কলকাতা, 23 নভেম্বর : রাজ্যে পরপর পাঁচদিন কমল কোরোনায় আক্রান্তের সংখ্যা৷ একই সঙ্গে বাড়ল সুস্থ হওয়ার হারও ৷ কমেছে দৈনিক মৃত্যুও । 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 3 হাজার 528 জন ৷ মৃত্যু হয়েছে 51 জনের ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 3 হাজার 605 জন ৷ গতকাল রাজ্যে সংক্রমিত হয়েছিল 3 হাজার 545 জন ৷
এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4 লাখ 63 হাজার 463 ৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 8 হাজার 172 জনের ৷ এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4 লাখ 34 হাজার 067 জন ৷ রাজ্যে সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে 92.95 শতাংশ৷ শেষ 24 ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন 880 জন ৷ মৃত্যু হয়েছে 15 জনের ৷
অন্যদিকে জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছেন 865 জন ৷ শেষ 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 11 জনের । 25 নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট 56 লাখ 54 হাজার 524টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ রাজ্যে বর্তমানে 24 হাজার 752 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৷