কলকাতা, 24 নভেম্বর : আজ ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বর্তমানে বাঁকুড়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী । সেখান থেকেই অনলাইনে বৈঠকে যোগ দেবেন তিনি । পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকবেন যেসব রাজ্যের কোরোনা পরিস্থিতি খারাপ তেমন সাতটি রাজ্যের মুখ্যমন্ত্রী । জানা গেছে, কোরোনা প্রতিষেধক আসার পর তা কীভাবে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়া হবে, সেই রূপরেখা তৈরি করতেই আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদির এই বৈঠক ।
সকাল সাড়ে দশটায় শুরু হবে বৈঠক । দু'টি ভাগে হবে এই বৈঠক । প্রথমভাগে- যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোরোনার প্রকোপ বেশি তেমন আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী । দ্বিতীয়ভাগে- ভ্যাকসিন বিতরণ নিয়ে আলোচনা সারবেন । পর্যালোচনা সভার মূল আলোচ্য বিষয়- ভ্যাকসিনের বণ্টন এবং কারা অগ্রাধিকার পাবে তাদের চিহ্নিতকরণের বিষয়টি। গত মাসেই ভ্যাকসিনের মজুত পরিকল্পনা করার সময় কর্মকর্তাদের দেশের ভৌগোলিক বিস্তৃতি ও বৈচিত্র্যের কথা মাথায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । আজকের বৈঠকে ভ্যাকসিন বণ্টন নিয়ে কেন্দ্রের ভাবনা তুলে ধরতে পারেন তিনি ।
ইতিমধ্যে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 91 লাখ ছাড়িয়েছে । মহারাষ্ট্র, দিল্লি, কেরালা, রাজস্থানের মতো রাজ্যগুলিতে উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ । পাশাপাশি হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, গুজরাত, মণিপুরের মতো বেশ কয়েকটি রাজ্যেও হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বেড়েছে । এমনিতে বেশ কিছুদিন ধরে রাজ্যে আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে । তা সত্ত্বেও পশ্চিমবঙ্গকে কোরোনায় সবচেয়ে খারাপ পরিস্থিতির তালিকায় কেন রাখা হল তা নিয়ে প্রশ্ন উঠছে ।
প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের এই বৈঠকের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফরে রদবদল হয় । সোমবারের পরিবর্তে রবিবারই বাঁকুড়ায় গিয়েছেন তিনি । গতকাল খাতড়ায় প্রশাসনিক সভা করেছেন । আজ দুপুর আড়াইটেয় প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর । তার আগে সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন তিনি ।