ETV Bharat / state

ভাঙল 10 বছরের রেকর্ড, আজ জুলাইয়ের সব থেকে উষ্ণতম দিন - kolkata

অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি চলবে । আগামী দু দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই । গত 6 তারিখ থেকে এই বৃষ্টি শুরু হয়েছে । টানা বৃষ্টির ফলে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ অনেকটাই কমে এসেছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 15, 2019, 11:24 PM IST

কলকাতা, 15 জুলাই : গত 10 বছরে জুলাই মাসের সব থেকে উষ্ণতম দিন আজ । আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি । এই তাপমাত্রা গত 10 বছরের রেকর্ড ভেঙেছে । গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস ।

2005 সালে 15 জুন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস । এরপর এত বেশি তাপমাত্রা ছিল না । আজ আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী কদিনও আদ্রতাজনিত কষ্ট থাকবে । তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5-6 ডিগ্রি বেশি থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 37-38 ডিগ্রি ও সর্বনিম্ন 27-29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।" আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ।

অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি চলবে । আগামী দু দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই । গত 6 তারিখ থেকে এই বৃষ্টি শুরু হয়েছে । টানা বৃষ্টির ফলে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ অনেকটাই কমে এসেছে । বৃষ্টির ঘাটতির পরিমাণ প্রায় স্বাভাবিকের কাছাকাছি চলে এসেছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

এদিকে, দক্ষিণবঙ্গের ঘাটতির পরিমাণ যথেষ্ট বেশি । দক্ষিণবঙ্গ মিলিয়ে ঘাটতির পরিমাণ প্রায় - 49 মিলিমিটার ‌। কলকাতাতে -72 , হাওড়াতে -77 মিলিমিটার বৃষ্টির ঘাটতির পরিমাণ আছে । আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "1 জুন থেকে 15 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে -49 মিমি । 1 জুন থেকে 15 জুলাই পর্যন্ত বৃষ্টি হয়েছে 39.9 মিলিমিটার। যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম । দক্ষিণবঙ্গে চলতি মাসের 17 তারিখ অর্থাৎ পরশু থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে এতে ঘাটতি মেটার সম্ভাবনা অনেক কম ।"

কলকাতা, 15 জুলাই : গত 10 বছরে জুলাই মাসের সব থেকে উষ্ণতম দিন আজ । আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি । এই তাপমাত্রা গত 10 বছরের রেকর্ড ভেঙেছে । গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস ।

2005 সালে 15 জুন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস । এরপর এত বেশি তাপমাত্রা ছিল না । আজ আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী কদিনও আদ্রতাজনিত কষ্ট থাকবে । তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5-6 ডিগ্রি বেশি থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 37-38 ডিগ্রি ও সর্বনিম্ন 27-29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।" আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ।

অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি চলবে । আগামী দু দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই । গত 6 তারিখ থেকে এই বৃষ্টি শুরু হয়েছে । টানা বৃষ্টির ফলে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ অনেকটাই কমে এসেছে । বৃষ্টির ঘাটতির পরিমাণ প্রায় স্বাভাবিকের কাছাকাছি চলে এসেছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

এদিকে, দক্ষিণবঙ্গের ঘাটতির পরিমাণ যথেষ্ট বেশি । দক্ষিণবঙ্গ মিলিয়ে ঘাটতির পরিমাণ প্রায় - 49 মিলিমিটার ‌। কলকাতাতে -72 , হাওড়াতে -77 মিলিমিটার বৃষ্টির ঘাটতির পরিমাণ আছে । আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "1 জুন থেকে 15 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে -49 মিমি । 1 জুন থেকে 15 জুলাই পর্যন্ত বৃষ্টি হয়েছে 39.9 মিলিমিটার। যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম । দক্ষিণবঙ্গে চলতি মাসের 17 তারিখ অর্থাৎ পরশু থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে এতে ঘাটতি মেটার সম্ভাবনা অনেক কম ।"

Intro:10 বছরের জুলাই মাসের সবথেকে উষ্ণতম দিন আজ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 দশমিক 7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। যা গত 10 বছরের রেকর্ড ভেঙেছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 দশমিক 1 ডিগ্রি সেলসিয়াস। 2005 সালে 15 ই জুন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রী এর পর এত বেশি তাপমাত্রা হল আজ। আলিপুর আবহাওয়া দফতর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী কদিন ও আদ্রতা জনিত কষ্ট থাকবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 থেকে 6 ডিগ্রি বেশি থাকবে।সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের থেকে তিন ডিগ্রী বেশি।Body:অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি চলবে। যদিও বৃষ্টির পরিমাণ সামান্য একটু কমবে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী দু দিন চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই। প্রায় 10 দিন অতিক্রান্ত হয়েছে উত্তরবঙ্গের এই ভারী বৃষ্টির ধারাবাহিকতা। গত 6 তারিখ থেকে এই বৃষ্টি শুরু হয়েছে।টানা অতি ভারী বৃষ্টি চলার ফলে উত্তরবঙ্গের ঘাটতির পরিমাণ অনেকটাই কমে এসেছে।প্রায় স্বাভাবিক এর কাছাকাছি চলে এসেছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।Conclusion:অন্যদিকে দক্ষিণ বঙ্গের ঘাটতির পরিমাণ যথেষ্ট বেশি। গটা দক্ষিণবঙ্গ মিলিয়ে ঘাটতির পরিমাণ প্রায় - 49 মিলি মিটার ‌। কলকাতাতে ঘাটতির পরিমাণ -72 , হাওড়া তে ঘাটতির পরিমাণ -77 মিমি। আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পহেলা জুন থেকে এই 15 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে -49 মিমি। পয়লা জুন থেকে 15 জুলাই পর্যন্ত বৃষ্টি হয়েছে 39.9 মিলিমিটার। যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। দক্ষিণবঙ্গে 17 তারিখ অর্থাৎ পরশু থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে এতে ঘাটতি মেটাতে সম্ভাবনা অনেক কম।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.