দ্র দাস জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকার গতিবেগ এখন ঘণ্টায় 180 থেকে 190 কিলোমিটার । সেটি এখন অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। হাওয়ার গতিবেগ এখন যা তা রাতে আরও বাড়বে। হাওয়ার গতিবেগ বেড়ে 200 থেকে 210 কিলোমিটার হবে। তবে ল্যান্ডফলের কিছু আগে থেকেই মোকা একটু দুর্বল হবে। তাই ল্যান্ডফলের সময় এই তীব্র গতি থাকবে না। তখন গতি 150 কিলোমিটার বা তার কাছাকাছি থাকবে।

তাঁর কথায়, মোকা মায়ানমারের সিতওয়ে সমুদ্র বন্দরের কাছাকাছিই ল্যান্ডফল হবে বলে এখনও পর্যন্ত নির্দিষ্ট। বাংলাদেশ লাগোয়া উপকূল এলাকায় 130 কিলোমিটার বেগে ঝড় বইবে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ বা মহেশখালি-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা থাকছে। ঘূর্ণিঝড় মোকার অক্ষরেখা থেকে ছিটকে বেরিয়ে আসা কিছু মেঘপুঞ্জ পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় আছে। ফলে দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতায় আজ হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোকার মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, হাতেগোনা পর্যটক দেখা গেল দিঘায়

সোমবারের পর তাপমাত্রা ফের বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি থেকে বাদ থাকবে কলকাতা ও পূর্ব মেদিনীপুর। আগামী 17 থেকে 22 মে এই সময়কালের মধ্যে অন্তত দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত উজ্বল। উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত তাপপ্রবাহের সতর্কতা নেই। শনিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি

গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85 শতাংশ। শনিবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল বহরমপুর। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন: অতি শক্তিশালী হয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় মোকা, কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা

Last Updated : May 14, 2023, 7:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.