ETV Bharat / state

CESC- র ভিক্টোরিয়া হাউসে গিয়ে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর - amphan

মুখ্যমন্ত্রীর অভিযোগ , " আমাদের আমলে CESC দায়িত্ব পায়নি । CPI(M) - এর আমলে দায়িত্ব পেয়েছে । CESC রাজ্য সরকারের সংস্থা না । প্রাইভেট সংস্থা । "

Today Chief Minister went to CESE Victoria House
CESE - র ভিক্টোরিয়া হাউসে গিয়ে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর
author img

By

Published : May 23, 2020, 11:34 PM IST

কলকাতা, 23 মে : আমফানের প্রকোপের পর থেকে চলছে বিদ্যুৎ বিভ্রাট । কলকাতাসহ উত্তর ও দক্ষিণ 24 পরগণার বেশির ভাগ এলাকাতেই বিদ্যুৎ না থাকার কারণে তৈরি হয়েছে বিক্ষোভ । শহরের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে কত সময় লাগবে তা জানতে আজ রাতেই পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে সরাসরি ধর্মতলার ভিক্টোরিয়া হাউসে CESC- র হেড অফিসে যান মুখ্যমন্ত্রী । কথা বলেন CESC কর্তাদের সঙ্গে ।

মুখ্যমন্ত্রীর অভিযোগ , " আমাদের আমলে CESC দায়িত্ব পায়নি । CPI(M) - এর আমলে দায়িত্ব পেয়েছে । CESC রাজ্য সরকারের সংস্থা না । প্রাইভেট সংস্থা । " শহরের বেহাল বিদ্যুৎ পরিষেবা নিয়ে CESC-র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী । আজ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসে CESCঅফিসে সরাসরি গিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন, " আমাদের আমলে CESCদায়িত্ব পায়নি । CPI(M) - এর আমল থেকেই CESC একটি প্রাইভেট সংস্থা । এক্ষেত্রে রাজ্য সরকারকে দোষারোপ করা উচিত নয় । কর্মীর অভাবে কাজ করতে সমস্যা হচ্ছে । কারণ কোরোনার জেরে বহু কর্মী বাড়ি ফিরে গেছেন । এই সমস্যাটা মানুষকে বুঝতে হবে । বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত CESC কে বিভিন্ন এলাকায় জেনারেটর বসিয়ে পরিষেবা দিতে হবে । " বিভিন্ন জায়গায় বিদ্যুৎ না পাওয়ার কারণে যে বিক্ষোভ চলছে তাকে উসকানি বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ।

এপ্রসঙ্গে নাম না করে তিনি বলেন, অশান্তি পাকাতে বিভিন্ন এলাকায় উসকানি দেওয়া হচ্ছে । তিনি বলেন, " ধৈর্য ধরুন । উসকানিতে পা দেবেন না । " প্রসঙ্গত, ইতিমধ্যেই পরিষেবা ঠিকমত না দিতে পারার জন্য শহরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন CESC কর্তৃপক্ষ । পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন তাঁরা ।

কলকাতা, 23 মে : আমফানের প্রকোপের পর থেকে চলছে বিদ্যুৎ বিভ্রাট । কলকাতাসহ উত্তর ও দক্ষিণ 24 পরগণার বেশির ভাগ এলাকাতেই বিদ্যুৎ না থাকার কারণে তৈরি হয়েছে বিক্ষোভ । শহরের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে কত সময় লাগবে তা জানতে আজ রাতেই পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে সরাসরি ধর্মতলার ভিক্টোরিয়া হাউসে CESC- র হেড অফিসে যান মুখ্যমন্ত্রী । কথা বলেন CESC কর্তাদের সঙ্গে ।

মুখ্যমন্ত্রীর অভিযোগ , " আমাদের আমলে CESC দায়িত্ব পায়নি । CPI(M) - এর আমলে দায়িত্ব পেয়েছে । CESC রাজ্য সরকারের সংস্থা না । প্রাইভেট সংস্থা । " শহরের বেহাল বিদ্যুৎ পরিষেবা নিয়ে CESC-র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী । আজ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসে CESCঅফিসে সরাসরি গিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন, " আমাদের আমলে CESCদায়িত্ব পায়নি । CPI(M) - এর আমল থেকেই CESC একটি প্রাইভেট সংস্থা । এক্ষেত্রে রাজ্য সরকারকে দোষারোপ করা উচিত নয় । কর্মীর অভাবে কাজ করতে সমস্যা হচ্ছে । কারণ কোরোনার জেরে বহু কর্মী বাড়ি ফিরে গেছেন । এই সমস্যাটা মানুষকে বুঝতে হবে । বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত CESC কে বিভিন্ন এলাকায় জেনারেটর বসিয়ে পরিষেবা দিতে হবে । " বিভিন্ন জায়গায় বিদ্যুৎ না পাওয়ার কারণে যে বিক্ষোভ চলছে তাকে উসকানি বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ।

এপ্রসঙ্গে নাম না করে তিনি বলেন, অশান্তি পাকাতে বিভিন্ন এলাকায় উসকানি দেওয়া হচ্ছে । তিনি বলেন, " ধৈর্য ধরুন । উসকানিতে পা দেবেন না । " প্রসঙ্গত, ইতিমধ্যেই পরিষেবা ঠিকমত না দিতে পারার জন্য শহরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন CESC কর্তৃপক্ষ । পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.