ETV Bharat / state

উষ্ণতার আবহে কেটেছে বড়দিন, কলকাতায় আজও ঊর্ধ্বমুখী পারদের গ্রাফ - উষ্ণতার বর্ষশেষ

West Bengal Weather: আগামী সাতদিন বলা যায় বর্ষশেষের সপ্তাহ উষ্ণতার মধ্য দিয়েই কাটবে ৷ এই মূহূর্তে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করতে বাধা সষ্টি করছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 8:20 AM IST

Updated : Dec 26, 2023, 9:57 AM IST

কলকাতা, 26 ডিসেম্বর: উষ্ণতার আবহে কেটেছে বড়দিন ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করতে পারেছে না ৷ তার জেরেই আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গে স্বাভাবিকের থেকে তাপমাত্রা 1-3 ডিগ্রি বেশি থাকবে ৷ পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে । ফলে দুই বঙ্গে ঠান্ডা অনেকটাই কমে যাবে ৷ এমনটাই জানালো হাওয়া অফিস ৷

আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, বড়দিন থেকে নতুন বর্ষবরণের পর্যন্ত উৎসবের আনন্দে মেতে উঠতে ঠান্ডা অনুঘটকের কাজ করে ৷ তবে বড়দিনেও হাড়কাঁপানো ঠান্ডা ছিল না ৷ বছরের শেষটাও উষ্ণতার মধ্যেই কাটবে ৷ হাড়কাঁপানো ঠান্ডার পরশ থেকে বঞ্চিত হবেন রাজ্যবাসী ৷ এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷

সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "গত তিন 3 বছর ধরেই ঠান্ডার গ্রাফ প্রায় ঊর্ধ্বমুখী ৷ তাপমাত্রা কমছে না ৷ বর্ষশেষের সপ্তাহ পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । যার ফলে নতুন বছরের আগে জমিয়ে ঠান্ডার অনুভূতি ফেরত আসার সম্ভাবনা কম। ইতিমধ্যেই পারদ 16 থেকে 17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে । দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই পরিস্থিতি ৷ শুষ্ক আবহাওয়া ও পরিষ্কার আকাশ থাকবে ।

সোমবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 96 শতাংশ। আজ মঙ্গলবার দিনের শুরু কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা গড়ালে রৌদ্রজ্বল হবে । সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির আশেপাশে থাকতে পারে । নতুন বছরে আগের সর্বোচ্চ তাপমাত্র 26 ডিগ্রি থাকায় আপাতত হাড়কাঁপানো ঠান্ডার রেশ থেকে বঞ্চিত হবেন তিলোত্তমাবাসী ৷

আরও পড়ুন:

  1. আজ কেমন কাটবে আপনার দিন, জানুন রাশিফলে
  2. বড়দিন উদযাপনেই শুধু ভিড়, বাকি সময়ে ইতিহাস আকড়ে একাকি দাঁড়িয়ে গ্রিক অর্থোডক্স গির্জা
  3. বড়দিনে ডাকাতদলের হানা চাঁচলে, কোটি টাকার সোনার গয়না সাফ করে চম্পট দিল দুষ্কৃতীরা

কলকাতা, 26 ডিসেম্বর: উষ্ণতার আবহে কেটেছে বড়দিন ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করতে পারেছে না ৷ তার জেরেই আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গে স্বাভাবিকের থেকে তাপমাত্রা 1-3 ডিগ্রি বেশি থাকবে ৷ পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে । ফলে দুই বঙ্গে ঠান্ডা অনেকটাই কমে যাবে ৷ এমনটাই জানালো হাওয়া অফিস ৷

আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, বড়দিন থেকে নতুন বর্ষবরণের পর্যন্ত উৎসবের আনন্দে মেতে উঠতে ঠান্ডা অনুঘটকের কাজ করে ৷ তবে বড়দিনেও হাড়কাঁপানো ঠান্ডা ছিল না ৷ বছরের শেষটাও উষ্ণতার মধ্যেই কাটবে ৷ হাড়কাঁপানো ঠান্ডার পরশ থেকে বঞ্চিত হবেন রাজ্যবাসী ৷ এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷

সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "গত তিন 3 বছর ধরেই ঠান্ডার গ্রাফ প্রায় ঊর্ধ্বমুখী ৷ তাপমাত্রা কমছে না ৷ বর্ষশেষের সপ্তাহ পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । যার ফলে নতুন বছরের আগে জমিয়ে ঠান্ডার অনুভূতি ফেরত আসার সম্ভাবনা কম। ইতিমধ্যেই পারদ 16 থেকে 17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে । দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই পরিস্থিতি ৷ শুষ্ক আবহাওয়া ও পরিষ্কার আকাশ থাকবে ।

সোমবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 96 শতাংশ। আজ মঙ্গলবার দিনের শুরু কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা গড়ালে রৌদ্রজ্বল হবে । সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির আশেপাশে থাকতে পারে । নতুন বছরে আগের সর্বোচ্চ তাপমাত্র 26 ডিগ্রি থাকায় আপাতত হাড়কাঁপানো ঠান্ডার রেশ থেকে বঞ্চিত হবেন তিলোত্তমাবাসী ৷

আরও পড়ুন:

  1. আজ কেমন কাটবে আপনার দিন, জানুন রাশিফলে
  2. বড়দিন উদযাপনেই শুধু ভিড়, বাকি সময়ে ইতিহাস আকড়ে একাকি দাঁড়িয়ে গ্রিক অর্থোডক্স গির্জা
  3. বড়দিনে ডাকাতদলের হানা চাঁচলে, কোটি টাকার সোনার গয়না সাফ করে চম্পট দিল দুষ্কৃতীরা
Last Updated : Dec 26, 2023, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.