কলকাতা, 13 মে: ঘূর্ণিঝড় মোকার গন্তব্য এখন পড়শি দেশ বাংলাদেশ এবং মায়ানমারে। সেখানে দুয়ারে দুর্যোগ। তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বঙ্গে খড়তাপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শনিবার পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে। আংশিক মেঘলা আকাশ কলকাতা-সহ কিছু জেলায়। আজ ও আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
মোকা আপডেট-
- শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দিক পরিবর্তন করবে। শনিবার বিকেলের মধ্যেই ঘূর্ণিঝড় মোকা দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে 14 মে রবিবার দুপুরে মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছাকাছি এটি ল্যান্ডফল করবে। পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া-
- আজ তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া, বীরভূম, এবং পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায় ৷ শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া-
- পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে আগামী দু-তিন দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। আজ থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা না-থাকলেও এরকম পরিস্থিতি কিছুটা হতে পারে মালদা ও দক্ষিণ দিনাজপুরে।
কলকাতাযর আবহাওয়া-
- আজ আবহাওয়ার পরিবর্তন। আংশিক মেঘলা আকাশ। গরম ও শুষ্ক আবহাওয়া থাকবে। আজ ও আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
তাপমাত্রার পরিসংখ্যান-
- কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87 শতাংশ। আজ শনিবার অস্বস্তিকর গরম অব্যাহত। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে।
আবহাওয়া কোনপথে-
- ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেইসঙ্গে রয়েছে একটি অক্ষরেখা ৷ বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় এলাকা থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত। আজ পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে ঢুকবে।
ভিন রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি-
- ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভারী বৃষ্টি হবে ত্রিপুরা, মিজোরাম, অসম, নাগাল্যান্ড ও মণিপুরে ৷ আগামী তিন থেকে চার দিন ওড়িশা ও কঙ্কন উপকূলে তাপপ্রবাহের পরিস্থিতি। তাপপ্রবাহ চলবে গুজরাত, মহারাষ্ট্র, বিহার, কঙ্কন, রাজস্থান, অন্ধপ্রদেশ এবং ইয়ানামে। আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন: অতীতের থেকে শিক্ষা, মোকা মোকাবিলায় প্রস্তুত কলকাতা কর্পোরেশন