কলকাতা, 17 ফেব্রুয়ারি: বিদায় ঠান্ডা, দুয়ারে গরম। পূর্বাভাস মতো বৃহস্পতিবার অর্থাৎ গতকাল রাত থেকেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এই বৃদ্ধি আগামী 48 ঘণ্টায় 3 থেকে 5 ডিগ্রি বৃদ্ধি পাবে। আলিপুর আবহাওয়া দফতর বলছে তাপমাত্রার এই ঊর্ধ্বগতির সঙ্গে শীত বিদায় নিল। জেলায় ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূতি হতে পারে। তবে তার মেয়াদ আর বেশি দিন নেই। শহর কলকাতায় দিনের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে। তার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে (West Bengal Weather Forecast for Today)।
ফলে যে ঠান্ডার ছিটেফোঁটা কয়েকদিন ধরে হালকা হলেও অনুভূত হচ্ছিল এবার সেটাও পাওয়া যাবে না। বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 93 শতাংশ। হাওয়া অফিস বলছে, নতুন সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির ঘরে ঢুকে পড়বে। আগামিকাল থেকে চড়বে পারদ তাই বাড়বে তাপমাত্রা। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই হবে ঊর্ধ্বমুখী পারদ। উত্তরবঙ্গের জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আরও দু'দিন।
আরও পড়ুন: শুভকাজ শুরুর জন্য আদর্শ সময় মেষ রাশির, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে
দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়ায় ভোর ও সকালের দিকে খানিক কুয়াশা দেখা যাবে ৷ জেলায় ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও তা খুব একটা প্রকট হবে না। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে ঢুকে পড়বে। দুই বঙ্গেই আবহাওয়ার এই পরিবর্তন চলবে। ফলে বাংলা থেকে শীত বিদায় নিল। আসছে দুয়ারে গরম। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গজুড়ে। ঠান্ডার আমেজ অনেকটাই কম থাকবে। একমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে রবিবার বা সোমবার নাগাদ হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে আকাশ রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে।