কলকাতা, 4 মার্চ : দিল্লির হিংসার প্রতিবাদে আজ বিকেলে গোটা রাজ্যজুড়ে "ধিক্কার মিছিল" করবে তৃণমূল কংগ্রেস । গতকাল একথা ঘোষণা করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তিনি জানান, দিল্লির গণহত্যা নিয়ে চুপ রয়েছে BJP । এর বিরুদ্ধে এই মিছিল করবে দল । কলকাতাসহ রাজ্যের প্রতিটি ব্লকে মিছিল হবে ।
22 ফেব্রুয়ারি রাতে দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে রাস্তায় বসে CAA প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে প্রায় 500 জন মহিলা ৷ ঠিক তার পরের দিনেই CAA-এর প্রতিবাদে দিল্লির জাফরাবাদ চত্বর অবরোধ করে রেখেছিল প্রায় দেড় হাজার মহিলা ৷ উত্তপ্ত হয়ে ওঠে জাফরাবাদ । বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের । একে একে সামনে আসতে থাকে মৃত্যুর খবর । মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ে ।
হিংসার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথমে কলম ধরে প্রতিবাদ জানিয়েছেন তিনি । পরে দলের মহিলা ব্রিগেডকে পথে নামিয়ে প্রতিবাদ জানিয়েছেন । এরপর এটিকে "পরিকল্পিত গণহত্যা" বলে সোমবার নেতাজি ইন্ডোরে দলীয় কাউন্সিলরদের বৈঠক থেকে BJP-র বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি । বিষয়টিকে যে সহজে তৃণমূল ছেড়ে দেবে না, সেই বার্তাও ওইদিন তিনি স্পষ্ট করে দেন । তারপর গতকাল পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন এই মিছিলের কথা । সেই মতো আজ বিকেলে 3 টে থেক 4 টে, এক ঘণ্টা গোটা রাজ্যজুড়ে ধিক্কার মিছিল করবে তৃণমূল কংগ্রেস ।
আজকের এই মিছিলে দিল্লির হিংসার বিরুদ্ধে স্লোগান ওঠার পাশাপাশি CAA বিরোধী স্লোগানও উঠতে পারে ।